বাংলাদেশ ইনোভেশন সামিট অনুষ্ঠিত

‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট। প্রায় ছয় শতাধিক অংশগ্রহণকারী এবারের সম্মেলনে অংশগ্রহণ করেন। রাজধানী ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং রাইজআপ ল্যাবস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে এবার প্রথমবারের মতো দেশ এবং বিদেশ থেকে অনলাইনেও অংশ নেন আরো প্রায় সহ¯্রাধিক অংশগ্রহণকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর আব্দুর রহমান।

সবুর খান তার বক্তব্যে বলেন, ‘এ দেশের মানুষ সবসময়ই উদ্ভাবনী শক্তি লালন করে, এই শক্তি বিকাশে সবাইকে নিজেদের কাজে মনযোগী হতে তিনি আহবান জানান। তিনি বলেন, যে কোন কাজ করে হলে থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান; এর জন্য গবেষণা, পড়ার কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন এই সম্মেলনে উপস্থিতির মধ্য থেকেই কেউ হয়তো আগামীতে এমন কোন উদ্যোগ নিবে যা সারা পৃথিবীতে নতুন এক বিপ্লব আনবে’।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর আব্দুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। মোবাইল ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ভর শক্তি। তিনি বলেন, প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিশ্চিত হবে আগামীর সমৃদ্ধি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিস ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান; বিডিজবস ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর; আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিড সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামা; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামান; স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানা খান; রাইজাআপ ল্যাবস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক; ক্রিয়েটিভ আইটি লিমিটেড এর চেয়ারম্যান মনির হোসেন, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি ও কান্ট্রিরিপ্রেজেন্টেটিভ রেদওয়ান ফেরদৌস, এইচটিটিপুল এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, দ্য সিটি ব্যাংক লিমিটেড এর কোম্পানি সেক্রেটারি কাফি খান, ‘হুর নুসরাত’ এর স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা, স্কেলআপ এর প্রতিষ্ঠাতা তাবেন্দা হোসেন, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর রাকিবা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা, আশিক খান।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, ‘এবারর সম্মেলনের প্রতিটি সেশন এমনভাবে আমরা সাজানো ছিল যাতে একজন অংশগ্রহণকারী রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগে ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, ওমেন অনট্রপ্রেনিয়রশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে’।

‘বাংলাদেশ ইনোভেশন সামিট’ এর কনভেনর মাহমুদ মুসা বলেন, এবার সম্মেলনটি ৫ম বারের মতো হলো, এর আগেরবারের অংশগ্রহণকারীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত, তিনি আশা রাখেন সম্মেলনের শিক্ষা তরুণদের মাঝে নতুন নতুন উদ্যোগ নিতে সহায়তা করবে’।

এবারের সামিটে কো-পার্টনার হিসাবে ছিল ওমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং সহযোগী হিসেবে ছিল রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লি., স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, এমএমএস গ্লোবাল সার্ভিসেস, ওয়েডিং স্টাইল বিডি; ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্টস ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ , ১৩ ফাল্গুন ১৪২৯, ৬ শবান ১৪৪৪

বাংলাদেশ ইনোভেশন সামিট অনুষ্ঠিত

image

‘আজকের উদ্ভাবন, আগামীর সম্ভাবনা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার বিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ৫ম বাংলাদেশ ইনোভেশন সামিট। প্রায় ছয় শতাধিক অংশগ্রহণকারী এবারের সম্মেলনে অংশগ্রহণ করেন। রাজধানী ঢাকায় বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং রাইজআপ ল্যাবস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই সম্মেলনে এবার প্রথমবারের মতো দেশ এবং বিদেশ থেকে অনলাইনেও অংশ নেন আরো প্রায় সহ¯্রাধিক অংশগ্রহণকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সবুর খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর আব্দুর রহমান।

সবুর খান তার বক্তব্যে বলেন, ‘এ দেশের মানুষ সবসময়ই উদ্ভাবনী শক্তি লালন করে, এই শক্তি বিকাশে সবাইকে নিজেদের কাজে মনযোগী হতে তিনি আহবান জানান। তিনি বলেন, যে কোন কাজ করে হলে থাকতে হবে পর্যাপ্ত জ্ঞান; এর জন্য গবেষণা, পড়ার কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন এই সম্মেলনে উপস্থিতির মধ্য থেকেই কেউ হয়তো আগামীতে এমন কোন উদ্যোগ নিবে যা সারা পৃথিবীতে নতুন এক বিপ্লব আনবে’।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এর প্রো-ভাইস চ্যান্সেলর আব্দুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে এখন চলছে চতুর্থ শিল্প বিপ্লব। মোবাইল ইন্টারনেট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের ভর শক্তি। তিনি বলেন, প্রযুক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিশ্চিত হবে আগামীর সমৃদ্ধি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসিস ভাইস প্রেসিডেন্ট আবু দাউদ খান; বিডিজবস ডট কম এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাশরুর; আমাজন ওয়েব সার্ভিসেস, ইউএসএ এর লিড সল্যুশন আর্কিটেকচার মোহাম্মদ মাহদী উজ জামা; মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শারমিনা জামান; স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর রেজওয়ানা খান; রাইজাআপ ল্যাবস এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক; ক্রিয়েটিভ আইটি লিমিটেড এর চেয়ারম্যান মনির হোসেন, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি ও কান্ট্রিরিপ্রেজেন্টেটিভ রেদওয়ান ফেরদৌস, এইচটিটিপুল এর পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী, দ্য সিটি ব্যাংক লিমিটেড এর কোম্পানি সেক্রেটারি কাফি খান, ‘হুর নুসরাত’ এর স্বত্বাধিকারী নুসরাত আক্তার লোপা, স্কেলআপ এর প্রতিষ্ঠাতা তাবেন্দা হোসেন, ওমেন এন্ড ই-কমার্স ফোরামের ওয়ার্কিং কমিটি ডিরেক্টর রাকিবা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা, আশিক খান।

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, ‘এবারর সম্মেলনের প্রতিটি সেশন এমনভাবে আমরা সাজানো ছিল যাতে একজন অংশগ্রহণকারী রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ, বাংলাদেশে উদ্যোগে ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা, ওমেন অনট্রপ্রেনিয়রশিপ নিয়ে বিস্তারিত জানতে পারে’।

‘বাংলাদেশ ইনোভেশন সামিট’ এর কনভেনর মাহমুদ মুসা বলেন, এবার সম্মেলনটি ৫ম বারের মতো হলো, এর আগেরবারের অংশগ্রহণকারীদের অনেকেই আজ প্রতিষ্ঠিত, তিনি আশা রাখেন সম্মেলনের শিক্ষা তরুণদের মাঝে নতুন নতুন উদ্যোগ নিতে সহায়তা করবে’।

এবারের সামিটে কো-পার্টনার হিসাবে ছিল ওমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং সহযোগী হিসেবে ছিল রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লি., স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, এমএমএস গ্লোবাল সার্ভিসেস, ওয়েডিং স্টাইল বিডি; ইভেন্ট পার্টনার হিসেবে ছিল ইভেন্টস ফ্লুয়েন্ট এবং ই-টিকেটিং পার্টনার ই-সফট। সংবাদ বিজ্ঞপ্তি।