পুরান ঢাকার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবন প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষে আবার ব্যবহার করা যাবে। এসব কাজ শেষ করতে সময় লাগবে অন্তত ছয় মাস। ওই সময় পর্যন্ত ভবনটির সামনের সড়কে রাতে যানবাহন চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে এই ভবন ধসের পর রাজউকের গঠিত একটি কমিটি। গত ৭ মার্চ নর্থ সাউথ রোডের ১৮০/১ নম্বর হোল্ডিংয়ের কুইন ক্যাফে নামে পরিচিত সাত তলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের।
বিস্ফোরণে ওই ভবনের দুটি ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম, স্ল্যাব বিমসহ রিটেইনিং ওয়াল ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে কোন অনিয়ম ছিল কি না, তার তদন্তে একটি কমিটি গঠনের পাশাপাশি নাজুক অবস্থায় থাকা ভবনটি ব্যবহার করা যাবে কি না, তা খতিয়ে দেখতে রাজউক আরেকটি কমিটি করে।
রাজউক সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত সেই কমিটি এক সপ্তাহের মধ্যে গতকাল প্রতিবেদন জমা দিয়েছে রাজউকের পরিচালকের (প্রশাসন) কাছে। কমিটির সদস্য বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান আনসারী বলেন, গতকাল সকালে আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি। আমরা বলেছি সুপারিশগুলো বাস্তবায়নের পর ভবনটি ব্যবহার করা যাবে। সুপারিশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সুপারিশ অনুযায়ী সব নিয়ম মেনে রেট্রোফিটিং করা হলে ভবনটি আবার ব্যবহার করা যাবে। সব কাজ শেষ করতে অন্তত ছয় মাস সময় লাগবে। ওই সময় পর্যন্ত ভবনটি ব্যবহার করা যাবে না।
কমিটির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনটির আশপাশের স্থাপনা এবং রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের নিরাপত্তায় ভবনের ক্ষতিগ্রস্ত বিম ও কলামগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করতে হবে, যাতে সেগুলো ভবনের ভারবহনের (প্রপিং) উপযোগী হয়। পাশাপাশি এই ভবনের সামনের দিকে ফুটপাতসহ সড়কের ২৬ ফুট পর্যন্ত জায়গা কংক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘিরে দিতে হবে। ওই ভবনের কলামগুলো ইতিমধ্যে স্টিল প্রপিং করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভবনের সামনের সড়ক দিয়ে বাসসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে, তবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।
কমিটি বলেছে, ভবন মালিকরা বিশেষজ্ঞ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবে। এই কাজ করতে হবে আগামী ৪৫ দিনের মধ্যে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী প্রয়োজনীয় রেট্রোফিটিংয়ের কাজ করতে হবে আগামী ছয় মাসের মধ্যে।
কমিটি বলছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এসব প্রক্রিয়া শেষে ডিইএ সার্টিফিকেট এবং রেট্রোফিটিং কমপ্লিশন সার্টিফিকেট দেয়ার পরই কেবল ভবনটি ব্যবহার করা যাবে।
রাজউকের এই কমিটিতে বুয়েটের পুরকৌশল বিভাগের আরেক অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান, রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক ড. আবদুল লতিফ হেলালী সদস্য ছিলেন। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রাজউকের অঞ্চল ৫/৩ এর অথরাইজড অফিসার রংগন মন্ডল।
এদিকে, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার ও সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় কোন জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠান শেষে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি। তিনি বলেন, সিদ্দিক বাজারের যে ঘটনা এতে নাশকতার কোন কিছু পাইনি। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।
ক্যাফে কুইন ভবন ধসের ঘটনায় মামলার পর এর মালিক দুই ভাইসহ তিনজনকে ৫৪ ধারায় আটক করেছে পুলিশ। ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস টার্মিনালের শ’ খানেক গজ দক্ষিণে সদরঘাটমুখী সড়কের পাশের এই ভবনে স্যানিটারি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসও ছিল। ভবনের ওপরের কয়েকটি তলায় ছিল আবাসিক ফ্ল্যাট।
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪
নিজস্ব বার্তা পরিবেশক
পুরান ঢাকার সিদ্দিক বাজারের ক্যাফে কুইন ভবন প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষে আবার ব্যবহার করা যাবে। এসব কাজ শেষ করতে সময় লাগবে অন্তত ছয় মাস। ওই সময় পর্যন্ত ভবনটির সামনের সড়কে রাতে যানবাহন চলাচল বন্ধ রাখার সুপারিশ করেছে এই ভবন ধসের পর রাজউকের গঠিত একটি কমিটি। গত ৭ মার্চ নর্থ সাউথ রোডের ১৮০/১ নম্বর হোল্ডিংয়ের কুইন ক্যাফে নামে পরিচিত সাত তলা ভবনটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের।
বিস্ফোরণে ওই ভবনের দুটি ফ্লোর ভেঙে নিচে পড়ে যায়। ভবনের ২৪টি কলামের মধ্যে ৯টি কলাম, স্ল্যাব বিমসহ রিটেইনিং ওয়াল ক্ষতিগ্রস্ত হয়। ভবনটিতে কোন অনিয়ম ছিল কি না, তার তদন্তে একটি কমিটি গঠনের পাশাপাশি নাজুক অবস্থায় থাকা ভবনটি ব্যবহার করা যাবে কি না, তা খতিয়ে দেখতে রাজউক আরেকটি কমিটি করে।
রাজউক সদস্য (উন্নয়ন) সামসুদ্দীন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত সেই কমিটি এক সপ্তাহের মধ্যে গতকাল প্রতিবেদন জমা দিয়েছে রাজউকের পরিচালকের (প্রশাসন) কাছে। কমিটির সদস্য বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান আনসারী বলেন, গতকাল সকালে আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি। আমরা বলেছি সুপারিশগুলো বাস্তবায়নের পর ভবনটি ব্যবহার করা যাবে। সুপারিশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সুপারিশ অনুযায়ী সব নিয়ম মেনে রেট্রোফিটিং করা হলে ভবনটি আবার ব্যবহার করা যাবে। সব কাজ শেষ করতে অন্তত ছয় মাস সময় লাগবে। ওই সময় পর্যন্ত ভবনটি ব্যবহার করা যাবে না।
কমিটির সুপারিশে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ ভবনটির আশপাশের স্থাপনা এবং রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীদের নিরাপত্তায় ভবনের ক্ষতিগ্রস্ত বিম ও কলামগুলো দ্রুততম সময়ের মধ্যে মেরামত করতে হবে, যাতে সেগুলো ভবনের ভারবহনের (প্রপিং) উপযোগী হয়। পাশাপাশি এই ভবনের সামনের দিকে ফুটপাতসহ সড়কের ২৬ ফুট পর্যন্ত জায়গা কংক্রিটের ব্যারিয়ার দিয়ে ঘিরে দিতে হবে। ওই ভবনের কলামগুলো ইতিমধ্যে স্টিল প্রপিং করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ভবনের সামনের সড়ক দিয়ে বাসসহ হালকা যানবাহন চলাচল করতে পারবে, তবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে।
কমিটি বলেছে, ভবন মালিকরা বিশেষজ্ঞ কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভবনের ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করবে। এই কাজ করতে হবে আগামী ৪৫ দিনের মধ্যে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের অ্যাসেসমেন্ট অনুযায়ী আগামী প্রয়োজনীয় রেট্রোফিটিংয়ের কাজ করতে হবে আগামী ছয় মাসের মধ্যে।
কমিটি বলছে, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এসব প্রক্রিয়া শেষে ডিইএ সার্টিফিকেট এবং রেট্রোফিটিং কমপ্লিশন সার্টিফিকেট দেয়ার পরই কেবল ভবনটি ব্যবহার করা যাবে।
রাজউকের এই কমিটিতে বুয়েটের পুরকৌশল বিভাগের আরেক অধ্যাপক ড. রাকিব আহসান, ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ খান, রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক ড. আবদুল লতিফ হেলালী সদস্য ছিলেন। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন রাজউকের অঞ্চল ৫/৩ এর অথরাইজড অফিসার রংগন মন্ডল।
এদিকে, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার ও সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় কোন জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠান শেষে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে এ কথা জানান আইজিপি। তিনি বলেন, সিদ্দিক বাজারের যে ঘটনা এতে নাশকতার কোন কিছু পাইনি। সায়েন্সল্যাবের বিস্ফোরণেও এমন কিছু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি, খতিয়ে দেখছি। আইনগতভাবে যা করার তা করছি। এখন পর্যন্ত জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।
ক্যাফে কুইন ভবন ধসের ঘটনায় মামলার পর এর মালিক দুই ভাইসহ তিনজনকে ৫৪ ধারায় আটক করেছে পুলিশ। ফুলবাড়িয়ায় বিআরটিসি বাস টার্মিনালের শ’ খানেক গজ দক্ষিণে সদরঘাটমুখী সড়কের পাশের এই ভবনে স্যানিটারি সামগ্রীর বেশ কয়েকটি দোকান ছিল, বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিসও ছিল। ভবনের ওপরের কয়েকটি তলায় ছিল আবাসিক ফ্ল্যাট।