কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের তাড়াশে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর মৌজার চাঁকরৌহালী দক্ষিণপাড়া মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় ১০০ জন কৃষক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

চাঁকরোহালি গ্রামের কৃষক মুজাম্মেল হক জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিলে ছোট বড় মিলে অন্তত দের থেকে ২০০টি পুকুর খননের কাজ চলছে। এসব পুকুর খনন কাজ এলাকায় ব্যবহার করা হচ্ছে অস্ত্রধারী ক্যাডার বাহিনী। তাদের পাহারা বসিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা অবাধে পুকুর খনন করে চলেছে এলাকার এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু অবৈধ পুকুর খননকারীরা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চালিযয়ে যাচ্ছে হরদম পুকুর খনন।

পুকুর খননের কারণে বিল এলাকার প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা কিছুটা লাভবান হলেও নি:স্ব হয়ে পথে বসতে চলেছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

অভিযোগকারী উপজেলার চাঁকরৌহালির জমির মালিক মো ইসাহাক আলী জানান, জমিসহ প্রতিবেশীদের জমি জোরপূর্বক দখল করে পকুুর খনন করার জন্য তাড়াশ উপজেলার হামকুরিয়া গ্রামের আলাউদ্দিন,ও শামীম, শহিদুল ও রেজা জোরপূর্বক দখল নিয়েছে। সে বিষয়ে ভূমি মালিকসহ ওই এলাকার একাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনারসহ জেলা প্রশাসকে নিকট ব্যবস্থা গ্রহণে লিখিত অভিযোগ করেছেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, অবৈধ পুকুর খনন করা কোন সুযোগ নেই। এছাড়া নিয়মিত অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চলমান রয়েছে।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওগাঁ ইউনিয়নের দেবীপুর মৌজার চাঁকরৌহালী দক্ষিণপাড়া মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এলাকার প্রায় ১০০ জন কৃষক ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

চাঁকরোহালি গ্রামের কৃষক মুজাম্মেল হক জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিলে ছোট বড় মিলে অন্তত দের থেকে ২০০টি পুকুর খননের কাজ চলছে। এসব পুকুর খনন কাজ এলাকায় ব্যবহার করা হচ্ছে অস্ত্রধারী ক্যাডার বাহিনী। তাদের পাহারা বসিয়ে দিনরাত চব্বিশ ঘন্টা অবাধে পুকুর খনন করে চলেছে এলাকার এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা। কিন্তু অবৈধ পুকুর খননকারীরা উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ফসলি জমিতে চালিযয়ে যাচ্ছে হরদম পুকুর খনন।

পুকুর খননের কারণে বিল এলাকার প্রভাবশালী ও ধনাঢ্য ব্যক্তিরা কিছুটা লাভবান হলেও নি:স্ব হয়ে পথে বসতে চলেছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা।

অভিযোগকারী উপজেলার চাঁকরৌহালির জমির মালিক মো ইসাহাক আলী জানান, জমিসহ প্রতিবেশীদের জমি জোরপূর্বক দখল করে পকুুর খনন করার জন্য তাড়াশ উপজেলার হামকুরিয়া গ্রামের আলাউদ্দিন,ও শামীম, শহিদুল ও রেজা জোরপূর্বক দখল নিয়েছে। সে বিষয়ে ভূমি মালিকসহ ওই এলাকার একাধিক কৃষক উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভূমি কমিশনারসহ জেলা প্রশাসকে নিকট ব্যবস্থা গ্রহণে লিখিত অভিযোগ করেছেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, অবৈধ পুকুর খনন করা কোন সুযোগ নেই। এছাড়া নিয়মিত অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চলমান রয়েছে।