বিশ্ব-চ্যাম্পিয়নদের সামনে টি-২০’র ‘দুর্বল’ দল বাংলাদেশ

ক্রিকেটের ছোট ফরম্যাটে দুই দলের মধ্যে কাগজে কলমে পার্থক ‘এক সমুদ্র’। টি-২০ ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে ওডিআই ফরম্যাটে নিজেদের দিনে দুর্দান্ত বাংলাদেশ দল টি-২০ ফরম্যাটের তালটাই যেন ঠিক বুঝে উঠতে পারছে না। ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হওয়া বাংলাদেশ দল আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামবে।

২০০৬ সালে টি-২০ ফরম্যাটের যাত্রা শুরুর পর ইতোমধ্যে ১৪৪টি ম্যাচ খেলা টাইগাররা মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে এই ফরম্যাটে আবারো মাঠে নামছে। আবার ইংল্যান্ডের সঙ্গে টি-২০ ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ। টি-২০’র পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ১৪৪টা টি-২০ ম্যাচ খেলে ৪৯টি জয়ের বিপরীতে বাংলাদেশের পরাজয় ৯২ ম্যাচে। বাকি তিন ম্যাচ পরিত্যক্ত হয়।

ঘরের মাটিতে খেলা বলেই হয়তো টি-২০ সিরিজে ভালো খেলার মধ্য দিয়ে ওয়ানডে সিরিজে হারের ক্ষত কমানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই হয়তো তৌহিদ হৃদয়ের মতো নবীন ক্রিকেটারকে জায়গা দেয়ার পাশাপাশি ফেরানো হয়েছে শামীম হোসেনকে। আট বছর পর দলে ঠাঁই হয়েছে রনি তালুকদারের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার স্বাক্ষর রাখা রনি তালুকদার এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। বিপিএলের রংপুর রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন শামীম হোসেন। বিপিএলে ১২ ম্যাচে ৬.৩৬ ইকোনমি রেটে সর্বোচ্চ ১৭ উইকেট শিকারি বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে স্কোয়াডে আছেন বিপিএলে আট ম্যাচে ৮.৪১ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকারি পেস বোলার রেজাউর রহমান রাজা।

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

বিশ্ব-চ্যাম্পিয়নদের সামনে টি-২০’র ‘দুর্বল’ দল বাংলাদেশ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

নেটে সাকিব আল হাসানের পাওয়ার হিটিং

ক্রিকেটের ছোট ফরম্যাটে দুই দলের মধ্যে কাগজে কলমে পার্থক ‘এক সমুদ্র’। টি-২০ ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অন্যদিকে ওডিআই ফরম্যাটে নিজেদের দিনে দুর্দান্ত বাংলাদেশ দল টি-২০ ফরম্যাটের তালটাই যেন ঠিক বুঝে উঠতে পারছে না। ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হওয়া বাংলাদেশ দল আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামবে।

২০০৬ সালে টি-২০ ফরম্যাটের যাত্রা শুরুর পর ইতোমধ্যে ১৪৪টি ম্যাচ খেলা টাইগাররা মাত্র একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ইংলিশরা বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ দিয়ে এই ফরম্যাটে আবারো মাঠে নামছে। আবার ইংল্যান্ডের সঙ্গে টি-২০ ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম সিরিজ। টি-২০’র পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ১৪৪টা টি-২০ ম্যাচ খেলে ৪৯টি জয়ের বিপরীতে বাংলাদেশের পরাজয় ৯২ ম্যাচে। বাকি তিন ম্যাচ পরিত্যক্ত হয়।

ঘরের মাটিতে খেলা বলেই হয়তো টি-২০ সিরিজে ভালো খেলার মধ্য দিয়ে ওয়ানডে সিরিজে হারের ক্ষত কমানোর সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেই হয়তো তৌহিদ হৃদয়ের মতো নবীন ক্রিকেটারকে জায়গা দেয়ার পাশাপাশি ফেরানো হয়েছে শামীম হোসেনকে। আট বছর পর দলে ঠাঁই হয়েছে রনি তালুকদারের। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকতার স্বাক্ষর রাখা রনি তালুকদার এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। বিপিএলের রংপুর রাইডার্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন শামীম হোসেন। বিপিএলে ১২ ম্যাচে ৬.৩৬ ইকোনমি রেটে সর্বোচ্চ ১৭ উইকেট শিকারি বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলামের সঙ্গে স্কোয়াডে আছেন বিপিএলে আট ম্যাচে ৮.৪১ ইকোনমি রেটে ১৩ উইকেট শিকারি পেস বোলার রেজাউর রহমান রাজা।