এখনও চলছে ভবন স্থিতিশীলতার কাজ, দায় নিতে নারাজ তিতাস

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেট ভবন স্থিতিশীল করার কাজ এখনও শেষ হয়নি। চতুর্থ দিনের মতো গতকালও চলেছে প্রোপিংয়ের কাজ। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। এদিকে ভয়াবহ এই ঘটনা গ্যাস বিস্ফোরণের কারণেই ঘটেছে এবং এর উৎস হিসেবে ভবনে থাকা গ্যাসের একটি পুরনো লাইনকে সন্দেহ করা হলেও দায় নিতে নারাজ তিতাস কর্তৃপক্ষ। উল্টো সংস্থাটি বলছে, বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে। এছাড়া বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ ভবন মালিকসহ ৩ জনকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণে ভবনটির বেসমেন্ট এবং নিচতলার ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। তাই প্রোপিংয়ের কাজ চলছে এখনও। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেয়া হয়েছে। ভবনটির বাইরের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে এসব পাইপ স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ১৭টি পাইপ বসানো হয়েছে। আরও কয়েকটি পাইপ বসানোর কাজ চলছে। পাইপগুলো স্থাপনে কাজ করছে রাজউক।

গতকাল সকালে সরেজমিন দেখা যায়, ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ চলছে। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেয়া হয়েছে। ভবনটির সামনের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে ওই পাইপগুলো স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ১৭টি পাইপ স্থাপন করা হয়েছে। তবে ভবনের ভেতরের অংশে এখনও কোন পাইপ স্থাপন করা হয়নি। পাইপগুলো স্থাপনে জন্য কাজ করছে রাজউক। ভবনটিতে প্রোপিংয়ের কাজ করা ইকবাল হোসেন বলেন, কয়েকদিন ধরে আমরা প্রোপিংয়ের কাজ করছি। ভবনের দুই পাশে ১৭টি পাইপ স্থাপন করেছি। বাকি কাজ কখন শেষ হবে বলা যাচ্ছে না। ভবনের ভেতরে পাইপ বসানোর নির্দেশনা আসলে আমরা সেগুলো বসাবো।

গতকাল ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিতাসের জেনারেল ম্যানেজার শামসুদ্দিন আল আযহার বলেন, তিতাস গ্যাসের কারণে যদি এ বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকতো তাহলে ভবনে আগুন লেগে যেত। যা আশপাশে ছড়িয়ে পড়তো। সুতরাং এ ঘটনায় তিতাস গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের কোন সম্ভাবনা নেই। তাও তিতাস গ্যাসের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে। এদিন তিতাস গ্যাসের ১৮ সদস্যের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

ে পৃষ্ঠা ১১ : ক : ১

এখনও চলছে

(১ম পৃষ্ঠার পর)

এদিকে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিনন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই। গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ।

এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবদুল মাবুদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে কুইন স্যানিটারি মার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ২৮ ফাল্গুন ১৪২৯, ২০ শবান ১৪৪৪

এখনও চলছে ভবন স্থিতিশীলতার কাজ, দায় নিতে নারাজ তিতাস

নিজস্ব বার্তা পরিবেশক

image

রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেট ভবন স্থিতিশীল করার কাজ এখনও শেষ হয়নি। চতুর্থ দিনের মতো গতকালও চলেছে প্রোপিংয়ের কাজ। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। এদিকে ভয়াবহ এই ঘটনা গ্যাস বিস্ফোরণের কারণেই ঘটেছে এবং এর উৎস হিসেবে ভবনে থাকা গ্যাসের একটি পুরনো লাইনকে সন্দেহ করা হলেও দায় নিতে নারাজ তিতাস কর্তৃপক্ষ। উল্টো সংস্থাটি বলছে, বিস্ফোরণের ঘটনায় তিতাস গ্যাসের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে। এছাড়া বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২ ভবন মালিকসহ ৩ জনকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

সংশ্লিষ্টরা জানান, বিস্ফোরণে ভবনটির বেসমেন্ট এবং নিচতলার ২৪ কলামের মধ্যে ৯টি কলাম বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ভবনটি। তাই প্রোপিংয়ের কাজ চলছে এখনও। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেয়া হয়েছে। ভবনটির বাইরের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে এসব পাইপ স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ১৭টি পাইপ বসানো হয়েছে। আরও কয়েকটি পাইপ বসানোর কাজ চলছে। পাইপগুলো স্থাপনে কাজ করছে রাজউক।

গতকাল সকালে সরেজমিন দেখা যায়, ভবনটিতে রাজউকের প্রোপিংয়ের কাজ চলছে। প্রোপিংয়ের কাজ যেন নির্বিঘ্ন হয় সেজন্য ভবনটির সামনের রাস্তা দুই দিক দিয়ে বন্ধ রেখেছে পুলিশ। ভবনের ক্ষতিগ্রস্ত কলামে স্টিলের পাইপ দিয়ে অস্থায়ী সাপোর্ট (দাঁড় করিয়ে রাখার ব্যবস্থা) দেয়া হয়েছে। ভবনটির সামনের অংশের ক্ষতিগ্রস্ত কলামগুলোর পাশে ওই পাইপগুলো স্থাপন করা হয়েছে। এরই মধ্যে ১৭টি পাইপ স্থাপন করা হয়েছে। তবে ভবনের ভেতরের অংশে এখনও কোন পাইপ স্থাপন করা হয়নি। পাইপগুলো স্থাপনে জন্য কাজ করছে রাজউক। ভবনটিতে প্রোপিংয়ের কাজ করা ইকবাল হোসেন বলেন, কয়েকদিন ধরে আমরা প্রোপিংয়ের কাজ করছি। ভবনের দুই পাশে ১৭টি পাইপ স্থাপন করেছি। বাকি কাজ কখন শেষ হবে বলা যাচ্ছে না। ভবনের ভেতরে পাইপ বসানোর নির্দেশনা আসলে আমরা সেগুলো বসাবো।

গতকাল ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে তিতাসের জেনারেল ম্যানেজার শামসুদ্দিন আল আযহার বলেন, তিতাস গ্যাসের কারণে যদি এ বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকতো তাহলে ভবনে আগুন লেগে যেত। যা আশপাশে ছড়িয়ে পড়তো। সুতরাং এ ঘটনায় তিতাস গ্যাসের লাইন থেকে বিস্ফোরণের কোন সম্ভাবনা নেই। তাও তিতাস গ্যাসের ওপরে দোষ চাপানোর চেষ্টা চলছে। এদিন তিতাস গ্যাসের ১৮ সদস্যের গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে।

ে পৃষ্ঠা ১১ : ক : ১

এখনও চলছে

(১ম পৃষ্ঠার পর)

এদিকে বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় বংশাল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই ভবন মালিকসহ তিনজনকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন দুই মালিক ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান এবং ভবনের বেসমেন্টের স্যানিটারি ব্যবসায়ী মিনন্টু। এর মধ্যে ওয়াহিদুর ও মতিউর সম্পর্কে আপন দুই ভাই। গতকাল তাদের আদালতে হাজির করে পুলিশ।

এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবদুল মাবুদ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে কুইন স্যানিটারি মার্কেটে বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে।