সিজিএ এর তত্ত্বাবধানে ডিসিএ ঢাকায় গণশুনানি

গত সোমবার হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের (সিজিএ) তত্ত্বাবধানে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ), ঢাকা ডিভিশন, ঢাকার আওতাধীন ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসার (ইউএও) এর কার্যালয়ের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিভিন্ন অংশীজন এবং সেবাগ্রহীতারা বর্তমান হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. নূরুল ইসলামের নেতৃত্বে পেনশনারদের পেনশন সেবাসহ অন্যান্য সেবার চলমান কার্যক্রমসমূহ সারা বাংলাদেশের ৫৬৪টি হিসাব রক্ষণঅফিস হতে আন্তরিকতা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে প্রদান করায় ভূয়সী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

সিজিএ এর তত্ত্বাবধানে ডিসিএ ঢাকায় গণশুনানি

গত সোমবার হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ের (সিজিএ) তত্ত্বাবধানে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ), ঢাকা ডিভিশন, ঢাকার আওতাধীন ডিস্ট্রিক্ট একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (ডিএএফও) এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসার (ইউএও) এর কার্যালয়ের সেবাগ্রহীতাদের অংশগ্রহণে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে বিভিন্ন অংশীজন এবং সেবাগ্রহীতারা বর্তমান হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. নূরুল ইসলামের নেতৃত্বে পেনশনারদের পেনশন সেবাসহ অন্যান্য সেবার চলমান কার্যক্রমসমূহ সারা বাংলাদেশের ৫৬৪টি হিসাব রক্ষণঅফিস হতে আন্তরিকতা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে প্রদান করায় ভূয়সী প্রশংসা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।