স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’-এ প্রতিপাদ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশন গত ৯ মার্চ ঢাকায় অবস্থিত গুলশান ক্লাবের প্যাটিও হলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদ্যাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার ভারতীয় হাইকমিশনের ফার্স্ট লেডি মিসেস মনু ভার্মা। অনুষ্ঠানে মাউন্ট এভারেস্টে চড়া প্রথম বাংলাদেশি মহিলা মিসেস নিশাত মজুমদার, নিউজ ২৪-এর নিউজ প্রেজেন্টার মিস নাফিসা হক, পর্বত আরোহী মিস শায়লা পারভিন বীথি এবং বিশিষ্ট গায়িকা ও বাংলাদেশ আইডলের বিচারক মিস নাদেদজা সুলতানা আর্নিককে তাদের অসামান্য অর্জনের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

image

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’-এ প্রতিপাদ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশন গত ৯ মার্চ ঢাকায় অবস্থিত গুলশান ক্লাবের প্যাটিও হলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদ্যাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার ভারতীয় হাইকমিশনের ফার্স্ট লেডি মিসেস মনু ভার্মা। অনুষ্ঠানে মাউন্ট এভারেস্টে চড়া প্রথম বাংলাদেশি মহিলা মিসেস নিশাত মজুমদার, নিউজ ২৪-এর নিউজ প্রেজেন্টার মিস নাফিসা হক, পর্বত আরোহী মিস শায়লা পারভিন বীথি এবং বিশিষ্ট গায়িকা ও বাংলাদেশ আইডলের বিচারক মিস নাদেদজা সুলতানা আর্নিককে তাদের অসামান্য অর্জনের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।