মাদারীপুরে ইউপি সদস্যসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

মাদারীপুরের এক ইউপি মেম্বারসহ ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে পৌরশহরের চরমুগুরিয়া এলাকার বিএনপির অফিসের পেছনের একটি ক্লাব ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ সেট তাস, নগদ ৬ হাজার ৫শ’ ৫০ টাকা, জুয়ার হিসাব রাখার জন্য ৩টি অংক খাতা ও একটি টালী খাতা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোমবাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার টিটু বেপারী (৪৬)। সে একই এলাকার মতিয়ার বেপারীর ছেলে। চরমুগুরিয়া এলাকার খবিরউদ্দিন মোল্লার ছেলে জসীমউদ্দিন মোল্লা (৬০), আবদুর রহমান জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার (৫০), লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৪৮), রাস্তি ইউনিয়নের মজিদ বেপারীর ছেলে মনির বেপারী (৫০), আবদুল ছাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৬), পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের রুস্তম আকনের ছেলে সোহরাব আকন (৭০), পৌর শহরের চরখাগদী এলকাার রাজ্জাক খানের ছেলে কাদের খান (৪৮) ও রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকার আবুল কাশেম মাদবরের ছেলে দিদারুল ইসলাম (৩৫)।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শামীম হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ৯ জন জুয়াড়িকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

মাদারীপুরে ইউপি সদস্যসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুরের এক ইউপি মেম্বারসহ ৯ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত সোমবার বিকেলে পৌরশহরের চরমুগুরিয়া এলাকার বিএনপির অফিসের পেছনের একটি ক্লাব ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৬ সেট তাস, নগদ ৬ হাজার ৫শ’ ৫০ টাকা, জুয়ার হিসাব রাখার জন্য ৩টি অংক খাতা ও একটি টালী খাতা এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত একটি মোমবাতি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার টিটু বেপারী (৪৬)। সে একই এলাকার মতিয়ার বেপারীর ছেলে। চরমুগুরিয়া এলাকার খবিরউদ্দিন মোল্লার ছেলে জসীমউদ্দিন মোল্লা (৬০), আবদুর রহমান জমাদ্দারের ছেলে জুয়েল জমাদ্দার (৫০), লাল মিয়ার ছেলে আতাউর রহমান (৪৮), রাস্তি ইউনিয়নের মজিদ বেপারীর ছেলে মনির বেপারী (৫০), আবদুল ছাত্তার মিয়ার ছেলে নজরুল ইসলাম (৫৬), পেয়ারপুর ইউনিয়নের কুমড়াখালী গ্রামের রুস্তম আকনের ছেলে সোহরাব আকন (৭০), পৌর শহরের চরখাগদী এলকাার রাজ্জাক খানের ছেলে কাদের খান (৪৮) ও রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকার আবুল কাশেম মাদবরের ছেলে দিদারুল ইসলাম (৩৫)।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শামীম হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ৯ জন জুয়াড়িকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।