জাগো ফাউন্ডেশন ও টিকটকের উদ্যোগ ‘সাবধানে অনলাইন-এ’

অনলাইনে নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সাবধানে অনলাইন-এ’ নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনে জাগো ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। ক্যাম্পেইনটির লক্ষ্য হলো, দেশের তরুণদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ঝুঁকি, ইন্টারনেট নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সক্ষম করে তোলা।

গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে চলতি মার্চ মাস পর্যন্ত। এই প্রশিক্ষণে অংশ নিতে জাগো ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলায় সামনাসামনি প্রশিক্ষণ দেয়া হয়। অংশগ্রহণকারীরা একটি অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে এ প্রশিক্ষণ নিতে পারবেন যেকেউ।

বিশেষ আকর্ষন হিসেবে ক্যাম্পেইনটিতে একটি প্রতিযোগিতা রাখা হয়েছে- যেখানে অংশগ্রহণকারীদের একটি কনটেন্ট তৈরি করতে বলা হয়, যা ইন্টারনেট নিরাপত্তা এবং যেকোনো ইতিবাচক বিষয়বস্তুকে প্রতিফলিত করে। সংবাদ বিজ্ঞপ্তি।

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

জাগো ফাউন্ডেশন ও টিকটকের উদ্যোগ ‘সাবধানে অনলাইন-এ’

image

অনলাইনে নিরাপত্তা নিশ্চিতকরণে ‘সাবধানে অনলাইন-এ’ নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছে জাগো ফাউন্ডেশন। এই ক্যাম্পেইনে জাগো ফাউন্ডেশনের সঙ্গে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। ক্যাম্পেইনটির লক্ষ্য হলো, দেশের তরুণদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ঝুঁকি, ইন্টারনেট নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে সক্ষম করে তোলা।

গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে চলতি মার্চ মাস পর্যন্ত। এই প্রশিক্ষণে অংশ নিতে জাগো ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ক্যাম্পেইনের প্রথম ধাপ হিসেবে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬টি জেলায় সামনাসামনি প্রশিক্ষণ দেয়া হয়। অংশগ্রহণকারীরা একটি অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণ করেন। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে এ প্রশিক্ষণ নিতে পারবেন যেকেউ।

বিশেষ আকর্ষন হিসেবে ক্যাম্পেইনটিতে একটি প্রতিযোগিতা রাখা হয়েছে- যেখানে অংশগ্রহণকারীদের একটি কনটেন্ট তৈরি করতে বলা হয়, যা ইন্টারনেট নিরাপত্তা এবং যেকোনো ইতিবাচক বিষয়বস্তুকে প্রতিফলিত করে। সংবাদ বিজ্ঞপ্তি।