নান্দিনা মধু বিলের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঝুলছে তালা

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার নান্দিনা মধু বিলের পাশে নির্মিত আশ্রায়ন প্রকল্পের ঘরে ঝুলছে তালা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘরগুলি বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা ঘরে থাকছেনা। যার ফলে এই ঘর গুলিতে চলছে নানা ধরনের অসামাজিক কাজ। এর ফলে এই প্রকল্পের আশপাশে বসবাসকারিরা পড়েছে বিপাকে। জানা গেছে, আশ্রায়ন প্রকল্পের ৫টি ঘর যথাক্রমে শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, লিটন, রাজ্জাক ও সুজনের নামে বরাদ্দ দেয়া হয়।

কিন্তু ঘর বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা এখানে বসবাস না করে ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে । এর ফলে এই ঘরগুলো এখন সমাজবিরোধীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ঘর গুলিতে তালা ঝুলছে । এবিষয়ে অত্র এলাকার মো. নুরুল ইসলাম জানান ঘর পাওয়ার পর থেকেই এরা কেউ এই ঘরে থাকেনা বরং সুজন এখানে দেয়া টিউবওয়েলটিও খুলে নিয়ে গেছে । নান্দিনা মধু গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা ওরফে (দুল্লা গ্যাদা) জানান ঘর গুলি যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে তাদের কেউই এই গ্রামের মানুষ না । অন্য এলাকার মানুষের নামে বরাদ্দ দেয়ার কারনে এই অবস্থা । তিনি জানান, এলাকায় অনেক গৃহহীন থাকলেও কি কারনে দুরের মানুষের নামে বরাদ্দ দেয়া তা প্রশাসনের কর্মকর্তাগণই ভালো বলতে পারবেন । তিনি দাবি করে বলেন অতি দ্রুত এই বরাদ্দ বাতিল করে এলাকার প্রকৃত ভূমিহীনদের মাঝে পুনরায় ঘর বরাদ্দের দাবি জানান তিনি ।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন বলেন এ সংক্রান্ত কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে । ঘরগুলো স্থানীয়দের বরাদ্দ না দেওয়ার অভিযোগের ব্যাপারে তিনি বলেন গৃহহীনদের আবেদনে ভিত্তিতেই তখন ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

নান্দিনা মধু বিলের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘরে ঝুলছে তালা

জেলা বার্তা পরিবেশেক, সিরাজগঞ্জ

image

সিরাজগঞ্জ : আশ্রয়ণ প্রকল্পে এভাবেই তালা ঝুলছে -সংবাদ

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার নান্দিনা মধু বিলের পাশে নির্মিত আশ্রায়ন প্রকল্পের ঘরে ঝুলছে তালা। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘরগুলি বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা ঘরে থাকছেনা। যার ফলে এই ঘর গুলিতে চলছে নানা ধরনের অসামাজিক কাজ। এর ফলে এই প্রকল্পের আশপাশে বসবাসকারিরা পড়েছে বিপাকে। জানা গেছে, আশ্রায়ন প্রকল্পের ৫টি ঘর যথাক্রমে শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, লিটন, রাজ্জাক ও সুজনের নামে বরাদ্দ দেয়া হয়।

কিন্তু ঘর বরাদ্দ পাওয়ার পর থেকেই তারা এখানে বসবাস না করে ঘরে তালা দিয়ে অন্যত্র চলে গেছে । এর ফলে এই ঘরগুলো এখন সমাজবিরোধীদের আড্ডাখানায় পরিনত হয়েছে।

গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় ঘর গুলিতে তালা ঝুলছে । এবিষয়ে অত্র এলাকার মো. নুরুল ইসলাম জানান ঘর পাওয়ার পর থেকেই এরা কেউ এই ঘরে থাকেনা বরং সুজন এখানে দেয়া টিউবওয়েলটিও খুলে নিয়ে গেছে । নান্দিনা মধু গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মোল্লা ওরফে (দুল্লা গ্যাদা) জানান ঘর গুলি যাদের নামে বরাদ্দ দেয়া হয়েছে তাদের কেউই এই গ্রামের মানুষ না । অন্য এলাকার মানুষের নামে বরাদ্দ দেয়ার কারনে এই অবস্থা । তিনি জানান, এলাকায় অনেক গৃহহীন থাকলেও কি কারনে দুরের মানুষের নামে বরাদ্দ দেয়া তা প্রশাসনের কর্মকর্তাগণই ভালো বলতে পারবেন । তিনি দাবি করে বলেন অতি দ্রুত এই বরাদ্দ বাতিল করে এলাকার প্রকৃত ভূমিহীনদের মাঝে পুনরায় ঘর বরাদ্দের দাবি জানান তিনি ।

এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন বলেন এ সংক্রান্ত কোন অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে । ঘরগুলো স্থানীয়দের বরাদ্দ না দেওয়ার অভিযোগের ব্যাপারে তিনি বলেন গৃহহীনদের আবেদনে ভিত্তিতেই তখন ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।