এমবাপ্পের ৫ গোল

ফরাসি কাপে পিএসজির হয়ে প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে ৫ গোল করলেন এমবাপ্পে। তার দাপটে মেসির অভাব বুঝতেই পারলো না ফরাসি ক্লাব।

প্রথম গোলে সময় লেগেছিল ২৯ মিনিট। তারপর থেকে বাঁধভাঙা আক্রমণ এবং একের পর এক গোল। ফরাসি কাপের ম্যাচে পায়েস দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারালো পিএসজি। একাই ৫ গোল দিলেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে বাদ দিয়েও ভয়ঙ্কর পিএসজি। বিশ্বকাপে স্বর্ণের বুট জয়ী এমবাপ্পে একাই ভয় ধরিয়ে দিচ্ছেন বিপক্ষকে।

প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল গত সোমবার রাতে। সেই ম্যাচে বিপক্ষকে নিয়ে ছেলে খেলা করলেন এমবাপ্পে, নেইমাররা। পিএসজি দলে ছিলেন না মেসি। কিন্তু তাকে বাদ দিয়েও পিএসজি যথেষ্ট শক্তিশালী। ২৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর নেইমারকে দিয়ে গোল করান ৩৩ মিনিটে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরমধ্যে তিনটি গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে পিএসজি। এরমধ্যে এমবাপ্পের দুটি এবং কার্লোস সোলের একটি। দুটি গোলের ক্ষেত্রে অবদান রাখেন ব্রাজিলের তারকা নেইমার।

পিএসজির হয়ে প্রথম কোন ফুটবলার এক ম্যাচে ৫ গোল করলেন। এমবাপ্পের দাপটে মেসির অভাব বুঝতেই পারলো না ফরাসি ক্লাব। পুরো সময় মাঠে ছিলেন এমবাপ্পে এবং নেইমার। তাদের দাপটে এই প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। তাদের পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি। মার্সেইলির বিরুদ্ধে খেলবে তারা।

বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ , ১০ মাঘ ১৪২৯, ৩০ জমাদিউল সানি ১৪৪৪

এমবাপ্পের ৫ গোল

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

ফরাসি কাপে পিএসজির হয়ে প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে ৫ গোল করলেন এমবাপ্পে। তার দাপটে মেসির অভাব বুঝতেই পারলো না ফরাসি ক্লাব।

প্রথম গোলে সময় লেগেছিল ২৯ মিনিট। তারপর থেকে বাঁধভাঙা আক্রমণ এবং একের পর এক গোল। ফরাসি কাপের ম্যাচে পায়েস দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারালো পিএসজি। একাই ৫ গোল দিলেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসিকে বাদ দিয়েও ভয়ঙ্কর পিএসজি। বিশ্বকাপে স্বর্ণের বুট জয়ী এমবাপ্পে একাই ভয় ধরিয়ে দিচ্ছেন বিপক্ষকে।

প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল গত সোমবার রাতে। সেই ম্যাচে বিপক্ষকে নিয়ে ছেলে খেলা করলেন এমবাপ্পে, নেইমাররা। পিএসজি দলে ছিলেন না মেসি। কিন্তু তাকে বাদ দিয়েও পিএসজি যথেষ্ট শক্তিশালী। ২৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর নেইমারকে দিয়ে গোল করান ৩৩ মিনিটে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরমধ্যে তিনটি গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে পিএসজি। এরমধ্যে এমবাপ্পের দুটি এবং কার্লোস সোলের একটি। দুটি গোলের ক্ষেত্রে অবদান রাখেন ব্রাজিলের তারকা নেইমার।

পিএসজির হয়ে প্রথম কোন ফুটবলার এক ম্যাচে ৫ গোল করলেন। এমবাপ্পের দাপটে মেসির অভাব বুঝতেই পারলো না ফরাসি ক্লাব। পুরো সময় মাঠে ছিলেন এমবাপ্পে এবং নেইমার। তাদের দাপটে এই প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। তাদের পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি। মার্সেইলির বিরুদ্ধে খেলবে তারা।