নামহীন ভবনের বিপাকে জবির শিক্ষার্থীরা

‘নাম’ পরিচয় বহনকারী এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান। কেননা কোনো ব্যক্তি কিংবা কিছু একটার নাম মনে পড়লে মনের অন্তরালে তার প্রতি কিংবা ওই বিষয়টির প্রতি এক প্রকার ভাবনার সৃষ্টি হয় এবং অন্যকে পরিচয় বলতেও সুবিধা হয়। মনে পড়ে যায় সম্পর্ক-অবস্থার কথা। ঠিক তেমনিভাবে নাম না জানা কোনো ব্যক্তি বা নামহীন কোনো কিছুর চিন্তা-ভাবনা মনের অন্তরালে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে।

এমনই অবস্থা লক্ষ্য করা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো সম্পর্কে। মাত্র দুই-একটি ভবনের দৃশ্যমান নাম লক্ষ্য করা গেলেও প্রায় সবগুলো ভবনই নামবিহীন। কিছু ভবনের নাম থাকলেও তার দৃশ্যমানতা নেই। ফলে, অনেক শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়ে যায়। তবে যখন শিক্ষার্থীরা শহীদ রফিক ভবন কিংবা কলা ভবনের নাম দেখে বা শোনে- তখন আপনা আপনি ভবন সম্পর্কিত বিভিন্ন দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। যেমন কলা ভবনে কোন কোন বিভাগ আছে, আকৃতি-গঠন কেমন ইত্যাদি। ভবনের নাম সমস্যা থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীরা ভবনগুলোর দৃশ্যমান ফলক নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সংস্থাপনের আশা করছে।

রাকিব হোসেন

শিক্ষার্থী, বিপণন (মার্কেটিং) বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

রবিবার, ১২ মার্চ ২০২৩ , ২৭ ফাল্গুন ১৪২৯, ১৯ শবান ১৪৪৪

নামহীন ভবনের বিপাকে জবির শিক্ষার্থীরা

‘নাম’ পরিচয় বহনকারী এবং স্বতন্ত্র বৈশিষ্ট্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান। কেননা কোনো ব্যক্তি কিংবা কিছু একটার নাম মনে পড়লে মনের অন্তরালে তার প্রতি কিংবা ওই বিষয়টির প্রতি এক প্রকার ভাবনার সৃষ্টি হয় এবং অন্যকে পরিচয় বলতেও সুবিধা হয়। মনে পড়ে যায় সম্পর্ক-অবস্থার কথা। ঠিক তেমনিভাবে নাম না জানা কোনো ব্যক্তি বা নামহীন কোনো কিছুর চিন্তা-ভাবনা মনের অন্তরালে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করে।

এমনই অবস্থা লক্ষ্য করা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো সম্পর্কে। মাত্র দুই-একটি ভবনের দৃশ্যমান নাম লক্ষ্য করা গেলেও প্রায় সবগুলো ভবনই নামবিহীন। কিছু ভবনের নাম থাকলেও তার দৃশ্যমানতা নেই। ফলে, অনেক শিক্ষার্থী বিভ্রান্তিতে পড়ে যায়। তবে যখন শিক্ষার্থীরা শহীদ রফিক ভবন কিংবা কলা ভবনের নাম দেখে বা শোনে- তখন আপনা আপনি ভবন সম্পর্কিত বিভিন্ন দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। যেমন কলা ভবনে কোন কোন বিভাগ আছে, আকৃতি-গঠন কেমন ইত্যাদি। ভবনের নাম সমস্যা থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীরা ভবনগুলোর দৃশ্যমান ফলক নাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সংস্থাপনের আশা করছে।

রাকিব হোসেন

শিক্ষার্থী, বিপণন (মার্কেটিং) বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা