কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে গণতন্ত্রী পার্টির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। গণতন্ত্রী পার্টির হোসেনপুর উপজেলা গণসমাবেশ কমিটির আহবায়ক মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এ গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী, জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছরেও এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা এখনো হয়নি। পাকিস্থানীরা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে দেশের শান্তি বিনষ্ট করেছিল। এখনো ছড়ানো হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গড়তে গণতন্ত্রী পার্টিকে শক্তিশালী করার আহবান জানান।

সমাবেশ শেষে সেলিম রেজাকে সভাপতি ও মোহাম্মদ আলী লিটনকে সাধারণ সম্পাদক করে গণতন্ত্রী পার্টির হোসেনপুর উপজেলা শাখার ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ অনুষ্ঠিত

সংবাদদাতা, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে গণতন্ত্রী পার্টির উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আয়োজিত এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। গণতন্ত্রী পার্টির হোসেনপুর উপজেলা গণসমাবেশ কমিটির আহবায়ক মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে এ গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী, জেলা গণতন্ত্রী পার্টির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী এনায়েতুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী আলমাস। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছরেও এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা এখনো হয়নি। পাকিস্থানীরা সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে দেশের শান্তি বিনষ্ট করেছিল। এখনো ছড়ানো হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত সমাজ গড়তে গণতন্ত্রী পার্টিকে শক্তিশালী করার আহবান জানান।

সমাবেশ শেষে সেলিম রেজাকে সভাপতি ও মোহাম্মদ আলী লিটনকে সাধারণ সম্পাদক করে গণতন্ত্রী পার্টির হোসেনপুর উপজেলা শাখার ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।