গমের দাম ও ভালো ফলনে দিন দিন বাড়ছে আবাদ

সিরাজগঞ্জে চলতি মৌসুমে গম চাষে লাভবান হওয়ার স্বপ্ন বুনছে কৃষকরা। দিগন্তজোড়া মাঠে সবুজের সমারোহ বাতাসে বিস্তীর্ণ ফসলের মাঠে ঢেউ খেলছে গমের সবুজ শীষ। গমের দাম ও ভালো ফলন পাওয়ায় আশায় কৃষকেরা এখন গম চাষে ঝুঁকছেন। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্র সূত্রে জানা গেছে , চলতি মৌসুমে জেলায় ৪৬৮৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এজন্য জেলার ১০ হাজার কৃষককে গম বীজ ও সার প্রনোদনা হিসাবে দেওয়া হয়েছে। এছাড়া চাষিদের নতুন জাতের গমের প্রদর্শনী প্লট স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষ, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং উন্নত চাষ নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে। ভালো জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজও করে যাচ্ছেন তারা। ফলে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী গ্রামের কৃষক আক্তার জানান, ধানের চেয়ে গম চাষের খরচ কম দাম বেশী। ফলে আমাদের এখানকার অনেককৃষক গম চাষ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমিন সুমি জানান, গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ার আশায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত জানান সদর উপজেলায় ৯১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে । গম চাষের জন্য ১ হাজার ৮৫০ জন কৃষককে গম বীজ ও সার প্রনোদনা দেয়া হয়েছে । গমের দাম ভাল পাওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছে।

স্থানীয় কৃষি বিভাগ থেকে কৃষকদের নানা পরামশৃ দেয়া হচ্ছে বলে তিনি জানান ।

সিরাজগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বাবলু কুমার সুত্রধর জানান গম চাষ লাবজনক হওয়ায় জেলার কৃষকরা এখন গম চাষে আগ্রহী হয়ে উঠেছে । জেলায় এবছর ৪৬৮৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে । এজন্য জেলার ১০ হাজার কৃষককে উন্নত জাতের গমবীজ ও সার প্রনোদনা দেয়া হয়েছে ।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ , ০৯ মাঘ ১৪২৯, ২৯ জমাদিউল সানি ১৪৪৪

গমের দাম ও ভালো ফলনে দিন দিন বাড়ছে আবাদ

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : ভালো ফলন হওয়া গম ক্ষেত -সংবাদ

সিরাজগঞ্জে চলতি মৌসুমে গম চাষে লাভবান হওয়ার স্বপ্ন বুনছে কৃষকরা। দিগন্তজোড়া মাঠে সবুজের সমারোহ বাতাসে বিস্তীর্ণ ফসলের মাঠে ঢেউ খেলছে গমের সবুজ শীষ। গমের দাম ও ভালো ফলন পাওয়ায় আশায় কৃষকেরা এখন গম চাষে ঝুঁকছেন। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্র সূত্রে জানা গেছে , চলতি মৌসুমে জেলায় ৪৬৮৫ হেক্টর জমিতে গম চাষ করা হয়েছে। এজন্য জেলার ১০ হাজার কৃষককে গম বীজ ও সার প্রনোদনা হিসাবে দেওয়া হয়েছে। এছাড়া চাষিদের নতুন জাতের গমের প্রদর্শনী প্লট স্থাপন, আধুনিক পদ্ধতিতে চাষ, সুষম সারের ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান ও বালাই দমন এবং উন্নত চাষ নিশ্চিতকরণের কাজ করে যাচ্ছে। ভালো জাতের বীজ সরবরাহ নিশ্চিতকরণের মতো কাজও করে যাচ্ছেন তারা। ফলে গম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী গ্রামের কৃষক আক্তার জানান, ধানের চেয়ে গম চাষের খরচ কম দাম বেশী। ফলে আমাদের এখানকার অনেককৃষক গম চাষ করছি। উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমিন সুমি জানান, গম চাষের লক্ষ্যমাত্রা অর্জন করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হয়েছে। অন্য ফসলের তুলনায় গম চাষের খরচ কম। দাম ভালো পাওয়ার আশায় গম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনোয়ার সাদাত জানান সদর উপজেলায় ৯১০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে । গম চাষের জন্য ১ হাজার ৮৫০ জন কৃষককে গম বীজ ও সার প্রনোদনা দেয়া হয়েছে । গমের দাম ভাল পাওয়ায় কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠেছে।

স্থানীয় কৃষি বিভাগ থেকে কৃষকদের নানা পরামশৃ দেয়া হচ্ছে বলে তিনি জানান ।

সিরাজগঞ্জ কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক বাবলু কুমার সুত্রধর জানান গম চাষ লাবজনক হওয়ায় জেলার কৃষকরা এখন গম চাষে আগ্রহী হয়ে উঠেছে । জেলায় এবছর ৪৬৮৫ হেক্টর জমিতে গম চাষ হয়েছে । এজন্য জেলার ১০ হাজার কৃষককে উন্নত জাতের গমবীজ ও সার প্রনোদনা দেয়া হয়েছে ।