তরমুজের দামে কমছে ক্রেতা

নরসিংদীর বেলাবো উপজেলায় সদর বাজার ও এর আশপাশের বাজারে ফলের দোকানগুলোতে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমী ফল তরমুজ। অন্যান্য ফলের তুলনায় তরমুজ সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ বেশি থাকায় দেশের বাজারে এর চাহিদা বেশি। ফলের দোকান ছাড়াও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে অনেকে বিক্রি করছে এসব ফল। তরমুজ প্রশান্তিদায়ক, শীতলকারক ও তৃষ্ণা নিবারক একটি ফল। এসব ছাড়াও তরমুজ মানব শরীরে নানান প্রকার উপকারী ঔষধি হিসেবে কাজ করে থাকে। বর্তমানে বেলাবতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। দেখা গেছে উপজেলা সদর ছাড়াও পোড়াদিয়া, বারৈচা, নারায়ণপুর এসব বাজারে তরমুজ বিক্রি করতে দেখা গেছে ফল ব্যবসায়ীদের। পোড়াদিয়া বাজারে ফল ক্রেতা দাপুনিয়ার কাসেমের সাথে সাক্ষাত হলে তিনি জানান, বাজারে নতুন মৌসুমি ফল তরমুজ কিনতে এসেছি। কিন্তু প্রচন্ড দামের কারণে ছোট একটি তরমুজ কিনেছি। বেলাব বাজারে আরেক ক্রেতা তপন সুত্রধর জানান, বাচ্চারা তরমুজ খুব পছন্দ করে। তাই দাম বেশি হলেও তিন কেজি পরিমাণ একটি কিনেছি। বেলাব বাজারের বাজারের ফল ব্যবসায়ী আবু মিয়া বলেন, এ বছর বাজারে তরমুজ নতুন নেমেছে। নতুন ফল বাজারে নামলে দাম অনেকটাই বেশি থাকে। দাম বেশি থাকার কারণে বিক্রি কম হচ্ছে। আমরা আমাদের বিক্রি করা এই তরমুজগুলো বন্দর বাজার থেকে পাইকারি নিয়ে আসি। বাজারে এ ফলের আমদানি বাড়লে দামও কমবে বিক্রিও বাড়বে। ব্যবসায়ী আবু মিয়া বলেন, বাজারে এখনও তরমুজের বেচাকেনা তেমন জমে উঠেনি। বাজারে তরমুজের বিক্রি বাড়তে আরও সময় লাগবে। আসন্ন রমজানে তরমুজের বিক্রি বেশি হবে বলে আশা করছি।

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

তরমুজের দামে কমছে ক্রেতা

প্রতিনিধি, বেলাব (নরসিংদী)

image

বেলাব (নরসিংদী) : বিক্রির জন্য স্তূপ করে রাখা তরমুজ -সংবাদ

নরসিংদীর বেলাবো উপজেলায় সদর বাজার ও এর আশপাশের বাজারে ফলের দোকানগুলোতে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন মৌসুমী ফল তরমুজ। অন্যান্য ফলের তুলনায় তরমুজ সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ বেশি থাকায় দেশের বাজারে এর চাহিদা বেশি। ফলের দোকান ছাড়াও প্রধান সড়কের পাশে দাঁড়িয়ে অনেকে বিক্রি করছে এসব ফল। তরমুজ প্রশান্তিদায়ক, শীতলকারক ও তৃষ্ণা নিবারক একটি ফল। এসব ছাড়াও তরমুজ মানব শরীরে নানান প্রকার উপকারী ঔষধি হিসেবে কাজ করে থাকে। বর্তমানে বেলাবতে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। দেখা গেছে উপজেলা সদর ছাড়াও পোড়াদিয়া, বারৈচা, নারায়ণপুর এসব বাজারে তরমুজ বিক্রি করতে দেখা গেছে ফল ব্যবসায়ীদের। পোড়াদিয়া বাজারে ফল ক্রেতা দাপুনিয়ার কাসেমের সাথে সাক্ষাত হলে তিনি জানান, বাজারে নতুন মৌসুমি ফল তরমুজ কিনতে এসেছি। কিন্তু প্রচন্ড দামের কারণে ছোট একটি তরমুজ কিনেছি। বেলাব বাজারে আরেক ক্রেতা তপন সুত্রধর জানান, বাচ্চারা তরমুজ খুব পছন্দ করে। তাই দাম বেশি হলেও তিন কেজি পরিমাণ একটি কিনেছি। বেলাব বাজারের বাজারের ফল ব্যবসায়ী আবু মিয়া বলেন, এ বছর বাজারে তরমুজ নতুন নেমেছে। নতুন ফল বাজারে নামলে দাম অনেকটাই বেশি থাকে। দাম বেশি থাকার কারণে বিক্রি কম হচ্ছে। আমরা আমাদের বিক্রি করা এই তরমুজগুলো বন্দর বাজার থেকে পাইকারি নিয়ে আসি। বাজারে এ ফলের আমদানি বাড়লে দামও কমবে বিক্রিও বাড়বে। ব্যবসায়ী আবু মিয়া বলেন, বাজারে এখনও তরমুজের বেচাকেনা তেমন জমে উঠেনি। বাজারে তরমুজের বিক্রি বাড়তে আরও সময় লাগবে। আসন্ন রমজানে তরমুজের বিক্রি বেশি হবে বলে আশা করছি।