শেষ হলো বাংলাদেশের প্রথম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হ্যাকাথন

চতুর্থ শিল্প বিপ্লবের শুরুতে যেসব প্রযুক্তিগত বিষয় দাপিয়ে বেড়াচ্ছে সেগুলোর মধ্যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, ব্লকচেইন অন্যতম। প্রযুক্তির এই হাতিয়ারগুলোর অন্তর্ভুক্ত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সুবিধাগুলোর মুলমন্ত্র এই এনএলপি। রোবটকে নির্দেশনা দেওয়া, চ্যাটবটের স্বয়ংক্রিয় উত্তর কিংবা মুঠোফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মূলমন্ত্র এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)।

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সহযোগিতায় রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম ৩৬ ঘণ্টাব্যাপী ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথন। গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলগুলোকে সর্বমোট এক লাখ টাকা মূল্যমানের প্রাইজমানি হস্তান্তর করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং পারফরমেন্সের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিতে ফুলটাইম চাকরি ও ইন্টার্নশিপ দেয়ার জন্য সুপারিশ করার কথাও বলা হয়।

দুই দিনব্যাপী এই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের মো. যারিফ উল আলম, রামিশা আলম ও সামীন সাহগীরের টিম বুয়েট সিমান্টিক সেনানিগান্স; প্রথম রানার্সআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. আজমাইন মাহতাব, শেখ আয়াতুর রহমান ও আনিকা তাহসিনের টিম লিংগুয়েস্টিক ম্যাভরিক্স; দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রিদওয়ানুল হাসান তানভির, সিহাত আফনান ও সায়েক বিন ইসলামের টিম রিটার্ন জিরো।

কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, নর্থ সাউথ বিশ^বিদ্যারয়ের সহযোগী অধ্যাপক ড. নাবিল মোহাম্মেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, ইজি সেবার ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আরিফুর রহমান, লিঙ্ক থ্রির ডেপুটি ম্যানেজার (ব্রান্ড, সেলস ও মার্কেটিং) সাব্বির হাসান, উইকিমেডিয়া ফাউন্ডেশনের রিসার্চ ডেভেলপার নাজিয়া তাসনিম, বিকাশের মো. ইশতিয়াক হোসাইন শিহাব ও বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুই দিনব্যাপী এই হ্যাকাথন পরিচালনা করেন আমাজন আলেক্সার এপ্লাইড সায়েন্টিস্ট সুদীপ্ত কর এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সিএসই) ড. ফারিগ সাদেক। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ , ১০ মাঘ ১৪২৯, ৩০ জমাদিউল সানি ১৪৪৪

শেষ হলো বাংলাদেশের প্রথম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হ্যাকাথন

image

চতুর্থ শিল্প বিপ্লবের শুরুতে যেসব প্রযুক্তিগত বিষয় দাপিয়ে বেড়াচ্ছে সেগুলোর মধ্যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, ব্লকচেইন অন্যতম। প্রযুক্তির এই হাতিয়ারগুলোর অন্তর্ভুক্ত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন সুবিধাগুলোর মুলমন্ত্র এই এনএলপি। রোবটকে নির্দেশনা দেওয়া, চ্যাটবটের স্বয়ংক্রিয় উত্তর কিংবা মুঠোফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মূলমন্ত্র এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি)।

গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্প এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) যৌথ আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও অ্যামাজন ওয়েব সার্ভিসেসের সহযোগিতায় রাজধানীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের প্রথম ৩৬ ঘণ্টাব্যাপী ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) হ্যাকাথন। গত ২১ জানুয়ারি রাজধানীর লালমাটিয়ায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলগুলোকে সর্বমোট এক লাখ টাকা মূল্যমানের প্রাইজমানি হস্তান্তর করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সার্টিফিকেট এবং পারফরমেন্সের ওপর ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানিতে ফুলটাইম চাকরি ও ইন্টার্নশিপ দেয়ার জন্য সুপারিশ করার কথাও বলা হয়।

দুই দিনব্যাপী এই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের মো. যারিফ উল আলম, রামিশা আলম ও সামীন সাহগীরের টিম বুয়েট সিমান্টিক সেনানিগান্স; প্রথম রানার্সআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মো. আজমাইন মাহতাব, শেখ আয়াতুর রহমান ও আনিকা তাহসিনের টিম লিংগুয়েস্টিক ম্যাভরিক্স; দ্বিতীয় রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের রিদওয়ানুল হাসান তানভির, সিহাত আফনান ও সায়েক বিন ইসলামের টিম রিটার্ন জিরো।

কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, নর্থ সাউথ বিশ^বিদ্যারয়ের সহযোগী অধ্যাপক ড. নাবিল মোহাম্মেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার, ইজি সেবার ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আরিফুর রহমান, লিঙ্ক থ্রির ডেপুটি ম্যানেজার (ব্রান্ড, সেলস ও মার্কেটিং) সাব্বির হাসান, উইকিমেডিয়া ফাউন্ডেশনের রিসার্চ ডেভেলপার নাজিয়া তাসনিম, বিকাশের মো. ইশতিয়াক হোসাইন শিহাব ও বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুই দিনব্যাপী এই হ্যাকাথন পরিচালনা করেন আমাজন আলেক্সার এপ্লাইড সায়েন্টিস্ট সুদীপ্ত কর এবং ব্র্যাক বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক (সিএসই) ড. ফারিগ সাদেক। সংবাদ বিজ্ঞপ্তি।