এনজিও প্রতিনিধিদের সঙ্গে ট্রান্সফর্ম প্রকল্প বিষয়ক আলোচনা সভা

তকাল কড়াইল বস্তি এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে ট্রান্সফর্ম-দি ট্রান্সফর্মিং অ্যাক্সেস টু কেয়ার ফর সিরিয়াস মেন্টাল ডিজঅর্ডারস্ ইন স্লাম প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এটি একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প। এই প্রকল্পটি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয় এবং টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (ট্রিন) লি. বাংলাদেশের সম্মিলিত গবেষণা কার্যক্রম যা কড়াইল বস্তি এবং নাইজেরিয়ার ইবাদান বস্তি এলাকায় পরিচালিত হচ্ছে। ট্রান্সফর্ম প্রকল্পের প্রধান গবেষক (বাংলাদেশ) ডা. তানজির রশিদ সরণ উক্ত সভায় প্রকল্পের উদ্দ্যেশ, প্রকল্প কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে কমিউনিটি প্রতিনিধি এবং অংশিজনদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মুক্ত আলোচনায় কড়াইল বস্তি এলাকায় মানসিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতা যেমন উঠে এসেছে তেমনি মানসিক অসুস্থ্যতা বা মানসিক রোগ বিষয়ে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রথাগত এবং বিশ্বাসভিত্তিক সেবা প্রদানকারীদের নিকট সেবা গ্রহণের বিষয়টি ফুটে উঠেছে।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

এনজিও প্রতিনিধিদের সঙ্গে ট্রান্সফর্ম প্রকল্প বিষয়ক আলোচনা সভা

image

তকাল কড়াইল বস্তি এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে ট্রান্সফর্ম-দি ট্রান্সফর্মিং অ্যাক্সেস টু কেয়ার ফর সিরিয়াস মেন্টাল ডিজঅর্ডারস্ ইন স্লাম প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এটি একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প। এই প্রকল্পটি যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয় এবং টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (ট্রিন) লি. বাংলাদেশের সম্মিলিত গবেষণা কার্যক্রম যা কড়াইল বস্তি এবং নাইজেরিয়ার ইবাদান বস্তি এলাকায় পরিচালিত হচ্ছে। ট্রান্সফর্ম প্রকল্পের প্রধান গবেষক (বাংলাদেশ) ডা. তানজির রশিদ সরণ উক্ত সভায় প্রকল্পের উদ্দ্যেশ, প্রকল্প কার্যক্রমের বিভিন্ন পর্যায়ে কমিউনিটি প্রতিনিধি এবং অংশিজনদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। মুক্ত আলোচনায় কড়াইল বস্তি এলাকায় মানসিক স্বাস্থ্যসেবার অপ্রতুলতা যেমন উঠে এসেছে তেমনি মানসিক অসুস্থ্যতা বা মানসিক রোগ বিষয়ে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা, সামাজিক দৃষ্টিভঙ্গি, প্রথাগত এবং বিশ্বাসভিত্তিক সেবা প্রদানকারীদের নিকট সেবা গ্রহণের বিষয়টি ফুটে উঠেছে।