ভালুকায় সরকারি নির্দেশ অমান্য করে চলছে জলাশয় ভরাট

ভালুকার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে সরকারী নিদের্শ অমান্য করে উইন্ডি গ্রুপের সাইনবোর্ড লাগিয়ে গারোইল বিল ও দেওয়াইল্যা বিল নামে বিশালাকার দুটি বিল মাটি ফেলে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে ওই এলাকার বোরো ও অন্যান্য ফসল আবাদে সেচ ব্যবস্থা বিগ্ন, প্রাকৃতিক মৎস্য সম্পদ বিলুপ্ত সহ জলবায়ুর উপর ব্যাপক প্রভাব পরবে বলে এলাকাবাসীর আশংকা।

বিল ভরাটে ব্যবহৃত মাটিবাহী ড্রাম ট্রাকের ধুলা উড়ে এলাকার বাড়ীঘর ও রাস্তায় চলাচলরত মানুষের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে গ্রামবাসী ও যানবাহনের যাত্রীরা অভিযোগ করেন। সরজমিন গিয়ে দেখা যায়, গোয়ারী গ্রামে গারোইল্লার টেক নামে ফসলি জমি ও চালার বিভিন্ন স্থানে “উইন্ডি গ্রুপ” নামে কয়েকটি নতুন সাইনবোর্ড লাগানো রয়েছে। ওই টেকের (চালার) সংলগ্ন গারোইল বিলে একের পর এক ড্রাম ট্রাক এসে মাটি ফেলছে আর সেই মাটি এসকেভেটর ও সেলুডার মেশিনে বিলের পানিতে ফেলে ভরাট কাজ এগিয়ে চলেছে প্রায় ১৫/২০ দিন যাবৎ।

জানা যায়, একই ইউনিয়নের চান্দরাটি গ্রামের শুকিয়ে যাওয়া বাজাইল বিলের প্রায় সারে ১৩ একর সরকারী খাস জমি ও অন্যান্য মালিকানা জমি হতে প্রায় ৫০ টির মত ড্রাম ট্রাক দিয়ে পর্যায়ক্রমে মাটি এনে গোয়ারী গ্রামের বিল দুটি ভরাট কাজ চলছে।

গোয়ারী গ্রামের ফজলুল হক জানান তিনি কোম্পানির কাছে জমি বিক্রি করেননি অথচ তাদের ১৪ শতাংশ জমি মাটি ফেলে ভরাট করা হয়েছে। উইন্ডি গ্রুপের স্থানীয় প্রতিনিধি বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম রিপন জানান স্থানীয় লোকজনের নিকট হতে শতাধিক বিঘা জমি ক্রয় করেছেন উইন্ডি গ্রুপ, তিনি সহ নির্মানাধীন কোম্পানির নিয়োজিত লোকজন এখানকার কাজ তদারকি করছেন। ফসলি জমির শ্রেণী পরিবর্তণ, জলাশয় ভরাট করা সরকারী ভাবে সম্পুর্ণ নিশিদ্ধ থাকা সত্বেও তারা শত বছরের বিশালাকার বিলটি ভরাটে কোন সরকারী অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি সোমাইয়া আক্তার জানান, বিল ভরাটের বিষয়টি শুনেছেন।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

ভালুকায় সরকারি নির্দেশ অমান্য করে চলছে জলাশয় ভরাট

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

image

ভালুকা (ময়মনসিংহ) : নির্দেশনা অমান্য করে এভাবেই চলছে জলাশয় ভরাট -সংবাদ

ভালুকার বিরুনিয়া ইউনিয়নের গোয়ারী গ্রামে সরকারী নিদের্শ অমান্য করে উইন্ডি গ্রুপের সাইনবোর্ড লাগিয়ে গারোইল বিল ও দেওয়াইল্যা বিল নামে বিশালাকার দুটি বিল মাটি ফেলে ভরাট করছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে ওই এলাকার বোরো ও অন্যান্য ফসল আবাদে সেচ ব্যবস্থা বিগ্ন, প্রাকৃতিক মৎস্য সম্পদ বিলুপ্ত সহ জলবায়ুর উপর ব্যাপক প্রভাব পরবে বলে এলাকাবাসীর আশংকা।

বিল ভরাটে ব্যবহৃত মাটিবাহী ড্রাম ট্রাকের ধুলা উড়ে এলাকার বাড়ীঘর ও রাস্তায় চলাচলরত মানুষের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে বলে গ্রামবাসী ও যানবাহনের যাত্রীরা অভিযোগ করেন। সরজমিন গিয়ে দেখা যায়, গোয়ারী গ্রামে গারোইল্লার টেক নামে ফসলি জমি ও চালার বিভিন্ন স্থানে “উইন্ডি গ্রুপ” নামে কয়েকটি নতুন সাইনবোর্ড লাগানো রয়েছে। ওই টেকের (চালার) সংলগ্ন গারোইল বিলে একের পর এক ড্রাম ট্রাক এসে মাটি ফেলছে আর সেই মাটি এসকেভেটর ও সেলুডার মেশিনে বিলের পানিতে ফেলে ভরাট কাজ এগিয়ে চলেছে প্রায় ১৫/২০ দিন যাবৎ।

জানা যায়, একই ইউনিয়নের চান্দরাটি গ্রামের শুকিয়ে যাওয়া বাজাইল বিলের প্রায় সারে ১৩ একর সরকারী খাস জমি ও অন্যান্য মালিকানা জমি হতে প্রায় ৫০ টির মত ড্রাম ট্রাক দিয়ে পর্যায়ক্রমে মাটি এনে গোয়ারী গ্রামের বিল দুটি ভরাট কাজ চলছে।

গোয়ারী গ্রামের ফজলুল হক জানান তিনি কোম্পানির কাছে জমি বিক্রি করেননি অথচ তাদের ১৪ শতাংশ জমি মাটি ফেলে ভরাট করা হয়েছে। উইন্ডি গ্রুপের স্থানীয় প্রতিনিধি বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম রিপন জানান স্থানীয় লোকজনের নিকট হতে শতাধিক বিঘা জমি ক্রয় করেছেন উইন্ডি গ্রুপ, তিনি সহ নির্মানাধীন কোম্পানির নিয়োজিত লোকজন এখানকার কাজ তদারকি করছেন। ফসলি জমির শ্রেণী পরিবর্তণ, জলাশয় ভরাট করা সরকারী ভাবে সম্পুর্ণ নিশিদ্ধ থাকা সত্বেও তারা শত বছরের বিশালাকার বিলটি ভরাটে কোন সরকারী অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে কোন সদোত্তর দিতে পারেননি তিনি।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি সোমাইয়া আক্তার জানান, বিল ভরাটের বিষয়টি শুনেছেন।