বাড়ির আঙিনায় গাঁজা চাষ আটক ২

নিজেদের বাড়ির আঙিনায় অতিলাভের আশায় শতাধিক গাঁজার গাছ রোপণ করেছিলেন ঝালকাঠির কাঠালিয়ার উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের দুই সহোদর। আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করবেন। কিন্তু তাদের সেই আশায় গুঁড়েবালি দিলো কাঠালিয়া পুলিশ।

গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি আঙ্গিনা থেকে রোপণকৃত দুইশত পাঁচটি গাঁজার গাছগুলো উদ্ধার করেন গাঁজার দুই চাষিকে আটক করে পুলিশ। তারা হলো উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে পরেশ বেপারী ও রমেন বেপারী নামে দুই সহোদর।

জানা গেছে, দিনমজুর পরেশ ও রমেন বেপারী প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। খবর পেয়ে শনিবার রাতে দুই থেকে তিন ফুট উচ্চতার দুইশত পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

কাঠালিয়া থানা ওসি মুরাদ আলী বলেন, আটককৃত দুই গাঁজা চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

বাড়ির আঙিনায় গাঁজা চাষ আটক ২

জেলা বার্ত পরিবেশক, ঝালকাঠি

নিজেদের বাড়ির আঙিনায় অতিলাভের আশায় শতাধিক গাঁজার গাছ রোপণ করেছিলেন ঝালকাঠির কাঠালিয়ার উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের দুই সহোদর। আশা ছিল গাঁজা পরিপক্ক হলে তা বিক্রি করবেন। কিন্তু তাদের সেই আশায় গুঁড়েবালি দিলো কাঠালিয়া পুলিশ।

গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি আঙ্গিনা থেকে রোপণকৃত দুইশত পাঁচটি গাঁজার গাছগুলো উদ্ধার করেন গাঁজার দুই চাষিকে আটক করে পুলিশ। তারা হলো উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে পরেশ বেপারী ও রমেন বেপারী নামে দুই সহোদর।

জানা গেছে, দিনমজুর পরেশ ও রমেন বেপারী প্রতিবেশীদের চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়িতে গাঁজা চাষ করছিলেন। খবর পেয়ে শনিবার রাতে দুই থেকে তিন ফুট উচ্চতার দুইশত পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

কাঠালিয়া থানা ওসি মুরাদ আলী বলেন, আটককৃত দুই গাঁজা চাষির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।