ইভিএম নিয়ে ইসিকে এককভাবে দায়ী করে লাভ নেই : সিইসি

ইভিএমে ভোট নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এককভাবে দায়ী করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে। ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোন অভিযোগ আসেনি। দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির সক্ষমতা অনুযায়ী ৫০ থেকে ৮০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করা সম্ভব হবে।

গতকাল কক্সবাজারে একটি হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের ‘সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়’ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আওয়াল বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হতো। নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা রয়েছে। নির্বাচন যতই শান্তিপূর্ণ আর সুষ্ঠু হোক, জয়লাভ করতে পারলে নির্বাচন ঠিক আর জিততে না পারলে সবকিছু বেঠিক এমন সংস্কৃতির পরিবর্তন দরকার। এ নিয়ে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে লাভ নেই।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ নতুন ভোটার, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহদাত হোসেন সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার সরকারি সফরে গত শুক্রবার কক্সবাজারে আসেন। ওইদিন তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে যান এবং সেখানকার নির্বাচন কার্যালয়, গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প, আদিনাথ মন্দির পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী আজ সিইসির ঢাকা ফেরার কথা রয়েছে

আরও খবর
২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশে বিনিয়োগ করুন : প্রধানমন্ত্রী
ভোট দেখতে ২১০ পর্যবেক্ষক সংস্থা ইসির নিবন্ধন চায়
‘প্রলয় বাজাও গানে, সাহস জাগাও প্রাণে’ যারা পেলেন উদীচীর পুরস্কার
পার্বত্য চট্টগ্রামে জিয়া বিভেদ করেছেন, শেখ হাসিনা শান্তি গড়েছেন : তথ্যমন্ত্রী
যশোর শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকার চেক জালিয়াতি
যাত্রাবাড়ীতে সড়কে ঝরলো দুই নারীর প্রাণ
রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করতে বিজেপির তোড়জোড়
ট্রেনের টিকেট বিক্রির নতুন পদ্ধতিতে পরিবর্তন এনেছে রেলওয়ে
বিচার হয়নি ৮ বছরেও, অপরাধীদের ফাঁসি চান চাঁদনীর মা
খুলনার ময়ূর নদ খনন, বাঁকে বাঁকে দখল, পদে পদে বাধা

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

ইভিএম নিয়ে ইসিকে এককভাবে দায়ী করে লাভ নেই : সিইসি

প্রতিনিধি, কক্সবাজার

ইভিএমে ভোট নিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) এককভাবে দায়ী করে লাভ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করেই ব্যাপকভাবে আস্থাভাজন হয়ে ইসি ইভিএমের পক্ষে অবস্থান নিয়েছে। ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে এখন পর্যন্ত তথ্যনির্ভর কোন অভিযোগ আসেনি। দ্বাদশ সংসদ নির্বাচনে ইসির সক্ষমতা অনুযায়ী ৫০ থেকে ৮০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট করা সম্ভব হবে।

গতকাল কক্সবাজারে একটি হোটেলে ‘নির্বাচনী ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের ‘সক্ষমতা বৃদ্ধি ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায়’ চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আওয়াল বলেন, রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে নির্বাচনে ভারসাম্য সৃষ্টি হতো। নির্বাচন ও রাজনৈতিক সংস্কৃতিতে কিছু সমস্যা রয়েছে। নির্বাচন যতই শান্তিপূর্ণ আর সুষ্ঠু হোক, জয়লাভ করতে পারলে নির্বাচন ঠিক আর জিততে না পারলে সবকিছু বেঠিক এমন সংস্কৃতির পরিবর্তন দরকার। এ নিয়ে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে লাভ নেই।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

কর্মশালায় নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ নতুন ভোটার, জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহদাত হোসেন সাংবাদিকদের জানান, প্রধান নির্বাচন কমিশনার সরকারি সফরে গত শুক্রবার কক্সবাজারে আসেন। ওইদিন তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে যান এবং সেখানকার নির্বাচন কার্যালয়, গভীর সমুদ্রবন্দর, মাতারবাড়ি তাপবিদ্যুৎ প্রকল্প, আদিনাথ মন্দির পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী আজ সিইসির ঢাকা ফেরার কথা রয়েছে