২১৩ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

দেশ-বিদেশি দুই প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে এ ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কাফকো ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৬০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এতে খরচ হবে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার কিনবে। কাফকো থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৬৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বিসিআইসির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৭ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১০১ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আরও খবর
পোশাক খাতের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ-জ্যাক
ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এফবিসিসিআইয়ের বিজনেস সামিট
প্রধান সূচকসহ কমেছে লেনদেন
কৃষিপণ্যের রপ্তানি কমেছে ৩০ শতাংশ
টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হবে : বাণিজ্যমন্ত্রী
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ
খাতুনগঞ্জে অধিকাংশ মসলার দাম কমেছে
পোশাকের ন্যায্য দাম নিশ্চিতে একসঙ্গে কাজ করবে বিজিএমইএ ও অক্সফাম
আজ বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বৈশ্বিক খাদ্যপণ্যের দাম কমেছে টানা ১১ মাস
হাজারীবাগে চামড়া পণ্যের ক্লাস্টারে বছরে লেনদেন প্রায় ৬০ কোটি টাকা
মিডল্যান্ড ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস উদ্যাপন

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

২১৩ কোটি টাকার ইউরিয়া সার কিনবে সরকার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশ-বিদেশি দুই প্রতিষ্ঠান থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য খরচ ধরা হয়েছে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা। বাংলাদেশি প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে এ ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কাফকো ও সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ৬০ হাজার মেট্রিকটন ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে।

এতে খরচ হবে ২১২ কোটি ৯১ লাখ ২৩ হাজার ৭৮৮ টাকা। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার কিনবে। কাফকো থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১০৫ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৬৮৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বিসিআইসির মাধ্যমে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানির কাছ থেকে ১৯তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৭ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১০১ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।