সৌদি লীগের অভিষেক ম্যাচে গোল পেলেন না রোনালদো

সৌদি আরবের ক্লাব আল নাসরে অভিষেক হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু প্রথম ম্যাচে গোল এলো না তার পা থেকে। আল ইত্তিফাক এর ম্যাচে সিআর সেভেন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। খেলার শেষে তাকে বেশ খুশিই দেখাচ্ছিল। নিজের খেলা নিয়ে নিজেই হয়তো সন্তুষ্ট রোনালদো। খেলার প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি জানান দিয়েছেন পর্তুগিজ তারকা। ৩১ মিনিটে আল নাসরের হয়ে গোল করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যান্ডারসন টালিস্কা। ম্যাচে ওই একটিই গোল হয়। আল নাসর ১-০ গোলে হারায় আল ইত্তিফাককে।

আল নাসরের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেননি রোনালদো। গোল করতে পারেননি তিনি। নতুন দেশে, নতুন ক্লাবে রোনালদো যে সফল হবেন, তার ইঙ্গিত হয়তো দিয়ে গেলেন তিনি। আল নাসরের ঘরের মাঠে ম্যাচটা ছিল। ম্যাচে দাপট দেখায় তারা। আল ইত্তিফাকের বিরুদ্ধে ম্যাচটা জেতার ফলে আল নাসর সৌদি প্রো লীগে শীর্ষ স্থানে পৌঁছে গেল।

মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ , ০৯ মাঘ ১৪২৯, ২৯ জমাদিউল সানি ১৪৪৪

সৌদি লীগের অভিষেক ম্যাচে গোল পেলেন না রোনালদো

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

সৌদি আরবের ক্লাব আল নাসরে অভিষেক হয়ে গেল ক্রিস্তিয়ানো রোনালদোর। কিন্তু প্রথম ম্যাচে গোল এলো না তার পা থেকে। আল ইত্তিফাক এর ম্যাচে সিআর সেভেন পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন। খেলার শেষে তাকে বেশ খুশিই দেখাচ্ছিল। নিজের খেলা নিয়ে নিজেই হয়তো সন্তুষ্ট রোনালদো। খেলার প্রতিটি মুহূর্তে নিজের উপস্থিতি জানান দিয়েছেন পর্তুগিজ তারকা। ৩১ মিনিটে আল নাসরের হয়ে গোল করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যান্ডারসন টালিস্কা। ম্যাচে ওই একটিই গোল হয়। আল নাসর ১-০ গোলে হারায় আল ইত্তিফাককে।

আল নাসরের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারেননি রোনালদো। গোল করতে পারেননি তিনি। নতুন দেশে, নতুন ক্লাবে রোনালদো যে সফল হবেন, তার ইঙ্গিত হয়তো দিয়ে গেলেন তিনি। আল নাসরের ঘরের মাঠে ম্যাচটা ছিল। ম্যাচে দাপট দেখায় তারা। আল ইত্তিফাকের বিরুদ্ধে ম্যাচটা জেতার ফলে আল নাসর সৌদি প্রো লীগে শীর্ষ স্থানে পৌঁছে গেল।