৩২ শিল্পীর চারুকলা প্রদর্শনী

জাতীয় চিত্রশালা ঢাকায় ফাইন আর্টস ফোরাম ফেনীর আয়োজন

ফাইন আর্টস ফোরাম ফেনী’র দলগত চারুকলা প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫নং গ্যালারিতে শুরু হয়েছে। গতকাল বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী আবদুল মান্নান।

ফাইন আর্টস ফোরাম ফেনী’র আয়োজনে প্রদর্শনীতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩২ জন শিল্পীর তেল রং, জল রং, চারকোল, এক্রিলিক, ওরিয়েন্টালসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শতাধিক চিত্রকর্ম, ভাস্কর্য ও স্থাপনা শিল্পের কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সব শিল্পীর জন্ম, বেড়ে ওঠা এবং কোন না কোন সময়ে বসবাস ছিল ফেনীর মাটিতে। তাই আয়োজনের দিক থেকে এর বিশেষত্ব এই প্রদর্শনী একটি জেলার সাংস্কৃতিক পরিচয় বহন করে। প্রদর্শনী ঘিরে কবি, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের আনন্দঘন উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক উত্তম গুহ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান বিপণন কর্মকর্তা মাহতাব সালেহ। সভাপতিত্ব করবেন ফাইন আর্টস ফোরাম এর সভাপতি চিত্রশিল্পী কাজি গোলাম কিবরিয়া। সঞ্চালক হিসেবে ছিলেন চিত্রশিল্পী কিশান মোশাররফ।

চিত্রকলা একটি সার্বজনীন ভাষা। প্রদর্শনী চিত্রশিল্পের ভাষা প্রকাশের অন্যতম মাধ্যম। যাপিত জীবনের নানা অনুষঙ্গ, প্রেম, বিরহ, বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বিশ্বময় মানুষের আচরণের প্রমান্য স্থির চিত্র হয়ে উঠে চিত্রকলা। তাই চিত্রকলা সাময়ের ব্যবধানে হয়ে ওঠে ইতিহাসের অকাট্য দলিল। ফাইন আর্টস ফোরাম ফেনী’র ৩য় চারুকলা প্রদর্শনী যেন তারই প্রতিচ্ছবি। এই চিত্রকর্ম প্রদর্শনীর সঙ্গে বিশেষ শোভা বাড়িয়েছে ফেনীর ৩৪ জন কবি, সাহিত্যিকের সাম্প্রতিক কালে প্রকাশিত বিপুল সংখ্যক বইয়ের উপস্থাপনা। প্রদর্শনীতে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর ৩টি দুর্লভ ছবি স্থান পেয়েছে।

১০ মার্চ শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী গ্যালারি উন্মুক্ত থাকবে।

image

গতকাল জাতীয় চিত্রশালায় ফেনীর চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী আবদুল মান্নান -সংবাদ

আরও খবর
২৭ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান
পঞ্চগড়ে আহমদিয়ার ওপর হামলা চালায় প্রশিক্ষিত দল
সিনিয়র সিটিজেনদের চিকিৎসায় ভোগান্তি দেখার কেউ নেই, লাইনে দাঁড়িয়ে অসুস্থ
যশোরে যুদ্ধদিনের দুঃসাহসিকতার গল্প শোনালেন তিন মুক্তিযোদ্ধা
জীবনধর্মী ভালো চলচ্চিত্র নির্মাণ করুন : প্রধানমন্ত্রী
তত্ত্বাবধায়কের হুঙ্কার দিয়ে লাভ নেই
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে চুক্তি ‘দেশবিরোধী’
দেশে রিজার্ভ এখন ৬ বছরের মধ্যে সবচেয়ে কম
নারীরা সর্বক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে : তথ্যমন্ত্রী
সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় নাশকতার আলামত পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
রমজান উপলক্ষে রংপুরে টিসিবির পণ্য বিক্রয় শুরু
বার্ন ইউনিট ও মর্গের সামনে অপেক্ষায় স্বজনরা
২০৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল বাংলাদেশ হবে -প্রধানমন্ত্রী
ওয়াশিংটন পোস্টের ‘বিজ্ঞাপনে’ খর্ব হয়েছে ইউনূসের ভাবমূর্তি : তথ্যমন্ত্রী
শালুক সাহিত্য পুরস্কার পেলেন তিন দেশের কথাসাহিত্যিক ও কবি
কিডনি রোগীদের সরকারি-বেসরকারিভাবে ডায়ালাইসিসের ব্যবস্থা করতে হবে
খাতা চ্যালেঞ্জ করে নতুন করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন ৩১৫ জন
ওসির বিরুদ্ধে ধর্ষণের মামলা না নিয়ে আলামত নষ্টের চেষ্টার অভিযোগ
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হলো সত্যেন সেন গণসংগীত উৎসব
রামপুরায় ৫তলা ভবনে আগুন, নিহত ১

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

৩২ শিল্পীর চারুকলা প্রদর্শনী

জাতীয় চিত্রশালা ঢাকায় ফাইন আর্টস ফোরাম ফেনীর আয়োজন

প্রতিবেদক, সাংস্কৃতিক

image

গতকাল জাতীয় চিত্রশালায় ফেনীর চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী আবদুল মান্নান -সংবাদ

ফাইন আর্টস ফোরাম ফেনী’র দলগত চারুকলা প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫নং গ্যালারিতে শুরু হয়েছে। গতকাল বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী আবদুল মান্নান।

ফাইন আর্টস ফোরাম ফেনী’র আয়োজনে প্রদর্শনীতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩২ জন শিল্পীর তেল রং, জল রং, চারকোল, এক্রিলিক, ওরিয়েন্টালসহ বিভিন্ন মাধ্যমে আঁকা শতাধিক চিত্রকর্ম, ভাস্কর্য ও স্থাপনা শিল্পের কাজ প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী সব শিল্পীর জন্ম, বেড়ে ওঠা এবং কোন না কোন সময়ে বসবাস ছিল ফেনীর মাটিতে। তাই আয়োজনের দিক থেকে এর বিশেষত্ব এই প্রদর্শনী একটি জেলার সাংস্কৃতিক পরিচয় বহন করে। প্রদর্শনী ঘিরে কবি, শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিককর্মীদের আনন্দঘন উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক উত্তম গুহ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান বিপণন কর্মকর্তা মাহতাব সালেহ। সভাপতিত্ব করবেন ফাইন আর্টস ফোরাম এর সভাপতি চিত্রশিল্পী কাজি গোলাম কিবরিয়া। সঞ্চালক হিসেবে ছিলেন চিত্রশিল্পী কিশান মোশাররফ।

চিত্রকলা একটি সার্বজনীন ভাষা। প্রদর্শনী চিত্রশিল্পের ভাষা প্রকাশের অন্যতম মাধ্যম। যাপিত জীবনের নানা অনুষঙ্গ, প্রেম, বিরহ, বিদ্রোহ, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, বিশ্বময় মানুষের আচরণের প্রমান্য স্থির চিত্র হয়ে উঠে চিত্রকলা। তাই চিত্রকলা সাময়ের ব্যবধানে হয়ে ওঠে ইতিহাসের অকাট্য দলিল। ফাইন আর্টস ফোরাম ফেনী’র ৩য় চারুকলা প্রদর্শনী যেন তারই প্রতিচ্ছবি। এই চিত্রকর্ম প্রদর্শনীর সঙ্গে বিশেষ শোভা বাড়িয়েছে ফেনীর ৩৪ জন কবি, সাহিত্যিকের সাম্প্রতিক কালে প্রকাশিত বিপুল সংখ্যক বইয়ের উপস্থাপনা। প্রদর্শনীতে বরেণ্য চিত্রশিল্পী কাইয়ূম চৌধুরীর ৩টি দুর্লভ ছবি স্থান পেয়েছে।

১০ মার্চ শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ১৩ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী গ্যালারি উন্মুক্ত থাকবে।