যুব গেমসে স্বর্ণজয়ী খেলোয়াড়দের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের স্বর্ণ পদক জয়ী কুস্তি খেলোয়াড়দের জিআরপি থানার ওসি গোপাল কুমার কর্তৃক মিথ্যা মিমাংসার কথা বলে হয়রানি, প্রহার ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা মানব বন্ধন করেছে। গত মঙ্গলবার সকালে রেলওয়ে পশ্চিমাঞ্চল সদর দপ্তরেরর রেলওয়ে স্টেশন গেটে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ওয়াহেদুন নবী এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুষ্টিযুদ্ধ সমিতির আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিার মো. তৌহিদুল হক সুমন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান রতন, কোষাধাক্ষ্য মো. জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, মো. রোকনুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সরকারসহ অন্য সদস্যরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, কিছু দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ অফিসার খেলোয়াড়দের হয়রানি, প্রহার ও গ্রেপ্তার করে দেশের খেলাধুলাকে ভুলোন্ঠিত করতে চাচ্ছে।

তারা ওইবস দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকরী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সর্বস্তরের কর্মকর্তা, সংগঠক ও খেলোয়াড়দের একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান সেই সঙ্গে জিআরপি রাজশাহী থানার ওসি গোপাল কুমার ও ট্রেনের যাত্রীবেশী ওই কনেস্টেবল গোলাম কিবরিয়া ও তার স্ত্রী রাবিয়া সুলতানার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বরখাস্ত করার দাবি জানান।

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ , ২৪ ফাল্গুন ১৪২৯, ১৬ শবান ১৪৪৪

যুব গেমসে স্বর্ণজয়ী খেলোয়াড়দের গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধি,রাজশাহী

image

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের স্বর্ণ পদক জয়ী কুস্তি খেলোয়াড়দের জিআরপি থানার ওসি গোপাল কুমার কর্তৃক মিথ্যা মিমাংসার কথা বলে হয়রানি, প্রহার ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা মানব বন্ধন করেছে। গত মঙ্গলবার সকালে রেলওয়ে পশ্চিমাঞ্চল সদর দপ্তরেরর রেলওয়ে স্টেশন গেটে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. ওয়াহেদুন নবী এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মুষ্টিযুদ্ধ সমিতির আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিার মো. তৌহিদুল হক সুমন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. শামসুজ্জামান রতন, কোষাধাক্ষ্য মো. জিয়া হাসান আজাদ হিমেল, নির্বাহী সদস্য আলী আফতাব তপন, মো. রোকনুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনে সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সরকারসহ অন্য সদস্যরা। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, কিছু দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকারী পুলিশ অফিসার খেলোয়াড়দের হয়রানি, প্রহার ও গ্রেপ্তার করে দেশের খেলাধুলাকে ভুলোন্ঠিত করতে চাচ্ছে।

তারা ওইবস দুর্নীতিবাজ ও ক্ষমতার অপব্যবহারকরী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সর্বস্তরের কর্মকর্তা, সংগঠক ও খেলোয়াড়দের একসঙ্গে মাঠে নামার আহ্বান জানান সেই সঙ্গে জিআরপি রাজশাহী থানার ওসি গোপাল কুমার ও ট্রেনের যাত্রীবেশী ওই কনেস্টেবল গোলাম কিবরিয়া ও তার স্ত্রী রাবিয়া সুলতানার ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বরখাস্ত করার দাবি জানান।