বিচারকের সংখ্যা বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

আদালতের বিচারকার্য দ্রুত করার জন্য বিচারকের সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫), আবদুস সাত্তার ভূঞা (ব্রাহ্মণবাড়িয়া-২), গ্লোরিয়া ঝর্ণা সরকার (মহিলা আসন-৩০), সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়া-৪) এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন (মহিলা আসন-৪০) বৈঠকে অংশ নেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন না।

আইনমন্ত্রী গত ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি এবং অন্যান্য ১ লাখ ১৮ হাজার ১৮৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।

আইনজীবীদের মতে, দীর্ঘ সময় ধরে মামলা বিচারাধীন থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্থ হন।

দেশের বিভিন্ন আদালতে মামলা জটের বিষয়টি বিভিন্ন সময় সংসদীয় কমিটির আলোচনায় এসেছে। গতকালের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়। মামলাজট কমাতে আদলতে বিচারকের সংখ্যা বাড়াতে আইন মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক থেকে ২৬তম বৈঠক পর্যন্ত নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ১৭ ফাল্গুন ১৪২৯, ১০ শবান ১৪৪৪

বিচারাধীন ৪০ লাখের বেশি মামলা

বিচারকের সংখ্যা বাড়ানোর সুপারিশ সংসদীয় কমিটির

নিজস্ব বার্তা পরিবেশক

আদালতের বিচারকার্য দ্রুত করার জন্য বিচারকের সংখ্যা বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে একাদশ সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ২৭তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান (দিনাজপুর-৫), আবদুস সাত্তার ভূঞা (ব্রাহ্মণবাড়িয়া-২), গ্লোরিয়া ঝর্ণা সরকার (মহিলা আসন-৩০), সেলিম আলতাফ জর্জ (কুষ্টিয়া-৪) এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন (মহিলা আসন-৪০) বৈঠকে অংশ নেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে উপস্থিত ছিলেন না।

আইনমন্ত্রী গত ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছিলেন, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশের আদালতে ৪০ লাখ ৪ হাজার ৭টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে দেওয়ানি মামলা ১৬ লাখ ৪৭ হাজার ৭৯০টি, ফৌজদারি মামলা ২৪ লাখ ১০ হাজার ৪৪৪টি এবং অন্যান্য ১ লাখ ১৮ হাজার ১৮৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।

আইনজীবীদের মতে, দীর্ঘ সময় ধরে মামলা বিচারাধীন থাকলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্থ হন।

দেশের বিভিন্ন আদালতে মামলা জটের বিষয়টি বিভিন্ন সময় সংসদীয় কমিটির আলোচনায় এসেছে। গতকালের বৈঠকেও এ বিষয়ে আলোচনা হয়। মামলাজট কমাতে আদলতে বিচারকের সংখ্যা বাড়াতে আইন মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক থেকে ২৬তম বৈঠক পর্যন্ত নেয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।