বিক্রির চাপে সূচকের পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৩ দশমিক ২৯ গুন বেশি হয়েছে। ফলে বাড়ে শেয়ার বিক্রয়ের চাপ। এই চাপের কারণে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কমেছে লেনদেন। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ১ দশমিক ৪১ গুণ বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩১ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৭ দশমিক ৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৫ দশমিক ১৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১টি এবং কমেছে ১০২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির। এদিন ডিএসইতে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রূপালী ইন্স্যুরেন্স ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ আমরা নেটওয়ার্ক ২৯ কোটি ৬৫ লাখ টাকা, সি পার্ল বিচ ২৫ কোটি ২৩ লাখ টাকা, এডিএন টেলিকম ২৩ কোটি ৭৮ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২১ কোটি ৮৯ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৮৪ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ২৮ লাখ টাকা, বিডি কম ১৩ কোটি ৮০ লাখ টাকা, আরডি ফুড ১২ কোটি ১১ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিং ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭টি, কমেছে ৩৮টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসআই দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২১ দশমিক ৬৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩০ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ২৩ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে। এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কর্টন ৬৭ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর ৫৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৫১ লাখ টাকা, বিডি কম ৩০ লাখ টাকা, সি পার্ল বিচ ৩০ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৭ লাখ টাকা, শাইনপুকুর ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৬ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির বা ৯.২৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.০০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৫ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৪.৭৭ শতাংশ, রংপুর ডেইরি ৪.৬৩ শতাংশ, ন্যাশনাল ফিডের ৪.৩২ শতাংশ, বাংলা উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩.৩২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ২.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.২৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ৩০.৫৪ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে মুন্নু এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১,০০০.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৫৬.০০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪৪.৩০ টাকা বা ৪.৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু এগ্রো টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রেনউইক যজ্ঞেশ্বরের ৪.২১ শতাংশ, বীকন ফার্মার ৪.০৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৭৭ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৫৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৫৬ শতাংশ, বিডিকম অনলাইনের ৩.৪৬ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের ৩.২৭ শতাংশ এবং সিটি জেনারেলের ৩.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।

image
আরও খবর
এলডিসি গ্রাজুয়েশনে সব ধরনের সহায়তা করবে এডিবি
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ১০ বছরের কর মওকুফ চায় উদ্যোক্তারা
রপ্তানির আড়ালে ৩৮২ কোটি টাকা পাচার করেছে ব্যবসায়ীরা
রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মশালা
সিজিএ এর তত্ত্বাবধানে ডিসিএ ঢাকায় গণশুনানি
কক্সবাজারের সৌন্দর্য বাড়াতে অর্থায়ন করবে জাইকা
ইউনিসেফের সহায়তায় প্যারেন্টিং বিষয়ে কর্মশালা
ডিএমসিবির ১৪২তম কেশরহাট শাখা উদ্বোধন
সোশ্যাল ইসলামী ব্যাংকে হকার্স সমাবেশ ও মতবিনিময় সভা
এনজিও প্রতিনিধিদের সঙ্গে ট্রান্সফর্ম প্রকল্প বিষয়ক আলোচনা সভা
ওয়ালটন ফ্রিজ কিনে ১০১টি পণ্য ফ্রি পেলেন ক্রেতা

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

বিক্রির চাপে সূচকের পতন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৩ দশমিক ২৯ গুন বেশি হয়েছে। ফলে বাড়ে শেয়ার বিক্রয়ের চাপ। এই চাপের কারণে বেড়েছে লেনদেন পরিমাণ। সূচক পতনের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। কমেছে লেনদেন। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ১ দশমিক ৪১ গুণ বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে ৫৬৩ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩১ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২১৭ দশমিক ৬৭ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৫ দশমিক ১৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩১টি এবং কমেছে ১০২টির। শেয়ার পরিবর্তন হয়নি ২০১টির। এদিন ডিএসইতে রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রূপালী ইন্স্যুরেন্স ৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ আমরা নেটওয়ার্ক ২৯ কোটি ৬৫ লাখ টাকা, সি পার্ল বিচ ২৫ কোটি ২৩ লাখ টাকা, এডিএন টেলিকম ২৩ কোটি ৭৮ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২১ কোটি ৮৯ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৯ কোটি ৮৪ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ২৮ লাখ টাকা, বিডি কম ১৩ কোটি ৮০ লাখ টাকা, আরডি ফুড ১২ কোটি ১১ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিং ১১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ৭ কোটি ৪ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৭টি, কমেছে ৩৮টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯০ দশমিক ১৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৮০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসআই দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২১ দশমিক ৬৯ পয়েন্টে, ১৩ হাজার ৩৩০ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ২৩ দশমিক ৬৯ পয়েন্টে এবং ১ হাজার ১৫৬ দশমিক ৭২ পয়েন্টে। এদিন সিএসইতে প্রিমিয়ার ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন প্রিমিয়ার ব্যাংক ৯২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কর্টন ৬৭ লাখ টাকা, বেঙ্গল ইউন্ডসর ৫৩ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৫১ লাখ টাকা, বিডি কম ৩০ লাখ টাকা, সি পার্ল বিচ ৩০ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ২৭ লাখ টাকা, শাইনপুকুর ২৬ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ২৬ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং করপোরেশন ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩১টির বা ৯.২৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.০০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৮.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ক্যাপিটাল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৬.৭৫ শতাংশ, আমরা নেটওর্য়াকের ৪.৭৭ শতাংশ, রংপুর ডেইরি ৪.৬৩ শতাংশ, ন্যাশনাল ফিডের ৪.৩২ শতাংশ, বাংলা উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ৩.৩২ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ২.৯১ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ২.৩৫ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২.২৫ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.১৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০২টির বা ৩০.৫৪ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। জানা গেছে, আগের কার্যদিবসে মুন্নু এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১,০০০.৩০ টাকা। গতকাল লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৫৬.০০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪৪.৩০ টাকা বা ৪.৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে মুন্নু এগ্রো টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ রেনউইক যজ্ঞেশ্বরের ৪.২১ শতাংশ, বীকন ফার্মার ৪.০৫ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৭৭ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৫৯ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩.৫৬ শতাংশ, বিডিকম অনলাইনের ৩.৪৬ শতাংশ, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের ৩.২৭ শতাংশ এবং সিটি জেনারেলের ৩.১৬ শতাংশ শেয়ার দর কমেছে।