প্রধান সূচকসহ কমেছে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ২ দশমিক ৪০ গুণ বেশি হয়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। সেই বলার প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন রোববার ও সোমবার ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু তার পরের দিন দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার সেই পুরানো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গতকাল ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৬২ দশমিক ৩২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টি এবং কমেছে ১১৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৫ কোটি ৯১ লাখ টাকা, সি পার্ল বিচ ২৫ কোটি ৭৯ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২৪ কোটি ৫৯ লাক টাকা, এডিএন ২৩ কোটি ৪৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ২২ কোটি ৫৪ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৮৮ লাখ টাকা, বিডি কম ১৭ কোটি ৬৩ লাখ টাকা, জেমিনি সি ফুড ১৬ কোটি ২ লাখ টাকা এবং শাইনপুকুর ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টি, কমেছে ৪৬টি এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ দশমিক ১৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৯ দশমিক ৯১ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৩ দশমিক ৯১ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৫২ দশমিক ৭৮ পয়েন্টে।এদিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সি পার্ল বিচ ১ কোটি ৯৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্স ১ কোটি ৭৬ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৬৫ লাখ টাকা, বিডি কম ৪৪ লাখ টাকা, শাইনপুকুর ৪০ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৮ লাখ টাকা, ওরিয়ন ইনফোসিস ২৬ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৪ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১৪.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ৫.৯১ শতাংশ, বিডি কম অনলাইন ৫.৮৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৭৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৪.০৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৩৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.০৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ২.৫৫ শতাংশ এবং ন্যাশনাল টি’র ২.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ৩৪.৪৫ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ন্যাশনাল ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৪.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩.২৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের ৩.০৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২.৯১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।

আরও খবর
পোশাক খাতের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-জ্যাক
ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এফবিসিসিআইয়ের বিজনেস সামিট
কৃষিপণ্যের রপ্তানি কমেছে ৩০ শতাংশ
টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী
২১৩ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ
খাতুনগঞ্জে অধিকাংশ মসলার দাম কমেছে
পোশাকের ন্যায্য দাম নিশ্চিতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ ও অক্সফাম
আজ বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বৈশ্বিক খাদ্যপণ্যের দাম কমেছে টানা ১১ মাস
হাজারীবাগে চামড়া পণ্যের ক্লাস্টারে বছরে লেনদেন প্রায় ৬০ কোটি টাকা
মিডল্যান্ড ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদ্যাপন

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

প্রধান সূচকসহ কমেছে লেনদেন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণ। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ২ দশমিক ৪০ গুণ বেশি হয়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। সেই বলার প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন রোববার ও সোমবার ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু তার পরের দিন দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার সেই পুরানো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, গতকাল ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৬০ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৬ দশমিক ৯৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৬২ দশমিক ৩২ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪৭টি এবং কমেছে ১১৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিং ২৫ কোটি ৯১ লাখ টাকা, সি পার্ল বিচ ২৫ কোটি ৭৯ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২৪ কোটি ৫৯ লাক টাকা, এডিএন ২৩ কোটি ৪৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ২২ কোটি ৫৪ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৮৮ লাখ টাকা, বিডি কম ১৭ কোটি ৬৩ লাখ টাকা, জেমিনি সি ফুড ১৬ কোটি ২ লাখ টাকা এবং শাইনপুকুর ১৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৯টি, কমেছে ৪৬টি এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৫০ দশমিক ১৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট এবং সিএসআই দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৫৯ দশমিক ৯১ পয়েন্টে এবং ১ হাজার ১৬১ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৩ দশমিক ৯১ পয়েন্টে এবং ১৩ হাজার ৩৫২ দশমিক ৭৮ পয়েন্টে।এদিন সিএসইতে সি পার্ল বিচের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন সি পার্ল বিচ ১ কোটি ৯৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্স ১ কোটি ৭৬ লাখ টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্স ৬৫ লাখ টাকা, বিডি কম ৪৪ লাখ টাকা, শাইনপুকুর ৪০ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৮ লাখ টাকা, ওরিয়ন ইনফোসিস ২৬ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৪ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৭টির বা ১৪.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬৩.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৬৯.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬.৩০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ঢাকা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রংপুর ডেইরি অ্যান্ড ফুডের ৫.৯১ শতাংশ, বিডি কম অনলাইন ৫.৮৩ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.৯৮ শতাংশ, এডিএন টেলিকমের ৪.৭৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৪.০৮ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩.৩৩ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৩.০৪ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের ২.৫৫ শতাংশ এবং ন্যাশনাল টি’র ২.৫২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৩টির বা ৩৪.৪৫ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ফিডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ন্যাশনাল ফিডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.৫০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৩.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৪.৮৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ন্যাশনাল ফিড টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৪০ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৩.২৮ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৩.০৫ শতাংশ, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজের ৩.০৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ২.৯৬ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ২.৯১ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২.৭৯ শতাংশ শেয়ার দর কমেছে।