ঢাকায় দ্বিতীয় টি-২০ আজ

টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটা হঠাৎই প্রাণ ফিরে পেয়েছে। ওডিআই সিরিজে ঢাকায় টানা দুই ম্যাচ পরাজিত হওয়া টাইগাররা চট্টগ্রামে যেন কোন এক যাদুমন্ত্রে ঘুরে দাঁড়িয়েছে। তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। আজ শেরেবাংলা স্টেডিয়ামে (৩টায়) বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামার সময়ে জয় ছাড়া আর কিছুই ভাবছে না টাইগাররা। তেমনটা করা গেলে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা। পরিসংখ্যান বলছে, টি-২০ ফরম্যাটে নিজেদের কখনোই সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে একবার যখন নিজেদের ফিরে পেয়েছে, তখন ‘হারানোর কিছু নেই’ ভেবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে ইংলিশদের বিপক্ষে জয় পাওয়াটা ‘অঘটন’ হবে না কোন মতেই।

এদিকে সফরের শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা ইংল্যান্ড দল পড়েছে ইনজুরি সমস্যায়। উইল জ্যাকসের বদলি ক্রিকেটার নেই তাদের। রিস টপলিও ছোটোখাটো ইনজুরির মধ্যে আছেন। যার অর্থ হলো রিজার্ভ বেঞ্চ থেকে তারা কোন ব্যাটার পাচ্ছে না। অধিনায়ক জস বাটলারের সঙ্গে আছেন কেবল ফিল সল্ট আর বেন ডাকেট। ইংল্যান্ডের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে অনেক শক্তিশালী। মিরপুরের পিচে আদিল রশিদের স্পিন মারাত্মক হয়ে উঠতে পারে। শেরেবাংলায় মঈন আলীর সাম্প্রতিক ফর্মও দারুণ। এদের সঙ্গে জোফরা আর্চার, মার্ক উড ও ক্রিস ওকসের পেস বোলিং সামাল দিতে হবে টাইগার ব্যাটারদের।

ইংলিশদের এমন অবস্থার বিপরীতে বাংলাদেশ দলের স্কোয়াড ফিটনেসের দিক দিয়ে এগিয়ে। রিজার্ভ বেঞ্চেই আছেন ফর্মের মধ্যে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। ইনজুরি সংকট বা বিশেষ কোন অবস্থার মধ্যে না পড়লে প্রথাগতভাবেই বাংলাদেশ দলকে উইনং কম্বিনেশন ভাঙতে দেখা যায় না। সেক্ষেত্রে চট্টগ্রামের প্রথম টি-২০তে জয় পাওয়া একাদশকেই আজ মাঠে নামাতে পারে টাইগারদের থিংক ট্যাংক। ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে মোট তিনটা হাফ-সেঞ্চুরির ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আরেকটা ভালো স্কোর চাইবে বাংলাদেশ দল। তার সঙ্গে নবাগত তৌহিদ হৃদয় ভালো কিছু করলে হবে ‘সোনায় সোহাগা’। ফিনিশার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন আফিফ হোসেন। চলতি সিরিজে ভালো সূচনাটা টেনে নিতে পারেননি লিটন কুমার দাস। তিনি ফর্মে ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশ দল আরও একটা সুন্দর দিন পেতে পারে। বোলাররা ওডিআই সিরিজেরপর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভালো করেছেন। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান শুরুর ওভারগুলোয় নিজেদের চেনা রূপে ধরা দিলে প্রতিপক্ষের জন্য খারাপ দিন অপেক্ষায় আছে। হাসান মাহমুদের ইয়র্কার প্রথম ম্যাচে ভুগিয়েছে ইংলিশদের। ডেথ ওভারে মোস্তাফিজ জ্বলে উঠলে এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে আজই মেতে উঠতে পারবে টাইগার ভক্তরা।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

ঢাকায় দ্বিতীয় টি-২০ আজ

টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি

ক্রীড়া বার্তা পরিবেশক

image

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজটা হঠাৎই প্রাণ ফিরে পেয়েছে। ওডিআই সিরিজে ঢাকায় টানা দুই ম্যাচ পরাজিত হওয়া টাইগাররা চট্টগ্রামে যেন কোন এক যাদুমন্ত্রে ঘুরে দাঁড়িয়েছে। তিন ম্যাচ ওডিআই সিরিজের শেষ ম্যাচ জিতে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ দল। আজ শেরেবাংলা স্টেডিয়ামে (৩টায়) বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামার সময়ে জয় ছাড়া আর কিছুই ভাবছে না টাইগাররা। তেমনটা করা গেলে ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগাররা। পরিসংখ্যান বলছে, টি-২০ ফরম্যাটে নিজেদের কখনোই সেভাবে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে একবার যখন নিজেদের ফিরে পেয়েছে, তখন ‘হারানোর কিছু নেই’ ভেবে নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারলে ইংলিশদের বিপক্ষে জয় পাওয়াটা ‘অঘটন’ হবে না কোন মতেই।

এদিকে সফরের শুরু থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলা ইংল্যান্ড দল পড়েছে ইনজুরি সমস্যায়। উইল জ্যাকসের বদলি ক্রিকেটার নেই তাদের। রিস টপলিও ছোটোখাটো ইনজুরির মধ্যে আছেন। যার অর্থ হলো রিজার্ভ বেঞ্চ থেকে তারা কোন ব্যাটার পাচ্ছে না। অধিনায়ক জস বাটলারের সঙ্গে আছেন কেবল ফিল সল্ট আর বেন ডাকেট। ইংল্যান্ডের বোলিং ডিপার্টমেন্ট নিঃসন্দেহে অনেক শক্তিশালী। মিরপুরের পিচে আদিল রশিদের স্পিন মারাত্মক হয়ে উঠতে পারে। শেরেবাংলায় মঈন আলীর সাম্প্রতিক ফর্মও দারুণ। এদের সঙ্গে জোফরা আর্চার, মার্ক উড ও ক্রিস ওকসের পেস বোলিং সামাল দিতে হবে টাইগার ব্যাটারদের।

ইংলিশদের এমন অবস্থার বিপরীতে বাংলাদেশ দলের স্কোয়াড ফিটনেসের দিক দিয়ে এগিয়ে। রিজার্ভ বেঞ্চেই আছেন ফর্মের মধ্যে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। ইনজুরি সংকট বা বিশেষ কোন অবস্থার মধ্যে না পড়লে প্রথাগতভাবেই বাংলাদেশ দলকে উইনং কম্বিনেশন ভাঙতে দেখা যায় না। সেক্ষেত্রে চট্টগ্রামের প্রথম টি-২০তে জয় পাওয়া একাদশকেই আজ মাঠে নামাতে পারে টাইগারদের থিংক ট্যাংক। ইংল্যান্ডের সঙ্গে চলতি সিরিজে মোট তিনটা হাফ-সেঞ্চুরির ইনিংস খেলা নাজমুল হোসেন শান্তর কাছ থেকে আরেকটা ভালো স্কোর চাইবে বাংলাদেশ দল। তার সঙ্গে নবাগত তৌহিদ হৃদয় ভালো কিছু করলে হবে ‘সোনায় সোহাগা’। ফিনিশার হিসেবে সাকিব আল হাসানের সঙ্গে থাকছেন আফিফ হোসেন। চলতি সিরিজে ভালো সূচনাটা টেনে নিতে পারেননি লিটন কুমার দাস। তিনি ফর্মে ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশ দল আরও একটা সুন্দর দিন পেতে পারে। বোলাররা ওডিআই সিরিজেরপর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভালো করেছেন। তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান শুরুর ওভারগুলোয় নিজেদের চেনা রূপে ধরা দিলে প্রতিপক্ষের জন্য খারাপ দিন অপেক্ষায় আছে। হাসান মাহমুদের ইয়র্কার প্রথম ম্যাচে ভুগিয়েছে ইংলিশদের। ডেথ ওভারে মোস্তাফিজ জ্বলে উঠলে এক ম্যাচ হাতে রেখেই ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে আজই মেতে উঠতে পারবে টাইগার ভক্তরা।