মোহাম্মদ আলীর ‘৮ লড়াই’ নিয়ে সিরিজ

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর জীবনী অবলম্বনে সিরিজ নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’। আলীর জীবনের আটটি বিশেষ লড়াই ও সংগ্রাম নিয়ে নির্মিত আট পর্বের এই সিরিজের নাম ঠিক হয়েছে ‘এক্সিলেন্স : এইট ফাইটস’। তবে সিরিজটি কবে মুক্তি দেয়া হবে তা এখনও জানানো হয়নি। সিরিজটি যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিংয়ের সেবা দেওয়া ‘পিকক’- এ মুক্তি দেয়া হবে বলে সিএনএন জানিয়েছে; এর প্রযোজনায় রয়েছেন রেগে-জেন পেইজ, মরগান ফ্রিম্যান ও কেভিন উইলমট। ২০১৭ সালে প্রকাশিত জোনাথন আইগ- এর বই ‘আলি : আ লাইফ’ অবলম্বনে সিরিজটি বানানো হচ্ছে।

এতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকা জিম্বাবুয়ে বংশোদ্ভূত অভিনেতা রেগে-জেন পেইজ আলী চরিত্রে অভিনয় করছেন না বলে ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে। মুহাম্মদ আলীর জীবনের আটটি স্বতন্ত্র ও বিশেষ মুহূর্তের মিশ্রণে সিরিজটি নির্মিত হবে। আলীর জীবনের এক একটি লড়াইয়ের গল্প দেখানো হবে প্রতি পর্বে।

এসব গল্পে মূলত রিংয়ের বাইরে আলীর আবেগ ও মানসিক দ্বন্দ্বের লড়াই দেখানো হবে, যেখানে বিংশ শতাব্দীর অন্যতম সফল, একই সঙ্গে আলোচিত একজন মানুষের মনজগতের অবস্থা উঠে আসবে।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

মোহাম্মদ আলীর ‘৮ লড়াই’ নিয়ে সিরিজ

বিনোদন প্রতিবেদক

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর জীবনী অবলম্বনে সিরিজ নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘পিকক’। আলীর জীবনের আটটি বিশেষ লড়াই ও সংগ্রাম নিয়ে নির্মিত আট পর্বের এই সিরিজের নাম ঠিক হয়েছে ‘এক্সিলেন্স : এইট ফাইটস’। তবে সিরিজটি কবে মুক্তি দেয়া হবে তা এখনও জানানো হয়নি। সিরিজটি যুক্তরাষ্ট্রের ভিডিও স্ট্রিমিংয়ের সেবা দেওয়া ‘পিকক’- এ মুক্তি দেয়া হবে বলে সিএনএন জানিয়েছে; এর প্রযোজনায় রয়েছেন রেগে-জেন পেইজ, মরগান ফ্রিম্যান ও কেভিন উইলমট। ২০১৭ সালে প্রকাশিত জোনাথন আইগ- এর বই ‘আলি : আ লাইফ’ অবলম্বনে সিরিজটি বানানো হচ্ছে।

এতে নির্বাহী প্রযোজকের দায়িত্বে থাকা জিম্বাবুয়ে বংশোদ্ভূত অভিনেতা রেগে-জেন পেইজ আলী চরিত্রে অভিনয় করছেন না বলে ডেডলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে। মুহাম্মদ আলীর জীবনের আটটি স্বতন্ত্র ও বিশেষ মুহূর্তের মিশ্রণে সিরিজটি নির্মিত হবে। আলীর জীবনের এক একটি লড়াইয়ের গল্প দেখানো হবে প্রতি পর্বে।

এসব গল্পে মূলত রিংয়ের বাইরে আলীর আবেগ ও মানসিক দ্বন্দ্বের লড়াই দেখানো হবে, যেখানে বিংশ শতাব্দীর অন্যতম সফল, একই সঙ্গে আলোচিত একজন মানুষের মনজগতের অবস্থা উঠে আসবে।