বিগ ব্যাশে এক ওভারে সর্বোচ্চ রান ফিঞ্চের

বিগ ব্যাশ লীগে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ইনিংস। অ্যান্ড্রু টাইয়ের ওভারে টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি রান উঠলো। টাইয়ের ওভারে উঠলো ৩১ রান। এরমধ্যে ৩০ রান নিলেন ফিঞ্চ। নো-বলে এক রান হয়। পার্থে বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেদেস এবং পার্থ স্কর্চার্স। পার্থের হয়ে খেলেন টাই। ১৮তম ওভারে ফিঞ্চ প্রথম বলে দুই রান নেন। পরের দুটি বলে চার মারেন। চতুর্থ বলে আবার দুই রান নেন তিনি। পরের বলটি নো-বল করেন টাই। সেই বলে ছক্কা হাঁকান ফিঞ্চ। ফ্রি-হিটেও ছক্কা মারেন তিনি। শেষ বলও বাউন্ডারি বাইরে পাঠিয়ে দেন ফিঞ্চ। ৩৫ বলে ৭৬ রান করেন ফিঞ্চ। যদিও তিনি দলকে জেতাতে পারেননি। ১০ রানে হেরে যান ফিঞ্চরা। ২০ ওভারে পারথ তোলে ২১২ রান। ৫০ বলে ৯৫ রান করেন ক্যামেরন ব্যাঙ্করাফট। স্টিভি এসকিনাজি ২৯ বলে ৫৪ রান করেন। ফিঞ্চের কাঁধে ভর করে মেলবোর্ন লড়াই করছিল। শন মার্শ ৩৪ বলে ৫৪ রান করেন। উইল সাদারল্যান্ড ১৮ বলে ৩০ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত ১০ রানে হেরে যান ফিঞ্চরা।

বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ , ১০ মাঘ ১৪২৯, ৩০ জমাদিউল সানি ১৪৪৪

বিগ ব্যাশে এক ওভারে সর্বোচ্চ রান ফিঞ্চের

সংবাদ স্পোর্টস ডেস্ক

বিগ ব্যাশ লীগে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ইনিংস। অ্যান্ড্রু টাইয়ের ওভারে টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি রান উঠলো। টাইয়ের ওভারে উঠলো ৩১ রান। এরমধ্যে ৩০ রান নিলেন ফিঞ্চ। নো-বলে এক রান হয়। পার্থে বিগ ব্যাশের ম্যাচে মুখোমুখি হয়েছিল মেলবোর্ন রেনেগেদেস এবং পার্থ স্কর্চার্স। পার্থের হয়ে খেলেন টাই। ১৮তম ওভারে ফিঞ্চ প্রথম বলে দুই রান নেন। পরের দুটি বলে চার মারেন। চতুর্থ বলে আবার দুই রান নেন তিনি। পরের বলটি নো-বল করেন টাই। সেই বলে ছক্কা হাঁকান ফিঞ্চ। ফ্রি-হিটেও ছক্কা মারেন তিনি। শেষ বলও বাউন্ডারি বাইরে পাঠিয়ে দেন ফিঞ্চ। ৩৫ বলে ৭৬ রান করেন ফিঞ্চ। যদিও তিনি দলকে জেতাতে পারেননি। ১০ রানে হেরে যান ফিঞ্চরা। ২০ ওভারে পারথ তোলে ২১২ রান। ৫০ বলে ৯৫ রান করেন ক্যামেরন ব্যাঙ্করাফট। স্টিভি এসকিনাজি ২৯ বলে ৫৪ রান করেন। ফিঞ্চের কাঁধে ভর করে মেলবোর্ন লড়াই করছিল। শন মার্শ ৩৪ বলে ৫৪ রান করেন। উইল সাদারল্যান্ড ১৮ বলে ৩০ রান করেন। কিন্তু শেষ পর্যন্ত ১০ রানে হেরে যান ফিঞ্চরা।