জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের প্রতিকার করুন

মার্চ ও এপ্রিল- এই দুই মাস মাছের প্রজনন সময়কাল ধরা হয়ে থাকে। বিশেষ করে ইলিশ মাছের। তাই জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে যে কোনো মাছ পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয়ে শাস্তির বিধান রেখে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারির কারণে দুই মাস জেলেদের কর্মহীন থাকতে হয়। উপার্জনের মতো কোনো কাজও খুঁজে পান না তারা। ফলে এ সময় তাদের কোনো আয়-রোজগারও থাকে না। তাই পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে দিনাতিপাত করেন। জেলেদের এই দুর্দশার কথা ভেবে সরকার তাদের জন্য চালের বরাদ্দ দিয়েছে। যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। কিন্তু সেই চালই কম দেয়া হচ্ছে বলে লক্ষ্মীপুর জেলার মেঘনা তীরের জেলেরা অভিযোগ করেছেন। প্রকৃত জেলে হয়েও কার্ডধারী হতে পারেননি অনেক জেলে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও কার্ড মেলেনি অনেক জেলের কপালে। কেউ কেউ সংশ্লিষ্টদের ১৫শ কিংবা ৩ হাজার টাকা দিয়ে কার্ড করেছে। চালে কোথাও ২০ কেজি, কোথাও ৩০ কেজি পর্যন্ত কম দেয়া হয়। এই কম চাল নিতেও সংশ্লিষ্টদের টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

শুধু লক্ষ্মীপুর জেলায় নয়, প্রতি বছর দেশের অন্যন্য অঞ্চল থেকে জেলেদের চাল আত্মসাৎ, ওজনে কম দেয়, চাল নিতে ঘুষ দেয়ার মতো ঘটনা ঘটে। আর এ কারণে সংসারের অভাব ঘোচাতে বিকল্প কাজ খুঁজে না পেয়ে অনেক জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে বাধ্য হন।

অসহায় জেলেদের এভাবে বঞ্চিত করে জনপ্রতিনিধিরা নিজেদের আখের গোছাবেন তা হতে পারে না। লক্ষ্মীপুরে জেলেদের চাল বিতরণে কম দেয়ার খবরটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে সেটা আমাদের আশা। কেউ দোষী হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

আরও খবর
আত্মগোপনে ৩ মালিকসহ ১৬ আসামি
সিরাজগঞ্জে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীরাও সাফল্যের স্বাক্ষর রাখছেন
সিদ্ধিরগঞ্জে স্কুলসংলগ্ন ঝুঁকিপূর্ণ ট্রান্সফর্মার, আতঙ্কে শিক্ষার্থীরা
মুন্সীগঞ্জে বাইক গ্যারেজে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটে স্বর্ণের দোকানে চুরি
উল্লাপাড়ায় মা হত্যায় ছেলে আটক
জয়পুরহাটে ৬ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ৫০ বছর পর বিচার পেলেন সিরাজগঞ্জের প্রয়াত জিল হোসেন
শেরপুরে করতোয়া-ফুলজোড় নদীতে বর্জ্য, হুমকিতে কৃষি-মৎস্য
কুমিল্লায় ৮৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫
খুলনার ময়ূর নদ খননে বাধা বাঁকে বাঁকে দখলের অভিযোগ
পাঁচবিবিতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধার তুলসীঘাটে চার দিনব্যাপী বইমেলা
লক্ষ্মীপুরে আ.লীগের সংঘর্ষের ঘটনায় আসামি ২১৫
কিশোরগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত
উল্লাপাড়ায় স্ট্রবেরি চাষে ভাগ্য বদল জহুরুলের
নোয়াখালীতে গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
যশোরে বিদেশি মদসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার
ফরিদপুরে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ
‘লালমনিরহাটে চা অফিসের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে’
নাফ নদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা
বদলগাছীতে প্রায় অর্ধশত বছরের রাস্তা বন্ধ, বিপাকে এলাকাবাসী
মাধবপুরে চেতনানাশক খাইয়ে টমটম ছিনতাইকালে গ্রেপ্তার ৩
তিন ইটভাটাকে জরিমানা
রায়পুরায় মেধাবৃত্তি প্রদান বাল্যবিবাহ প্রতিরোধী সভা
সংগ্রামী জনতার বাধার মুখে পাকিস্তান সেনাবাহিনী

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের প্রতিকার করুন

মার্চ ও এপ্রিল- এই দুই মাস মাছের প্রজনন সময়কাল ধরা হয়ে থাকে। বিশেষ করে ইলিশ মাছের। তাই জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে যে কোনো মাছ পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয়ে শাস্তির বিধান রেখে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারির কারণে দুই মাস জেলেদের কর্মহীন থাকতে হয়। উপার্জনের মতো কোনো কাজও খুঁজে পান না তারা। ফলে এ সময় তাদের কোনো আয়-রোজগারও থাকে না। তাই পরিবার-পরিজন নিয়ে তারা চরম দুর্ভোগে দিনাতিপাত করেন। জেলেদের এই দুর্দশার কথা ভেবে সরকার তাদের জন্য চালের বরাদ্দ দিয়েছে। যাতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। কিন্তু সেই চালই কম দেয়া হচ্ছে বলে লক্ষ্মীপুর জেলার মেঘনা তীরের জেলেরা অভিযোগ করেছেন। প্রকৃত জেলে হয়েও কার্ডধারী হতে পারেননি অনেক জেলে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও কার্ড মেলেনি অনেক জেলের কপালে। কেউ কেউ সংশ্লিষ্টদের ১৫শ কিংবা ৩ হাজার টাকা দিয়ে কার্ড করেছে। চালে কোথাও ২০ কেজি, কোথাও ৩০ কেজি পর্যন্ত কম দেয়া হয়। এই কম চাল নিতেও সংশ্লিষ্টদের টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

শুধু লক্ষ্মীপুর জেলায় নয়, প্রতি বছর দেশের অন্যন্য অঞ্চল থেকে জেলেদের চাল আত্মসাৎ, ওজনে কম দেয়, চাল নিতে ঘুষ দেয়ার মতো ঘটনা ঘটে। আর এ কারণে সংসারের অভাব ঘোচাতে বিকল্প কাজ খুঁজে না পেয়ে অনেক জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে বাধ্য হন।

অসহায় জেলেদের এভাবে বঞ্চিত করে জনপ্রতিনিধিরা নিজেদের আখের গোছাবেন তা হতে পারে না। লক্ষ্মীপুরে জেলেদের চাল বিতরণে কম দেয়ার খবরটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে সেটা আমাদের আশা। কেউ দোষী হলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।