আগামীকাল থেকে দুদিনব্যাপী শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন-২০২৩

আগামী ১০ ও ১১ মার্চ ২০২৩ শালুক প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে দুই দিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ২০২৩’ Shaluk International Literary Conference (SILC) 2023। সম্মিলনে দেশ-বিদেশের পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী অংশ নিবেন।

এ সম্মিলনের উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ, শুক্রবার ২০২৩ সকাল সাড়ে নয়টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচায়। ঐদিন একাধিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠান চলবে রাত ৯টা অবধি। কর্ম অধিবেশনগুলোতে দেশি বিদেশি শিল্প-সংস্কৃতি বিষয়ক আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক নানা কর্মকা- থাকবে। দ্বিতীয় দিন ১১ মার্চ দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে ঢাকার কাঁটাবনস্থ পাঠক সমাবেশে। এদিনও একাধিক কর্ম অধিবেশন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

এবছরই ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের দিন এই পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হবে। শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ বলেন, শালুক অধুনাবাদী চিন্তার পত্রিকা। শালুকের উদ্দেশ্য শুধু বিদেশি সংস্কৃতি ধার করে নয়, নিজস্ব ঐতিহ্য-স্ংস্কৃতিকে মডেল হিসেবে সারাবিশ্বের কাছে তুনে ধরা, নতুন নতুন মেধার অন্বেষণের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান করা। লিটল ম্যাগাজিনের যে প্রথাবিরুদ্ধ বা প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে অবস্থান, শালুক তা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং শালুকে প্রকাশিত রচনাগুলো সবসময় ব্যতিক্রম ও নতুন নতুন চিন্তাসমষ্টি। শালুক তার সাহিত্যিক অন্যতম কর্মকা- হিসেবে প্রতিমাসে ‘শালুক সাহিত্য আড্ডা’ চালু করেছে। সেখানে নতুন চিন্তা চেতনার তারুণ্যের সমাগম ঘটে। এই কাজটি আরও বিস্তৃত পরিসরে করার জন্য প্রথমবারের মতো শালুক আয়োজন করেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনের। শালুক চায় তার কর্মকা- দেশবিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়–ক এবং শালুকের সাহিত্যিক চেতনায় আলোকিত হোক সকল শুভবোধ।

সহযোগী সম্পাদক কবি মাহফুজ আল-হোসেন বলেন, একটি লিটল ম্যাগাজিনের জন্য এ ধরনের আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। ইতিমধ্যেই ‘শালুক’ বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। দেশ-বিদেশে অগণিত পাঠক-শুভাকাক্সক্ষী রয়েছে তার। এই আন্তর্জাতিক সম্মিলনের মাধ্যমে ‘শালুক’ মূলত তার স্বপ্নকে সমন্বিত করে বিশ্বব্যাপী তুলে ধরতে চায়। শালুকের স্বপ্ন সীমানাহীন সাহিত্যবিশ্ব হলেও বাঙালিত্বকে শিরোধার্য করে, প্রকৃতিচেতনা ও প্রথাবিরোধিতার ঐশ্বর্যে সামনে অগ্রসর হওয়া।

অপর সহযোগী সম্পাদক কবি ভাগ্যধন বড়–য়া বলেন, সাহিত্যবিশ্বে প্রবেশ মানে পশ্চিমা বা বিদেশি সংস্কৃতিকে অনুকরণ অনুসরণ নয়; আমদেরও যে একিিট বিশাল ও মৌলিক সাংস্কৃতিক জগত রয়েছে তাকে বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের ঐতিহ্য ও নিজস্বতার আলোয় যদি অপরবিশ্ব আলোকিত হতে পারে তবে সেখানেই আমাদের সার্থকতা। শালুকের এই স্বাবলম্বীতার দৃঢ় প্রত্যয় যেমন আমাদের সচেতন করবে, তেমনি তা হবে বিশ্ববাসীর কাছে এক নতুন উদ্দীপনার নাম। শালুকের এ কর্মকা- অব্যাহত থাকবে। প্রতি দুই বছর পর পর এ আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হবে এবং আগামী বছর শালুকের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হবে।

সহযোগী সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, শালুক যে সম্মিলন করতে চলেছে তার প্রভাব বাংলা সাহিত্যকে আরো উচ্চে তুলে দেবে। বাংলাদেশের সঙ্গে বহুদেশের লেখকদের সম্মিলন ঘটবে। আগামীতে এই সম্মিলনের পরিধি আরো বিস্তৃত হবে। বহু দেশের লেখকের সংশ্লিষ্টতা বাড়বে। সাহিত্যের বিশুদ্ধ চর্চার এই ধারায় এ জাতীয় সম্মিলনের অনিবার্যতা আছে বলে আমরা মনে করি।

অধুনাবাদী চিন্তার লিটল পত্রিকা ‘শালুক’ গত ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। শালুক-এর প্রতিটি সংখ্যা কমপক্ষে ৫০০ থেকে ৯০০ পৃষ্ঠায় প্রকাশিত হয়ে থাকে। সত্য, সুন্দর ও শিল্পের প্রচার-প্রসার এবং অসত্যের বিরুদ্ধে অবস্থান ব্যতীত ‘শালুক’-এর অন্য কোনো মতাদর্শ নেই। ইতোপূর্বে শালুক আন্তর্জাতিকভাবে কলকাতা থেকে দুটি (কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার ২০০৯; এবং ঐহিক মৈত্রী সম্মাননা পদক ২০১৬); লন্ডন থেকে

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

আগামীকাল থেকে দুদিনব্যাপী শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন-২০২৩

image

আগামী ১০ ও ১১ মার্চ ২০২৩ শালুক প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে দুই দিনব্যাপী ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন ২০২৩’ Shaluk International Literary Conference (SILC) 2023। সম্মিলনে দেশ-বিদেশের পাঁচ শতাধিক কবি-লেখক-অনুবাদক-শিল্পী অংশ নিবেন।

এ সম্মিলনের উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হবে ১০ মার্চ, শুক্রবার ২০২৩ সকাল সাড়ে নয়টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচায়। ঐদিন একাধিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে এবং অনুষ্ঠান চলবে রাত ৯টা অবধি। কর্ম অধিবেশনগুলোতে দেশি বিদেশি শিল্প-সংস্কৃতি বিষয়ক আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক নানা কর্মকা- থাকবে। দ্বিতীয় দিন ১১ মার্চ দিনব্যাপী বিভিন্ন অধিবেশন থাকবে ঢাকার কাঁটাবনস্থ পাঠক সমাবেশে। এদিনও একাধিক কর্ম অধিবেশন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।

এবছরই ‘শালুক আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের দিন এই পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হবে। শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ বলেন, শালুক অধুনাবাদী চিন্তার পত্রিকা। শালুকের উদ্দেশ্য শুধু বিদেশি সংস্কৃতি ধার করে নয়, নিজস্ব ঐতিহ্য-স্ংস্কৃতিকে মডেল হিসেবে সারাবিশ্বের কাছে তুনে ধরা, নতুন নতুন মেধার অন্বেষণের মাধ্যমে বাঙালির আত্মপরিচয় অনুসন্ধান করা। লিটল ম্যাগাজিনের যে প্রথাবিরুদ্ধ বা প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে অবস্থান, শালুক তা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং শালুকে প্রকাশিত রচনাগুলো সবসময় ব্যতিক্রম ও নতুন নতুন চিন্তাসমষ্টি। শালুক তার সাহিত্যিক অন্যতম কর্মকা- হিসেবে প্রতিমাসে ‘শালুক সাহিত্য আড্ডা’ চালু করেছে। সেখানে নতুন চিন্তা চেতনার তারুণ্যের সমাগম ঘটে। এই কাজটি আরও বিস্তৃত পরিসরে করার জন্য প্রথমবারের মতো শালুক আয়োজন করেছে আন্তর্জাতিক সাহিত্য সম্মিলনের। শালুক চায় তার কর্মকা- দেশবিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়–ক এবং শালুকের সাহিত্যিক চেতনায় আলোকিত হোক সকল শুভবোধ।

সহযোগী সম্পাদক কবি মাহফুজ আল-হোসেন বলেন, একটি লিটল ম্যাগাজিনের জন্য এ ধরনের আয়োজন নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। ইতিমধ্যেই ‘শালুক’ বাংলা ভাষার অন্যতম গুরুত্বপূর্ণ লিটল ম্যাগাজিন হিসেবে নিজেকে প্রমাণ করেছে। দেশ-বিদেশে অগণিত পাঠক-শুভাকাক্সক্ষী রয়েছে তার। এই আন্তর্জাতিক সম্মিলনের মাধ্যমে ‘শালুক’ মূলত তার স্বপ্নকে সমন্বিত করে বিশ্বব্যাপী তুলে ধরতে চায়। শালুকের স্বপ্ন সীমানাহীন সাহিত্যবিশ্ব হলেও বাঙালিত্বকে শিরোধার্য করে, প্রকৃতিচেতনা ও প্রথাবিরোধিতার ঐশ্বর্যে সামনে অগ্রসর হওয়া।

অপর সহযোগী সম্পাদক কবি ভাগ্যধন বড়–য়া বলেন, সাহিত্যবিশ্বে প্রবেশ মানে পশ্চিমা বা বিদেশি সংস্কৃতিকে অনুকরণ অনুসরণ নয়; আমদেরও যে একিিট বিশাল ও মৌলিক সাংস্কৃতিক জগত রয়েছে তাকে বিশ্বের কাছে তুলে ধরা। আমাদের ঐতিহ্য ও নিজস্বতার আলোয় যদি অপরবিশ্ব আলোকিত হতে পারে তবে সেখানেই আমাদের সার্থকতা। শালুকের এই স্বাবলম্বীতার দৃঢ় প্রত্যয় যেমন আমাদের সচেতন করবে, তেমনি তা হবে বিশ্ববাসীর কাছে এক নতুন উদ্দীপনার নাম। শালুকের এ কর্মকা- অব্যাহত থাকবে। প্রতি দুই বছর পর পর এ আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন অনুষ্ঠিত হবে এবং আগামী বছর শালুকের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান সাড়ম্বরে পালন করা হবে।

সহযোগী সম্পাদক মনিরুজ্জামান মিন্টু বলেন, শালুক যে সম্মিলন করতে চলেছে তার প্রভাব বাংলা সাহিত্যকে আরো উচ্চে তুলে দেবে। বাংলাদেশের সঙ্গে বহুদেশের লেখকদের সম্মিলন ঘটবে। আগামীতে এই সম্মিলনের পরিধি আরো বিস্তৃত হবে। বহু দেশের লেখকের সংশ্লিষ্টতা বাড়বে। সাহিত্যের বিশুদ্ধ চর্চার এই ধারায় এ জাতীয় সম্মিলনের অনিবার্যতা আছে বলে আমরা মনে করি।

অধুনাবাদী চিন্তার লিটল পত্রিকা ‘শালুক’ গত ২৪ বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। শালুক-এর প্রতিটি সংখ্যা কমপক্ষে ৫০০ থেকে ৯০০ পৃষ্ঠায় প্রকাশিত হয়ে থাকে। সত্য, সুন্দর ও শিল্পের প্রচার-প্রসার এবং অসত্যের বিরুদ্ধে অবস্থান ব্যতীত ‘শালুক’-এর অন্য কোনো মতাদর্শ নেই। ইতোপূর্বে শালুক আন্তর্জাতিকভাবে কলকাতা থেকে দুটি (কলকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র পুরস্কার ২০০৯; এবং ঐহিক মৈত্রী সম্মাননা পদক ২০১৬); লন্ডন থেকে