ধানের শীষকে মানুষ বলে ‘সাপের বিষ’ : কাদের

বিএনপি দেশের কোন উন্নয়ন সহ্য করতে পারে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। ধানের শীষের আরেক নাম ছিল পেটের বিষ। এখন মানুষ একে বলে সাপের বিষ।’

গতকাল ময়মনসিংহে প্রধামন্ত্রীর সফর, ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। নগরীর সার্কিট হাউস মাঠে জনসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ?‘বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে তারা জ্বালায় জ্বলছে। তারা এখন দিশেহারা। গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি। আর তা মেরামত করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আছে বলেই একসঙ্গে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ময়মনসিংবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি। তাই উন্নয়নের জন্য এবং গণতন্ত্রের জন্য ময়মনসিংহবাসীকে শেখ হাসিনার সঙ্গে থাকার আহ্বান জানাই।’

এরআগে সকাল থেকেই সার্কিট হাউস মাঠে ভিড় জমাতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন। রং-বেরঙের টিশার্ট, ব্যানার-ফেস্টুন, ব্যান্ডপার্টি নিয়ে মিছিল সহকারে তারা এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে নেতাকর্মীদের যোগদান সহজ করতে বিভিন্ন রুটে আটটি স্পেশাল ট্রেন চলাচল করছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক, পিকআপ-ভ্যান এবং নানা ধরনের পরিবহনে করে সমাবেশে আসেন। পরে আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ মঞ্চে পৌঁছান। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মাত্র এক যুগ আগেও আর দশটা সাধারণ জেলার মতোই ছিল ময়মনসিংহের চিত্র। কিন্তু এ মহানগরীকে বিভাগীয় সদরে রূপান্তর, রাজধানীর সঙ্গে সুপ্রশস্ত চার লেনের সড়ক যোগাযোগসহ, শিক্ষাবোর্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়ন হয়েছে। শুধুই কি যোগাযোগ অবকাঠামো। ময়মনসিংহ ঘিরে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের পথে। হালুয়াঘাট উপজেলার দুটি স্থলবন্দর গোবরাকুড়া ও কড়ইতলী প্রস্তুত হয়েছে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে। এ দুটি স্থাপনা চালু হলে নতুন করে গতি পাবে এ এলাকাসহ পুরো দেশের অর্থনীতি।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

ধানের শীষকে মানুষ বলে ‘সাপের বিষ’ : কাদের

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপি দেশের কোন উন্নয়ন সহ্য করতে পারে না বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ দেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না। ধানের শীষের আরেক নাম ছিল পেটের বিষ। এখন মানুষ একে বলে সাপের বিষ।’

গতকাল ময়মনসিংহে প্রধামন্ত্রীর সফর, ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। নগরীর সার্কিট হাউস মাঠে জনসভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ?‘বিএনপি এতোদিন দৌড়াতে দৌড়াতে এখন একেবারে দাঁড়িয়ে গেছে মানবন্ধনে। দেশের জন্য সরকারের উন্নয়ন কর্মকান্ড দেখে তারা জ্বালায় জ্বলছে। তারা এখন দিশেহারা। গণতন্ত্রকে নষ্ট করেছে বিএনপি। আর তা মেরামত করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার আছে বলেই একসঙ্গে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। ময়মনসিংবাসী একসঙ্গে এত উন্নয়ন আগে কখনো দেখেনি। তাই উন্নয়নের জন্য এবং গণতন্ত্রের জন্য ময়মনসিংহবাসীকে শেখ হাসিনার সঙ্গে থাকার আহ্বান জানাই।’

এরআগে সকাল থেকেই সার্কিট হাউস মাঠে ভিড় জমাতে থাকেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে থাকেন। রং-বেরঙের টিশার্ট, ব্যানার-ফেস্টুন, ব্যান্ডপার্টি নিয়ে মিছিল সহকারে তারা এসে সমাবেশে যোগ দেন।

সমাবেশে নেতাকর্মীদের যোগদান সহজ করতে বিভিন্ন রুটে আটটি স্পেশাল ট্রেন চলাচল করছে। এছাড়া বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক, পিকআপ-ভ্যান এবং নানা ধরনের পরিবহনে করে সমাবেশে আসেন। পরে আড়াইটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ মঞ্চে পৌঁছান। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, মাত্র এক যুগ আগেও আর দশটা সাধারণ জেলার মতোই ছিল ময়মনসিংহের চিত্র। কিন্তু এ মহানগরীকে বিভাগীয় সদরে রূপান্তর, রাজধানীর সঙ্গে সুপ্রশস্ত চার লেনের সড়ক যোগাযোগসহ, শিক্ষাবোর্ডের মতো গুরুত্বপূর্ণ অনেক কিছুই বাস্তবায়ন হয়েছে। শুধুই কি যোগাযোগ অবকাঠামো। ময়মনসিংহ ঘিরে বৃহত্তর উন্নয়ন পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের পথে। হালুয়াঘাট উপজেলার দুটি স্থলবন্দর গোবরাকুড়া ও কড়ইতলী প্রস্তুত হয়েছে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে। এ দুটি স্থাপনা চালু হলে নতুন করে গতি পাবে এ এলাকাসহ পুরো দেশের অর্থনীতি।