রিয়াদে আজ বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ

আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে। এ প্রতিযোগিতা সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছেন হাভিয়ের কাবরেরার দল। রিয়াদে আজ ওহুদ ও ১৫ মার্চ মালাবির বিপক্ষে খেলবে বাংলাদেশ একাদশ। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদ একাদশ আর দক্ষিণ আফ্রিকার দল মালাবি। ওরা সৌদিতেই আছে এ মুহূর্তে।

গত বছর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

ওহুদ ম্যাচ সামনে রেখে গতকাল কোচ হাভিয়ের কাবরেরা ভিডিও বার্তায় জানান, ‘এখানে আমাদের ভালো সময় কাটছে এবং মার্চের তিন জাতি টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই, তা বুঝে নেয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাচ্ছি। আমরা ভাগ্যবান যে, ওহুদ এফসির বিপক্ষে আজ একটা প্রস্তুতি ম্যাচ খেলার এবং আমরা এ মুহূর্তে কোন অবস্থায় আছি, সেটা পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছি।’

‘এ ম্যাচের পর আমরা অনুশীলন এবং এ ম্যাচে যে ফাঁক-ফোঁকর বেরিয়ে আসবে, সেটা ঠিক করে নেয়ার জন্য কয়েকটা দিন সময় পাব। এরপর মালাবির বিপক্ষে খেলব। দুটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এ মুহূর্তে কোথায় আছি, ছেলেরা কৌশল কতটা বুঝলো, সেটা জানার সুযোগ হবে এবং এসব অবশ্যই আসন্ন তিন জাতি টুর্নামেন্টের বড় ম্যাচের প্রস্তুতির সুযোগ আমাদের জন্য।’

ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়েছেন, এ কয়দিনে রপ্ত করা বিদ্যা মাঠে প্রয়োগ করতে মুখিয়ে আছে তার দল।

‘কাল আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ওহুদের বিপক্ষে। কয়দিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার অনুশীলন মাঠ, হোটেল, সবকিছু ভালো। দলের সবাই প্রথম ম্যাচ নিয়ে শিহরিত। ম্যাচের জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, এ ম্যাচে আমরা ভালো ফল পাব।’

শনিবার, ১১ মার্চ ২০২৩ , ২৬ ফাল্গুন ১৪২৯, ১৮ শবান ১৪৪৪

রিয়াদে আজ বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ

image

জিমে বাংলাদেশ দল

আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ খেলবে ব্রুনাই দারুস সালাম ও সিশেলসের বিপক্ষে। এ প্রতিযোগিতা সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছেন হাভিয়ের কাবরেরার দল। রিয়াদে আজ ওহুদ ও ১৫ মার্চ মালাবির বিপক্ষে খেলবে বাংলাদেশ একাদশ। সৌদি আরবের প্রথম বিভাগের দল ওহুদ একাদশ আর দক্ষিণ আফ্রিকার দল মালাবি। ওরা সৌদিতেই আছে এ মুহূর্তে।

গত বছর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নেমেছিল বাংলাদেশ জাতীয় দল। কাঠমা-ুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

ওহুদ ম্যাচ সামনে রেখে গতকাল কোচ হাভিয়ের কাবরেরা ভিডিও বার্তায় জানান, ‘এখানে আমাদের ভালো সময় কাটছে এবং মার্চের তিন জাতি টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই, তা বুঝে নেয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাচ্ছি। আমরা ভাগ্যবান যে, ওহুদ এফসির বিপক্ষে আজ একটা প্রস্তুতি ম্যাচ খেলার এবং আমরা এ মুহূর্তে কোন অবস্থায় আছি, সেটা পরখ করে নেয়ার সুযোগ পাচ্ছি।’

‘এ ম্যাচের পর আমরা অনুশীলন এবং এ ম্যাচে যে ফাঁক-ফোঁকর বেরিয়ে আসবে, সেটা ঠিক করে নেয়ার জন্য কয়েকটা দিন সময় পাব। এরপর মালাবির বিপক্ষে খেলব। দুটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এ মুহূর্তে কোথায় আছি, ছেলেরা কৌশল কতটা বুঝলো, সেটা জানার সুযোগ হবে এবং এসব অবশ্যই আসন্ন তিন জাতি টুর্নামেন্টের বড় ম্যাচের প্রস্তুতির সুযোগ আমাদের জন্য।’

ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়েছেন, এ কয়দিনে রপ্ত করা বিদ্যা মাঠে প্রয়োগ করতে মুখিয়ে আছে তার দল।

‘কাল আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ওহুদের বিপক্ষে। কয়দিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার অনুশীলন মাঠ, হোটেল, সবকিছু ভালো। দলের সবাই প্রথম ম্যাচ নিয়ে শিহরিত। ম্যাচের জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ, এ ম্যাচে আমরা ভালো ফল পাব।’