সিমেন্ট শিল্পের কাঁচামাল চুনাপাথরে শুল্কমুক্ত সুবিধা

সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যু করা হালনাগাদ শিল্প ভোক্তা আইআরসি ও ভ্যাট নিবন্ধিত নিয়মিত দাখিলপত্র দাখিল করা উৎপাদনকারী প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে এমন সুবিধা পাবে। এই সুবিধা প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।

এর আগে সম্প্রতি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতিসহ (বিসিএমএ) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা দাবি করেন, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে।

তবে হঠাৎ করেই সম্প্রতি এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ। সাধারণত সম্পূরক শুল্ক আরোপিত হয় বিলাস দ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য ও সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়- এমন পণ্যের ক্ষেত্রে।

তবে নির্মাণসামগ্রী হিসেবে সিমেন্ট জনগণের মৌলিক চাহিদা বাসস্থান নির্মাণে ব্যবহার হয়। সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, সøাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম। এর মধ্যে অন্যান্য কাঁচামালের তুলনায় চুনাপাথর আমদানির মূল্য সবচেয়ে কম। এখন বাড়তি শুল্কের কারণে চুনাপাথর আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ব্যবসায়ীরা।

আরও খবর
ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতি ও ব্যাকওয়ার্ড লিংকেজ-সাপ্লাই চেইনে বিনিয়োগ বাড়াতে হবে
ট্যাক্স, ভ্যাট ও কাস্টমসসহ সব খাতে ই-পেমেন্ট চালুর নির্দেশ আইএমএফের
ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু ৩ এপ্রিল
ডিএসইতে বাড়লেও লেনদেন কমেছে সিএসইতে
তিন বছরে আসবে কোরিয়ান ঋণের ৩ বিলিয়ন ডলার
চলতি অর্থবছরের মেয়াদপূর্তির আগে সরকারের নতুন কৃচ্ছ্রসাধন
অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন
বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রেকিট বেনকাইজার-এর মধ্যে চুক্তি
ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
টেলিটকের মাধ্যমে বেসরকারি শিক্ষক পদে প্রাথমিক নির্বাচনের ফল প্রকাশ
ঢাকা মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

সিমেন্ট শিল্পের কাঁচামাল চুনাপাথরে শুল্কমুক্ত সুবিধা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানিতে সম্পূরক শুল্ক থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর থেকে ইস্যু করা হালনাগাদ শিল্প ভোক্তা আইআরসি ও ভ্যাট নিবন্ধিত নিয়মিত দাখিলপত্র দাখিল করা উৎপাদনকারী প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে এমন সুবিধা পাবে। এই সুবিধা প্রজ্ঞাপন ইস্যুর তারিখ থেকে কার্যকর হবে। বর্তমানে সিমেন্ট শিল্পের কাঁচামাল লাইমস্টোন বা চুনাপাথর আমদানির ক্ষেত্রে ৩০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে।

এর আগে সম্প্রতি সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতিসহ (বিসিএমএ) সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা দাবি করেন, চুনাপাথর আমদানির ক্ষেত্রে আগে থেকেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর ও ৩ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা আছে।

তবে হঠাৎ করেই সম্প্রতি এই পণ্য আমদানিতে ৩০ শতাংশ সম্পূরক শুল্কারোপ করা হয়েছে। এছাড়া অগ্রিম আয়কর বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই অতিরিক্ত শুল্কায়নের ফলে চুনাপাথর ছাড় করাতে বর্তমানে ৬৭ শতাংশ শুল্ক ও কর পরিশোধ করতে হচ্ছে; আগে যা ছিল ২৭ শতাংশ। সাধারণত সম্পূরক শুল্ক আরোপিত হয় বিলাস দ্রব্য, অপ্রয়োজনীয় দ্রব্য ও সামাজিকভাবে নিরুৎসাহিত করা হয়- এমন পণ্যের ক্ষেত্রে।

তবে নির্মাণসামগ্রী হিসেবে সিমেন্ট জনগণের মৌলিক চাহিদা বাসস্থান নির্মাণে ব্যবহার হয়। সিমেন্ট উৎপাদনের জন্য পাঁচটি প্রধান কাঁচামাল হলো ক্লিংকার, সøাগ, চুনাপাথর, ফ্লাই অ্যাশ ও জিপসাম। এর মধ্যে অন্যান্য কাঁচামালের তুলনায় চুনাপাথর আমদানির মূল্য সবচেয়ে কম। এখন বাড়তি শুল্কের কারণে চুনাপাথর আমদানিতে নিরুৎসাহিত হতে পারেন ব্যবসায়ীরা।