এএফসি অ-২০ নারী ফুটবলে আজ বাংলাদেশ-ইরান ম্যাচ

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে বিকেল ৫টায় শক্তিধর ইরানের মুখোমুখি হবে লাল-সবুজরা। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। ম্যাচে উভয় দলেরই জয়ের সম্ভাবনা দেখছেন এই কোচ।

বাছাই পর্বে তিন দলের মধ্যে বাংলাদেশ ও ইরান উভয় দলেরই ৩ পয়েন্ট। দুর্বল তুর্কেমেনিস্তান ইতোমধ্যে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। তারপরও আজ জয়ের বিকল্প নেই ছোটন শিষ্যদের। কারণ একই দলের বিপক্ষে ইরানের শুরুটা ছিল ৭-০ গোলের বড় ব্যবধানের। র‌্যাংকিয়ে ইরানের সিনিয়র দল আছে ৬৮ তম স্থানে। যেখানে বাংলাদেশ আছে ১৪০তম স্থানে। উভয় দলের র‌্যাংকিংয়ের এই আকাশ-পাতাল পার্থক্যই বুঝিয়ে দিচ্ছে ইরানের যুব দলটিও কম শক্তিধর নয়। বাছাইয়ে অংশগ্রহণকারী তিন দলের প্রত্যেকে খেলবে মাত্র দু’টি করে ম্যাচ। তাই গোল পার্থক্য একটি বড় ব্যাপার এই বাছাই পর্বে। কিন্তু প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ ফুটবলার শামসুন্নাহার ইনজুরির কারণে খেলতে না পারাতে কাক্সিক্ষত স্কোর করতে পারেনি বাংলাদেশ। বড় জয়েও হাসিমুখে মাঠ ছাড়া হয়নি ছোটনের। ‘এইচ’ গ্রুপে এখন বাংলাদেশের এই ম্যাচটি হয়ে দাড়িয়েছে ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ ড্র করলেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ইরান। যেহেতু বাংলাদেশ গোল গড়ে পিছিয়ে আছে। তাই তাদেরকে হারাতেই হবে ইরানকে। বাংলাদেশ দলের কোচ ছোটন বলেন, ‘ইরান শক্তিধর দল। তাদের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত আছি। এই ম্যাচে উভয় দলেরই সম্ভাবনা আছে। আমি মনে করি, ফিফটি ফিফটি ম্যাচ হবে। যে সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। এখন জয়ের জন্য খেলতে হবে।’

গত শুক্রবার ম্যাচ খেলে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জিমে রিকভারি সেশন সম্পন্ন করেছে। অন্যদিকে প্রতিপক্ষ ইরানও এদিন বিশ্রামেই রেখেছে তাদের ফুটবলারদের। মাঠে কোন অনুশীলন করেনি তারাও। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার লিগামেন্টের চোটের কারণে প্রথম ম্যাচ না খেলতে পারলেও এই ম্যাচে তাকে দলে রাখতে আশাবাদী বাংলাদেশ দলের কোচ। জানা গেছে, তাকে নিয়ে ফিজিও সার্বক্ষণিক কাজ করছেন। তার ইনজুরির সমস্যা উন্নতির দিকে। শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে চান ছোটন। এই ফুটবলার গত মাসেই নেতৃত্ব দিয়ে দেশকে জিতিয়েছেন অনূর্ধ্ব-২০ নারী সাফ টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকসহ ৫ গোল করে জিতেছিলেন একগাদা পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনিই।

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

এএফসি অ-২০ নারী ফুটবলে আজ বাংলাদেশ-ইরান ম্যাচ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ম্যাচের আগের দিন উজ্জীবিত নারী ফুটবল দল

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে আজ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর স্টেডিয়ামে বিকেল ৫টায় শক্তিধর ইরানের মুখোমুখি হবে লাল-সবুজরা। প্রতিপক্ষ কঠিন হলেও এই ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন। ম্যাচে উভয় দলেরই জয়ের সম্ভাবনা দেখছেন এই কোচ।

বাছাই পর্বে তিন দলের মধ্যে বাংলাদেশ ও ইরান উভয় দলেরই ৩ পয়েন্ট। দুর্বল তুর্কেমেনিস্তান ইতোমধ্যে দুই ম্যাচেই হেরে বিদায় নিয়েছে। নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। তারপরও আজ জয়ের বিকল্প নেই ছোটন শিষ্যদের। কারণ একই দলের বিপক্ষে ইরানের শুরুটা ছিল ৭-০ গোলের বড় ব্যবধানের। র‌্যাংকিয়ে ইরানের সিনিয়র দল আছে ৬৮ তম স্থানে। যেখানে বাংলাদেশ আছে ১৪০তম স্থানে। উভয় দলের র‌্যাংকিংয়ের এই আকাশ-পাতাল পার্থক্যই বুঝিয়ে দিচ্ছে ইরানের যুব দলটিও কম শক্তিধর নয়। বাছাইয়ে অংশগ্রহণকারী তিন দলের প্রত্যেকে খেলবে মাত্র দু’টি করে ম্যাচ। তাই গোল পার্থক্য একটি বড় ব্যাপার এই বাছাই পর্বে। কিন্তু প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ ফুটবলার শামসুন্নাহার ইনজুরির কারণে খেলতে না পারাতে কাক্সিক্ষত স্কোর করতে পারেনি বাংলাদেশ। বড় জয়েও হাসিমুখে মাঠ ছাড়া হয়নি ছোটনের। ‘এইচ’ গ্রুপে এখন বাংলাদেশের এই ম্যাচটি হয়ে দাড়িয়েছে ‘ডু অর ডাই’ ম্যাচ। কারণ ড্র করলেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে ইরান। যেহেতু বাংলাদেশ গোল গড়ে পিছিয়ে আছে। তাই তাদেরকে হারাতেই হবে ইরানকে। বাংলাদেশ দলের কোচ ছোটন বলেন, ‘ইরান শক্তিধর দল। তাদের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত আছি। এই ম্যাচে উভয় দলেরই সম্ভাবনা আছে। আমি মনে করি, ফিফটি ফিফটি ম্যাচ হবে। যে সুযোগ কাজে লাগাবে তারাই জিতবে। এখন জয়ের জন্য খেলতে হবে।’

গত শুক্রবার ম্যাচ খেলে গতকাল অনুশীলন করেনি বাংলাদেশ দল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জিমে রিকভারি সেশন সম্পন্ন করেছে। অন্যদিকে প্রতিপক্ষ ইরানও এদিন বিশ্রামেই রেখেছে তাদের ফুটবলারদের। মাঠে কোন অনুশীলন করেনি তারাও। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক শামসুন্নাহার লিগামেন্টের চোটের কারণে প্রথম ম্যাচ না খেলতে পারলেও এই ম্যাচে তাকে দলে রাখতে আশাবাদী বাংলাদেশ দলের কোচ। জানা গেছে, তাকে নিয়ে ফিজিও সার্বক্ষণিক কাজ করছেন। তার ইনজুরির সমস্যা উন্নতির দিকে। শেষ পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে চান ছোটন। এই ফুটবলার গত মাসেই নেতৃত্ব দিয়ে দেশকে জিতিয়েছেন অনূর্ধ্ব-২০ নারী সাফ টুর্নামেন্ট। টুর্নামেন্টে একটি হ্যাটট্রিকসহ ৫ গোল করে জিতেছিলেন একগাদা পুরস্কার। সর্বোচ্চ গোলদাতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনিই।