রায়পুরায় আধ্যাত্মিক মহোৎসব অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরায় মির্জাপুর ইউনিয়নের মেরাতুলি গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও যুগাবতার দরবেশ জালাল উদ্দীন খন্দকার গুরুজীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাউলদের নিয়ে বাউলগানের আধ্যাত্মিক

মহোৎসব হয়েছে। এ উপলক্ষে গত সোমবার রাতভর উপজেলার মেরাতুলি গ্রামে সন্ধ্যার পর থেকেই মহোৎসবে জড়ো হতে থাকেন দূর-দূরান্তসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় গানের অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান চলে রাতভর। আধ্যাত্মিক বাউলগান পরিবেশন করেন টিভি পর্দার জনপ্রিয় শিল্পী সাগর বাউল, মরমী সঙ্গীতের সুনীল কর্মকার, এলিজা পুতুল, ম্যাজিক বাউলিয়ানা খ্যাত বিপাশা পারভীন, ঢোল নয়ন, বাঁশিতে রানা প্রমুখ।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

রায়পুরায় আধ্যাত্মিক মহোৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরায় মির্জাপুর ইউনিয়নের মেরাতুলি গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও যুগাবতার দরবেশ জালাল উদ্দীন খন্দকার গুরুজীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বাউলদের নিয়ে বাউলগানের আধ্যাত্মিক

মহোৎসব হয়েছে। এ উপলক্ষে গত সোমবার রাতভর উপজেলার মেরাতুলি গ্রামে সন্ধ্যার পর থেকেই মহোৎসবে জড়ো হতে থাকেন দূর-দূরান্তসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মানুষ।

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি—বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক বাণীর স্লোগানে শুরু হয় গানের অনুষ্ঠান। এই মহোৎসবে লালনের রেখে যাওয়া মানবমুক্তির অর্ধশতাধিক আধ্যাত্মিক বাণীসংবলিত গান চলে রাতভর। আধ্যাত্মিক বাউলগান পরিবেশন করেন টিভি পর্দার জনপ্রিয় শিল্পী সাগর বাউল, মরমী সঙ্গীতের সুনীল কর্মকার, এলিজা পুতুল, ম্যাজিক বাউলিয়ানা খ্যাত বিপাশা পারভীন, ঢোল নয়ন, বাঁশিতে রানা প্রমুখ।