পাথরঘাটায় টাইলস ক্রয় করে প্রতারিত ক্রেতারা

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের প্রয়াত নুর মোহাম্মদের ছেলে আব্দুল জলিল মঠেরখালের বটতলায় নিজ বাড়ির সামনে প্রায় বিশ লাথ টাকা ব্যয়ে ১১শ স্কোয়ার ফুট একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটিতে সেলটেক ব্রান্ডের টাইলস ব্যবহার প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন আব্দুল জলিল। সেলটেক টাইলস মসজিদে লাগানোর পর পানি দিয়ে পরিস্কার করলে টাইলসের রং ওঠে বিশ্রী হয়ে যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট পাথরঘাটা বাজারের সেলকেট টাইলস বিক্রেতার মাধ্যমে সেলটেকস এর মঠবাড়িয়ার ডিলার মো. মনির হোসেনকে জানালে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলেও দীর্ঘ প্রায় ২০-২৫ দিনে সেলটেক টাইলস কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন না করায় চরম হতাশায় পড়ছেন মসজিদ নির্মাতা আব্দুল জলিল।

এ ব্যাপারে ডিলার মনির হোসেন বলেন, তিনি তার কোম্পানির টাইলসের ব্যাপারের অভিযোগ অস্বীকার করে টাইলস লাগানো মিস্ত্রীর ত্রুটির কথা বলেন।

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

পাথরঘাটায় টাইলস ক্রয় করে প্রতারিত ক্রেতারা

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের প্রয়াত নুর মোহাম্মদের ছেলে আব্দুল জলিল মঠেরখালের বটতলায় নিজ বাড়ির সামনে প্রায় বিশ লাথ টাকা ব্যয়ে ১১শ স্কোয়ার ফুট একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটিতে সেলটেক ব্রান্ডের টাইলস ব্যবহার প্রতারিত হয়েছেন বলে অভিযোগ করেছেন আব্দুল জলিল। সেলটেক টাইলস মসজিদে লাগানোর পর পানি দিয়ে পরিস্কার করলে টাইলসের রং ওঠে বিশ্রী হয়ে যায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট পাথরঘাটা বাজারের সেলকেট টাইলস বিক্রেতার মাধ্যমে সেলটেকস এর মঠবাড়িয়ার ডিলার মো. মনির হোসেনকে জানালে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করলেও দীর্ঘ প্রায় ২০-২৫ দিনে সেলটেক টাইলস কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন না করায় চরম হতাশায় পড়ছেন মসজিদ নির্মাতা আব্দুল জলিল।

এ ব্যাপারে ডিলার মনির হোসেন বলেন, তিনি তার কোম্পানির টাইলসের ব্যাপারের অভিযোগ অস্বীকার করে টাইলস লাগানো মিস্ত্রীর ত্রুটির কথা বলেন।