সিরাজগঞ্জে ফের অসময়ে যমুনা নদীতে ভাঙন ৬০ মিটার বিলীন

শুষ্ক মৌসুমে হঠাৎ করে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরি, চৌহালির বাঘুটিয়া ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। গত সোমবার সকাল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে । ইতি মধ্যেই যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ এলাকার প্রায় ৬০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।

উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদ সদস্য জহুরুল ইসলাম জানান, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর পূর্বপাশে জেগে উঠা চর কেটে দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামী বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের বেশকিছু এলাকা হুমকির মুখে পড়বে।

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার বামতীরে চর জেগে উঠায় ডান তীরে পানি প্রবাহ এবং চাপ বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে । পাঁচ ঠাকুরিসহ ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীর ডান তীর রক্ষার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে আসন্ন বর্ষা মৌসুমের আগের নদীর ডানতীর রক্ষা প্রকল্পের সংস্কার কাজ শেষ করা হবে।

বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ , ১০ মাঘ ১৪২৯, ৩০ জমাদিউল সানি ১৪৪৪

সিরাজগঞ্জে ফের অসময়ে যমুনা নদীতে ভাঙন ৬০ মিটার বিলীন

জেলা বার্তা পরিবেশক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : শুষ্ক মৌসুমে যমুনা নদী ভাঙন -সংবাদ

শুষ্ক মৌসুমে হঠাৎ করে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচ ঠাকুরি, চৌহালির বাঘুটিয়া ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকায় যমুনা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। গত সোমবার সকাল থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামে ভাঙ্গন শুরু হয়েছে । ইতি মধ্যেই যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধ এলাকার প্রায় ৬০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পরে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।

উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদ সদস্য জহুরুল ইসলাম জানান, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর পূর্বপাশে জেগে উঠা চর কেটে দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামী বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের বেশকিছু এলাকা হুমকির মুখে পড়বে।

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার বামতীরে চর জেগে উঠায় ডান তীরে পানি প্রবাহ এবং চাপ বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে । পাঁচ ঠাকুরিসহ ভাঙ্গন কবলিত বিভিন্ন স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীর ডান তীর রক্ষার জন্য প্রকল্প হাতে নেয়া হয়েছে আসন্ন বর্ষা মৌসুমের আগের নদীর ডানতীর রক্ষা প্রকল্পের সংস্কার কাজ শেষ করা হবে।