নন্দীগ্রামে সড়কে নিহত ৩, আহত ৬

বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাটে সিএনজি পিক-আপ মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৬ জন আহত হয়েছে। সোমবার সকালে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র অটোচালক হেফজুল ইসলাম, একই উপজেলার ওমরপুর গ্রামের তানসেন আলীর শিশু পুত্র আব্দুল হানিফ ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র কলেজ শিক্ষার্থী মিনহাজুল ইসলাম। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি বলেন, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় নাটোরগামী পিক-আপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিক্সার দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জন মারা যান।

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

নন্দীগ্রামে সড়কে নিহত ৩, আহত ৬

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামের কুন্দারহাটে সিএনজি পিক-আপ মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও ৬ জন আহত হয়েছে। সোমবার সকালে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের পুত্র অটোচালক হেফজুল ইসলাম, একই উপজেলার ওমরপুর গ্রামের তানসেন আলীর শিশু পুত্র আব্দুল হানিফ ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র কলেজ শিক্ষার্থী মিনহাজুল ইসলাম। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি বলেন, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। এ সময় নাটোরগামী পিক-আপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিক্সার দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ ৩ জন মারা যান।