দিনাজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ

হামলার শিকার জবি শিক্ষক-শিক্ষার্থী

শিক্ষা সফরে এসে দিনাজপুরের স্বপ্নপুরীতে ইভটিজিং এর শিকার হয়েছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। এর প্রতিবাদ করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন তিন শিক্ষকসহ ১০ শিক্ষার্থী। আহত ২ জনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন আরাফাত ও তালহা। এক শিক্ষার্থী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ৮০ জনের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল শিক্ষা সফরে গত রোববার মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া কয়লা খনি মাঠকর্ম শেষ করে বিকেলে স্বপ্নপুরী যায়। সেখানে তারা একটি রাইডারে উঠে ফিরে আসার সময় একটি ব্যাগ ছেড়ে আসে। পরে দুই শিক্ষার্থী ব্যাগটি আনতে গেলে রাইডে থাকা স্বপ্নপুরীর কর্মচারীরা ছাত্রীদের ইভটিজিং করে। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কর্মচারীরা বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩ শিক্ষকসহ ১০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত দুই জনকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্বপ্নপুরীর কর্মচারীদের সম্মিলিত হামলা থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত রোববার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৮ জন আসামিকে আটক করে থানা পুলিশ। এদের মধ্যে ৫ জন স্বপ্নপুরী কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।

আটককৃতরা হলেন, সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)। স্বপ্নপুরীর সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করছি।

image

দিনাজপুর : স্বপ্নপুরীতে হামলায় আহত জবি শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন -সংবাদ

আরও খবর
অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে রোগী হয়রানি করবেন না : রাষ্ট্রপতি
পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের ওপর হামলায় বিএনপি জড়িত : কাদের
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আ’লীগের জামানত থাকবে না : ফখরুল
সুলতান’স ডাইনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি
ফতুল্লায় বিস্ফোরণে দগ্ধ কুলসুম কাতরাতে কাতরাতে জন্ম দিলেন সন্তান
৬ বছরের শিশু কন্যাকে দিয়েও বাবার নামে মিথ্যা ধর্ষণ মামলা
চট্টগ্রামে সিটি ট্যাক্স প্রত্যাহারের দাবিতে ঘেরাও কর্মসূচি
মিতু হত্যা : সাবেক এসপি বাবুল আক্তারের বিচার শুরু
পদ্মা-যমুনার প্লাবনভূমি বড়াল এখন পানিশূন্য

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ , ২৯ ফাল্গুন ১৪২৯, ২১ শবান ১৪৪৪

দিনাজপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ

হামলার শিকার জবি শিক্ষক-শিক্ষার্থী

নিজস্ব বার্তা পরিবেশ, দিনাজপুর

image

দিনাজপুর : স্বপ্নপুরীতে হামলায় আহত জবি শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন -সংবাদ

শিক্ষা সফরে এসে দিনাজপুরের স্বপ্নপুরীতে ইভটিজিং এর শিকার হয়েছেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। এর প্রতিবাদ করতে গিয়ে মারপিটের শিকার হয়েছেন তিন শিক্ষকসহ ১০ শিক্ষার্থী। আহত ২ জনকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন আরাফাত ও তালহা। এক শিক্ষার্থী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করা হলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, ৮০ জনের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি দল শিক্ষা সফরে গত রোববার মধ্যপাড়া পাথর খনি ও বড়পুকুরিয়া কয়লা খনি মাঠকর্ম শেষ করে বিকেলে স্বপ্নপুরী যায়। সেখানে তারা একটি রাইডারে উঠে ফিরে আসার সময় একটি ব্যাগ ছেড়ে আসে। পরে দুই শিক্ষার্থী ব্যাগটি আনতে গেলে রাইডে থাকা স্বপ্নপুরীর কর্মচারীরা ছাত্রীদের ইভটিজিং করে। এসময় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কর্মচারীরা বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে ৩ শিক্ষকসহ ১০ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহত দুই জনকে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। স্বপ্নপুরীর কর্মচারীদের সম্মিলিত হামলা থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এদিকে এবিষয়ে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গত রোববার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৮ জন আসামিকে আটক করে থানা পুলিশ। এদের মধ্যে ৫ জন স্বপ্নপুরী কর্মচারী এবং তিনজন বহিরাগত রয়েছেন।

আটককৃতরা হলেন, সবুজ মিয়া (২৯), রেজওয়ান আহম্মেদ (১৮), আশরাফুল ইসলাম (১৭), প্রভাস কিস্কু (৩৬), আজিজুল হক (৩৯), জাহিদুল ইসলাম (৪৫), মানিকুল ইসলাম (৩২) ও সালমা আক্তার (২১)। স্বপ্নপুরীর সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করছি।