ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো ইসি

ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। তাকে অবসরে পাঠিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফরিদপুর এ আঞ্চলিক কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হল।’

চাকরি আইনের ওই ধারায় বলা আছে, ‘কোন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হইবার পর যে কোন সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’

১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোস্তফা ফারুক। তিনি একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।

ওই সময় তার বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগে উঠে। মোস্তফা ফারুকসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণে কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠে।

এরপর ২০১৯ সালে ২৮ অগাস্ট ইসির চার পদে রদবদল করা হয়, যার মধ্যে মোস্তফা ফারুককে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে বদলি করা হয়।

ইসি থেকে জানা গেছে, ইসির ৭৯২টি প্রথম শ্রেণী ও দুই হাজার ৩৭টি অন্য শ্রেণীর অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ইসি সচিবালয়ে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।

আরও খবর
নির্বাচন পরিচালনায় ইসি সম্পূর্ণ স্বাধীন
যুক্তরাজ্যের গণতন্ত্রে ‘দুর্বলতা থাকলে’ বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে : পররাষ্ট্রমন্ত্রী
অনির্বাচিত ব্যক্তি ক্ষমতায় এলে জনগণ ক্ষমতাহীন হয়ে পড়ে : কাদের
আওয়ামী লীগ ‘অগ্নিসন্ত্রাস’ করে দায় বিএনপির ওপর চাপিয়েছিল : ফখরুল
ছায়ানটের বসন্ত বন্দনা
প্রাইভেট মেডিকেল কলেজ : ভর্তিতে সতর্কতা জারি বিএমডিসির
বরগুনায় মেয়ের ভিডিও ভাইরালে মায়ের আত্মহত্যা থানায় মামলা, আসামি গ্রেপ্তার
জড়িতরা বিএনপি-জামায়াতের, মনিটরিং হয় ঢাকা ও লন্ডন থেকে : হাছান মাহমুদ
ঋণের সুদহারে সীমা উঠছে, আসছে ‘রেফারেন্স রেট’ : গভর্নর
পরিকল্পনায় জড়িত মানি প্লান্টের একাধিক কর্মীও
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সমাবর্তন আজ

সোমবার, ১৩ মার্চ ২০২৩ , ২৮ ফাল্গুন ১৪২৯, ২০ শবান ১৪৪৪

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠালো ইসি

নিজস্ব বার্তা পরিবেশক

ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। তাকে অবসরে পাঠিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি।

ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘ফরিদপুর এ আঞ্চলিক কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হল।’

চাকরি আইনের ওই ধারায় বলা আছে, ‘কোন সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হইবার পর যে কোন সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’

১৯৯৬ সালের জুনে ইসির নিজস্ব কর্মকর্তা হিসেবে যোগদান করেন মোস্তফা ফারুক। তিনি একাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন।

ওই সময় তার বিরুদ্ধে প্রশিক্ষণের অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগে উঠে। মোস্তফা ফারুকসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণে কোর্স পরিচালক ও বিশেষ বক্তাসহ একাধিক পদে থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ উঠে।

এরপর ২০১৯ সালে ২৮ অগাস্ট ইসির চার পদে রদবদল করা হয়, যার মধ্যে মোস্তফা ফারুককে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে বদলি করা হয়।

ইসি থেকে জানা গেছে, ইসির ৭৯২টি প্রথম শ্রেণী ও দুই হাজার ৩৭টি অন্য শ্রেণীর অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে ইসি সচিবালয়ে ৩০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।