ফরিদপুরে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উচ্ছেদের নোটিশ দেয়ার পরও মানা হচ্ছে না নির্দেশনা। সরেজমিনে দেখা যায়, রিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আলহাজের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে রড সিমেন্টের তৈরি ঘর নির্মাণের অভিযোগ করেছে ঝুনাখালি গ্রামের ভুক্তভোগীরা।

উপজেলার ১০৯ হাবেলী গট্টি মৌজার ১নং খতিয়ানের ২০২ বিএস দাগে ১১ শতাংশ হালট শ্রেণীভুক্ত জমির ওপর অবৈধভাবে জায়গা দখল করে এই ঘর নির্মাণ করছেন আলহাজ। এর ফলে এই হালট দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ২৫ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি পত্র সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে।

দেখা গেছে, এলাকার শতাধিক পরিবারের লোকজন এই হালট দিয়ে চলাচল করে থাকে। এই হালট দিয়ে তাদের উৎপাদিত ধান, পাট, পিয়াজসহ অন্য ফসল ভ্যান গাড়িতে করে আনা নেয়া করা হয়ে থাকে। হালটটির জায়গা দখল করার কারণে হালটটি সরু হয়ে যাওয়ায় এলাকার কৃষকেরা তাদের কৃষি পন্য আনা নেয়া করতে পারছেনা বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয় বাসিন্দা কালু খাঁ বলেন, এই জমি তিন বার মেপে গিয়েছেন এসিল্যান্ড সাহেব। তারপর ও অবৈধ দখলকারি জমির মালিকরা কোন কথা না শুনে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

আরেক স্থানীয় বাসিন্দা হালটের পাশের জমির মালিক জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, তিন বার মাপের সময় এসিল্যান্ড সাহেব আমাদেরকে কোন নোটিশ না দিয়ে না জানিয়ে জমি মেপে এক ফুট আমাদের জমির মধ্যে ঢুকিয়ে পাকা ঘর রক্ষা করে দিয়ে যান। কারণ জানতে চাইলে জয়নাল আবেদনি বলেন, ওই জমির মালিক পয়সাওলা ও প্রভাবশালী, তারা এসিল্যান্ড সাহেবকে ম্যানেজে করে তিন বার মেপে পাকা ঘরকে রক্ষা করেছে।

এ ব্যাপারে সালথার এসিল্যান্ড মো. সালাউদ্দিন আইয়ূবীর কাছে জানতে চাইলে তিনি বলনে, সরকারি জমি যতটুকু দখল হয়েছে, পরবর্তী উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হবে জমিটি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর
আত্মগোপনে ৩ মালিকসহ ১৬ আসামি
সিরাজগঞ্জে কর্মক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীরাও সাফল্যের স্বাক্ষর রাখছেন
সিদ্ধিরগঞ্জে স্কুলসংলগ্ন ঝুঁকিপূর্ণ ট্রান্সফর্মার, আতঙ্কে শিক্ষার্থীরা
মুন্সীগঞ্জে বাইক গ্যারেজে শ্রমিকের মৃত্যু
জয়পুরহাটে স্বর্ণের দোকানে চুরি
উল্লাপাড়ায় মা হত্যায় ছেলে আটক
জয়পুরহাটে ৬ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৬
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ৫০ বছর পর বিচার পেলেন সিরাজগঞ্জের প্রয়াত জিল হোসেন
শেরপুরে করতোয়া-ফুলজোড় নদীতে বর্জ্য, হুমকিতে কৃষি-মৎস্য
কুমিল্লায় ৮৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫
জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়মের প্রতিকার করুন
খুলনার ময়ূর নদ খননে বাধা বাঁকে বাঁকে দখলের অভিযোগ
পাঁচবিবিতে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
গাইবান্ধার তুলসীঘাটে চার দিনব্যাপী বইমেলা
লক্ষ্মীপুরে আ.লীগের সংঘর্ষের ঘটনায় আসামি ২১৫
কিশোরগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত
উল্লাপাড়ায় স্ট্রবেরি চাষে ভাগ্য বদল জহুরুলের
নোয়াখালীতে গাঁজাসহ আটক আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
যশোরে বিদেশি মদসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার
‘লালমনিরহাটে চা অফিসের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে’
নাফ নদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা
বদলগাছীতে প্রায় অর্ধশত বছরের রাস্তা বন্ধ, বিপাকে এলাকাবাসী
মাধবপুরে চেতনানাশক খাইয়ে টমটম ছিনতাইকালে গ্রেপ্তার ৩
তিন ইটভাটাকে জরিমানা
রায়পুরায় মেধাবৃত্তি প্রদান বাল্যবিবাহ প্রতিরোধী সভা
সংগ্রামী জনতার বাধার মুখে পাকিস্তান সেনাবাহিনী

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

ফরিদপুরে সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উচ্ছেদের নোটিশ দেয়ার পরও মানা হচ্ছে না নির্দেশনা। সরেজমিনে দেখা যায়, রিদপুরের সালথায় সরকারি জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের হাবেলী গট্টি গ্রামের মৃত গিয়াসউদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আলহাজের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে রড সিমেন্টের তৈরি ঘর নির্মাণের অভিযোগ করেছে ঝুনাখালি গ্রামের ভুক্তভোগীরা।

উপজেলার ১০৯ হাবেলী গট্টি মৌজার ১নং খতিয়ানের ২০২ বিএস দাগে ১১ শতাংশ হালট শ্রেণীভুক্ত জমির ওপর অবৈধভাবে জায়গা দখল করে এই ঘর নির্মাণ করছেন আলহাজ। এর ফলে এই হালট দিয়ে চলাচলকারী ব্যক্তিরা ২৫ জন এলাকাবাসী স্বাক্ষরিত একটি পত্র সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে।

দেখা গেছে, এলাকার শতাধিক পরিবারের লোকজন এই হালট দিয়ে চলাচল করে থাকে। এই হালট দিয়ে তাদের উৎপাদিত ধান, পাট, পিয়াজসহ অন্য ফসল ভ্যান গাড়িতে করে আনা নেয়া করা হয়ে থাকে। হালটটির জায়গা দখল করার কারণে হালটটি সরু হয়ে যাওয়ায় এলাকার কৃষকেরা তাদের কৃষি পন্য আনা নেয়া করতে পারছেনা বলে ভুক্তভোগীরা জানান।

স্থানীয় বাসিন্দা কালু খাঁ বলেন, এই জমি তিন বার মেপে গিয়েছেন এসিল্যান্ড সাহেব। তারপর ও অবৈধ দখলকারি জমির মালিকরা কোন কথা না শুনে পাকা ঘর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

আরেক স্থানীয় বাসিন্দা হালটের পাশের জমির মালিক জয়নাল আবেদিন অভিযোগ করে বলেন, তিন বার মাপের সময় এসিল্যান্ড সাহেব আমাদেরকে কোন নোটিশ না দিয়ে না জানিয়ে জমি মেপে এক ফুট আমাদের জমির মধ্যে ঢুকিয়ে পাকা ঘর রক্ষা করে দিয়ে যান। কারণ জানতে চাইলে জয়নাল আবেদনি বলেন, ওই জমির মালিক পয়সাওলা ও প্রভাবশালী, তারা এসিল্যান্ড সাহেবকে ম্যানেজে করে তিন বার মেপে পাকা ঘরকে রক্ষা করেছে।

এ ব্যাপারে সালথার এসিল্যান্ড মো. সালাউদ্দিন আইয়ূবীর কাছে জানতে চাইলে তিনি বলনে, সরকারি জমি যতটুকু দখল হয়েছে, পরবর্তী উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা হবে জমিটি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।