রাজস্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় জাদুঘর করার চিন্তা

শিক্ষার্থীদের রাজস্ব সম্পর্কে সচেতন করে করজাল বাড়ানোর কথা ভাবছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় শিক্ষার্থীদের জন্য রাজস্বের বিভিন্ন বিষয়ের তথ্যসম্বলিত জাদুঘর করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এদিন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), বাংলাদেশ অর্থনীতি সমিতি, এসএমই ফাউন্ডেশন, স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি, বিআইডিএস, পিডব্লিউসি ও আরনেস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইসরি লিমিটেড বাংলাদেশের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ করেন।

সবার প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করজাল বাড়াতে আইডিয়া আমার মাথায় আছে। সেটা নিয়ে হয়তো কাজ করবো। রাজস্ব নিয়ে তরুণ প্রজন্মকে এডুকেট করার চেষ্টা করবো, যারা ট্যাক্স দেয় না। তাদের সচেতন করতে সহজ একটা পদ্ধতি, একটা মিউজিয়াম করতে চাই।’ তিনি বলেন, ‘জাদুঘরে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকদের দাওয়াত দেবো। তারা এখানে ঘুরবে, ফিরবে ও শিখবে। ইনকাম ট্যাক্স কী, ট্যাক্স কী, ভ্যাট কী সেটা নিয়ে সরকার কী করে, কার সেটা দেয়া উচিত, এনবিআর কীভাবে সেটা সংগ্রহ করে এগুলো সম্পর্কে তাদের ধারণা হবে। এবং এই ইয়ং গ্রুপ্টার মধ্যে ভ্যাট, ট্যাক্সের তথ্য আদান-প্রদান করতে চাই।

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

রাজস্ব বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতায় জাদুঘর করার চিন্তা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শিক্ষার্থীদের রাজস্ব সম্পর্কে সচেতন করে করজাল বাড়ানোর কথা ভাবছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে প্রাক-বাজেট আলোচনায় শিক্ষার্থীদের জন্য রাজস্বের বিভিন্ন বিষয়ের তথ্যসম্বলিত জাদুঘর করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এদিন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), বাংলাদেশ অর্থনীতি সমিতি, এসএমই ফাউন্ডেশন, স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি, বিআইডিএস, পিডব্লিউসি ও আরনেস্ট অ্যান্ড ইয়ং অ্যাডভাইসরি লিমিটেড বাংলাদেশের কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ করেন।

সবার প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করজাল বাড়াতে আইডিয়া আমার মাথায় আছে। সেটা নিয়ে হয়তো কাজ করবো। রাজস্ব নিয়ে তরুণ প্রজন্মকে এডুকেট করার চেষ্টা করবো, যারা ট্যাক্স দেয় না। তাদের সচেতন করতে সহজ একটা পদ্ধতি, একটা মিউজিয়াম করতে চাই।’ তিনি বলেন, ‘জাদুঘরে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকদের দাওয়াত দেবো। তারা এখানে ঘুরবে, ফিরবে ও শিখবে। ইনকাম ট্যাক্স কী, ট্যাক্স কী, ভ্যাট কী সেটা নিয়ে সরকার কী করে, কার সেটা দেয়া উচিত, এনবিআর কীভাবে সেটা সংগ্রহ করে এগুলো সম্পর্কে তাদের ধারণা হবে। এবং এই ইয়ং গ্রুপ্টার মধ্যে ভ্যাট, ট্যাক্সের তথ্য আদান-প্রদান করতে চাই।