চলতি অর্থবছরের মেয়াদপূর্তির আগে সরকারের নতুন কৃচ্ছ্রসাধন

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত রোববার নতুন প্রজ্ঞাপনে বলেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না এবং সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এসব প্রযোজ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণপ্রতিষ্ঠান ছাড়া) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া উন্নয়ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত এ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থ শতভাগ এবং বি ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। আর সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের সাড়ে তিন মাস আগে এ নতুন করে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে সরকার। আপ্যায়ন, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য মনিহারি যেমন- কম্পিউটার ও আনুষঙ্গিক যেমন বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাব খাতে বরাদ্দকৃত অর্থের ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ। উন্নয়ন বাজেটে নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় যেমন- মোটরযান, জলযান ও আকাশযান বন্ধ থাকবে।

এদিকে এ, বি ও সি ক্যাটাগরি নির্বিশেষে যেসব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্তির জন্য নির্ধারিত এবং কোনক্রমেই মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই, সেসব প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে, উন্নয়ন বাজেটের অধীনে শর্তাবলি প্রযোজ্য হবে না।

আরও খবর
ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতি ও ব্যাকওয়ার্ড লিংকেজ-সাপ্লাই চেইনে বিনিয়োগ বাড়াতে হবে
সিমেন্ট শিল্পের কাঁচামাল চুনাপাথরে শুল্কমুক্ত সুবিধা
ট্যাক্স, ভ্যাট ও কাস্টমসসহ সব খাতে ই-পেমেন্ট চালুর নির্দেশ আইএমএফের
ট্রাস্ট ইসলামী লাইফের আইপিও আবেদন শুরু ৩ এপ্রিল
ডিএসইতে বাড়লেও লেনদেন কমেছে সিএসইতে
তিন বছরে আসবে কোরিয়ান ঋণের ৩ বিলিয়ন ডলার
অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের ব্যবস্থাপক সম্মেলন
বাংলাদেশ কমার্স ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রেকিট বেনকাইজার-এর মধ্যে চুক্তি
ইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন
টেলিটকের মাধ্যমে বেসরকারি শিক্ষক পদে প্রাথমিক নির্বাচনের ফল প্রকাশ
ঢাকা মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

চলতি অর্থবছরের মেয়াদপূর্তির আগে সরকারের নতুন কৃচ্ছ্রসাধন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত রোববার নতুন প্রজ্ঞাপনে বলেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন অংশের বরাদ্দ শতভাগ ব্যয় করা যাবে। তবে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাতে ৭৫ শতাংশ ও জ্বালানি খাতে ৮০ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া উন্নয়ন বাজেটের আওতায় নতুন গাড়ি কেনা যাবে না এবং সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটের ক্ষেত্রে এসব প্রযোজ্য হবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণপ্রতিষ্ঠান ছাড়া) বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এছাড়া উন্নয়ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত এ ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থ শতভাগ এবং বি ক্যাটাগরি চিহ্নিত প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে ৮৫ শতাংশ ব্যয় করা যাবে। আর সি ক্যাটাগরিভুক্ত প্রকল্পের অর্থছাড় পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।

চলতি ২০২২-২৩ অর্থবছরের সাড়ে তিন মাস আগে এ নতুন করে কৃচ্ছ্রসাধনের পদক্ষেপ নিয়েছে সরকার। আপ্যায়ন, প্রশিক্ষণ, ভ্রমণ ও অন্যান্য মনিহারি যেমন- কম্পিউটার ও আনুষঙ্গিক যেমন বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাব খাতে বরাদ্দকৃত অর্থের ব্যবহার করা যাবে সর্বোচ্চ ৫০ শতাংশ। উন্নয়ন বাজেটে নতুন বা প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন ক্রয় যেমন- মোটরযান, জলযান ও আকাশযান বন্ধ থাকবে।

এদিকে এ, বি ও সি ক্যাটাগরি নির্বিশেষে যেসব প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২০২৩ সালের ৩০ জুন তারিখে সমাপ্তির জন্য নির্ধারিত এবং কোনক্রমেই মেয়াদ বৃদ্ধির অবকাশ নেই, সেসব প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে, উন্নয়ন বাজেটের অধীনে শর্তাবলি প্রযোজ্য হবে না।