১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ হাজার ১শ’ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম এর নির্দেশে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া সীমান্ত ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে অভিযান পরিচালনা করে থানা পুলিশের এসআই মাসুদ ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ সময় বিভিন্ন গাড়ি তল্লাশিকালে ১৬ হাজার ১শ’ পিস ইয়াবাসহ আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং ইউপির ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুচ ফকিরের পুত্র আলী জহুর প্র. জহির, আইয়ুব আলীর ছেলে মো. আইয়াচ প্র. আয়াচ ,কক্সবাজার সদর থানার ঝিলংঝা ইউপির ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল এলাকার মৃত হাবিবুল বশরের ছেলে মো. হানিফ ও মহেশখালী থানার ৪নং ওয়ার্ডের নয়াপাড়া, কুতুবজুম এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ হুসেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক গত মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

১৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ হাজার ১শ’ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন পিপিএম এর নির্দেশে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া সীমান্ত ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে অভিযান পরিচালনা করে থানা পুলিশের এসআই মাসুদ ও তার সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ সময় বিভিন্ন গাড়ি তল্লাশিকালে ১৬ হাজার ১শ’ পিস ইয়াবাসহ আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং ইউপির ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুচ ফকিরের পুত্র আলী জহুর প্র. জহির, আইয়ুব আলীর ছেলে মো. আইয়াচ প্র. আয়াচ ,কক্সবাজার সদর থানার ঝিলংঝা ইউপির ৭নং ওয়ার্ডের পশ্চিম মুক্তার কুল এলাকার মৃত হাবিবুল বশরের ছেলে মো. হানিফ ও মহেশখালী থানার ৪নং ওয়ার্ডের নয়াপাড়া, কুতুবজুম এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে মোহাম্মদ হুসেন।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক গত মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।