বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা শেষ হলেও অনলাইনে আরও এক মাস ধরে চলবে নগদ-রকমারি অনলাইন বইমেলা-২০২৩। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অনলাইন বইমেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। রকমারি-এর ওয়েবসাইট থেকে পছন্দমতো বই অর্ডার করে ছাড় দেয়া মূল্যের ওপর নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন আরও ২১ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে বইপ্রেমীরা অফারটি উপভোগ করতে পারবেন একাধিকবার। নগদ-রকমারি অফারের আওতায় গ্রাহকরা কেবল রকমারির ওয়েবসাইট থেকে বই কিনে নগদ-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৭৫ টাকা এবং গোটা ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না। সংবাদ বিজ্ঞপ্তি।
বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪
বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা শেষ হলেও অনলাইনে আরও এক মাস ধরে চলবে নগদ-রকমারি অনলাইন বইমেলা-২০২৩। গত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অনলাইন বইমেলা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। রকমারি-এর ওয়েবসাইট থেকে পছন্দমতো বই অর্ডার করে ছাড় দেয়া মূল্যের ওপর নগদ-এর মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন আরও ২১ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে বইপ্রেমীরা অফারটি উপভোগ করতে পারবেন একাধিকবার। নগদ-রকমারি অফারের আওতায় গ্রাহকরা কেবল রকমারির ওয়েবসাইট থেকে বই কিনে নগদ-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৭৫ টাকা এবং গোটা ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (*১৬৭#) মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না। সংবাদ বিজ্ঞপ্তি।