আইরিশ ক্রিকেট দল আসবে কাল

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দেশ ছাড়বে আয়ারল্যান্ড দল। রোববার দলটির বাংলাদেশে পৌঁছানোর কথা। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এবারই প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি।

সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমেÑ ১৮, ২০ ও ২৩ মার্চ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-২০ সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ হবে যথাক্রমেÑ ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। আয়ারল্যান্ডের ওয়ানডে দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ফিওন হ্যান্ড, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

টি-২০ দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলনি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

টেস্ট দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককালাম, ফিওন হ্যান্ড, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সূচি :

১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট

২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট

৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট

১ম টি-২০- ২৭ মার্চ, চট্টগ্রাম

২য় টি-২০- ২৯ মার্চ, চট্টগ্রাম

৩য় টি-২০- ৩১ মার্চ, চট্টগ্রাম

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

আইরিশ ক্রিকেট দল আসবে কাল

সংবাদ স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দেশ ছাড়বে আয়ারল্যান্ড দল। রোববার দলটির বাংলাদেশে পৌঁছানোর কথা। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এবারই প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। তিন ফরম্যাটেই দলকে নেতৃত্ব দিবেন অ্যান্ড্রু ব্যালবির্নি।

সিলেটে ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু করবে আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমেÑ ১৮, ২০ ও ২৩ মার্চ। ২৭ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হবে টি-২০ সিরিজ। সিরিজের পরের দুটি ম্যাচ হবে যথাক্রমেÑ ২৯ ও ৩১ মার্চ। ঢাকায় একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। আয়ারল্যান্ডের ওয়ানডে দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন দোহেনি, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ফিওন হ্যান্ড, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকক্যার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

টি-২০ দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলনি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকক্যার্থি, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।

টেস্ট দল : অ্যান্ড্রু ব্যালবির্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, মার্ক অ্যাডায়ার, মারে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিনি, ব্যারি ম্যাকার্থি, জেমস ম্যাককালাম, ফিওন হ্যান্ড, পিজে মুর, হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের সূচি :

১ম ওয়ানডে- ১৮ মার্চ, সিলেট

২য় ওয়ানডে- ২০ মার্চ, সিলেট

৩য় ওয়ানডে- ২৩ মার্চ, সিলেট

১ম টি-২০- ২৭ মার্চ, চট্টগ্রাম

২য় টি-২০- ২৯ মার্চ, চট্টগ্রাম

৩য় টি-২০- ৩১ মার্চ, চট্টগ্রাম

একমাত্র টেস্ট- ৪-৮ এপ্রিল, ঢাকা।