শেয়ারবাজারে উত্থানের চেয়ে পতন ৮ গুণ বেশি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৮ গুণ বেশি হয়েছে। সূচক ও কোম্পানিগুলোর শেয়ার দর পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। তারই প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন (রোববার ও সোমবার) ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু পরের দিনগুলোতে সেই পুরোনো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

গতকাল ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৮ দশমিক ৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ১৩৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ২২ কোটি ৭২ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২১ কোটি ১৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪৫ লাখ টাকা, বিডি কম ১৮ কোটি ৪৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৫ কোটি ৭৬ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ৪৭ লাখ টাকা, এডিএন টেলিকম ১৪ কোটি ৮ লাখ টাকা, জেমিনি সি ফুড ১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১১ হাজার ২৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে বিডি ফাইন্যান্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়।

এদিন বিডি ফাইন্যান্স ৭ কোটি ৪৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ৫ কোটি ২৫ লাখ টাকা, এডিএন টেলিকম ৩ কোটি ৬৭ লাখ টাকা, আরডি ফুড ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ৪৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৩৫ লাখ টাকা, ইবনে সিনা ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২২ লাখ টাকা, লার্ফাজহোলসিম ১৮ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৫.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ইউনিলিভার কনজিউমার শেয়ারের ক্লোজিং দর ছিল ২,৮৪৯.০০ টাকা।

গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩,৪২৩.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫৭৪.৭০ টাকা বা ২০.১৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিলিভার কনজিউমার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেলের ৪.৪৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.২০ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ২.২৫ শতাংশ, ফাইন ফুডসের ২.১৪ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ১.২০ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.১০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ০.৯০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ০.৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৪৪.৬৯ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৯০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.০০ টাকা বা ৮.০০ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, ডোমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৬.৭০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১৫ শতাংশ, এপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ৫.৫৬ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৯৬ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৯০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৭৩ শতাংশ এবং হাক্কানি পাল্পের ৪.৬৮ শতাংশ শেয়ার দর কমেছে।

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ২৮ ফাল্গুন ১৪২৯, ২০ শবান ১৪৪৪

শেয়ারবাজারে উত্থানের চেয়ে পতন ৮ গুণ বেশি

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে লেনদেন পরিমাণও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৮ গুণ বেশি হয়েছে। সূচক ও কোম্পানিগুলোর শেয়ার দর পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। তবে লেনদেন বেড়েছে।

শেয়ারবাজার উত্থান হবে জানিয়ে গত ২৮ ফেব্রুয়ারি রেগুলেটর (বিএসইসি) প্রধান বলেছিলেন, মার্চের শুরু থেকেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার। আসবে সুখবর। তারই প্রতিফলন প্রথম দুইদিন (১ ও ২ মার্চ) না থাকলে পরের দুই দিন (রোববার ও সোমবার) ঠিকই দেখা মিললো শেয়ারবাজারে। কিন্তু পরের দিনগুলোতে সেই পুরোনো লেনদেন ভাটায় পড়ে। তবে এ ধরনের লেনদেন খারাপ না বলে জানান শেয়ারবাজার সংশ্লিষ্টরা।

গতকাল ডিএসইতে ৪৩৩ কোটি ৫৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৪ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৪২ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৫৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৮ দশমিক ৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭টি এবং কমেছে ১৩৯টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৪০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ২২ কোটি ৭২ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২১ কোটি ১৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৪৫ লাখ টাকা, বিডি কম ১৮ কোটি ৪৯ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ১৫ কোটি ৭৬ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ১৪ কোটি ৪৭ লাখ টাকা, এডিএন টেলিকম ১৪ কোটি ৮ লাখ টাকা, জেমিনি সি ফুড ১৩ কোটি ২৫ লাখ টাকা এবং বসুন্ধরা পেপারের ১১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ২০ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৫ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩২ দশমিক ৩৯ পয়েন্ট এবং সিএসআই ৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২২ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৯ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১১ হাজার ২৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ১ হাজার ১৫৭ দশমিক ৫১ পয়েন্টে।

এদিন সিএসইতে বিডি ফাইন্যান্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়।

এদিন বিডি ফাইন্যান্স ৭ কোটি ৪৯ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সি পার্ল বিচ ৫ কোটি ২৫ লাখ টাকা, এডিএন টেলিকম ৩ কোটি ৬৭ লাখ টাকা, আরডি ফুড ৬১ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ৪৪ লাখ টাকা, বসুন্ধরা পেপার ৩৫ লাখ টাকা, ইবনে সিনা ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২২ লাখ টাকা, লার্ফাজহোলসিম ১৮ লাখ টাকা এবং জেএমআই হসপিটাল ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টির বা ৫.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিলিভার কনজিউমারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ইউনিলিভার কনজিউমার শেয়ারের ক্লোজিং দর ছিল ২,৮৪৯.০০ টাকা।

গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩,৪২৩.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫৭৪.৭০ টাকা বা ২০.১৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিলিভার কনজিউমার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেলের ৪.৪৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.২০ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ২.২৫ শতাংশ, ফাইন ফুডসের ২.১৪ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ২.১৩ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ১.২০ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.১০ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ০.৯০ শতাংশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ০.৬০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৪৪.৬৯ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯.৯০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৫.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.০০ টাকা বা ৮.০০ শতাংশ কমেছে। এর মাধ্যমে লিগ্যাসি ফুটওয়্যার টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, ডোমিনেজ স্টিল বিল্ডিংয়ের ৬.৭০ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১৫ শতাংশ, এপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ৫.৫৬ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৯৬ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৯০ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯১ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৪.৭৩ শতাংশ এবং হাক্কানি পাল্পের ৪.৬৮ শতাংশ শেয়ার দর কমেছে।