মানিকগঞ্জে শিক্ষা সফর বাসে আগুন, প্রাণে রক্ষা পেল ৭২ শিক্ষার্থী

মানিকগঞ্জে সরকারি মহাদেবপুর ডিগ্রি কলেজের শিক্ষা সফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা সেলফি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে শিক্ষার্থীরা গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

গত সোমবার সকাল পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার সরকারি মহাবেদপুর ডিগ্রি কলেজের হিসববিজ্ঞান বিভাগ থেকে কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়ী, লালনশাহ সেতুসহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড পৌর মার্কেটর সামনে গাড়িটি অবস্থান করছিল।

এ সময় কয়েকজন শিক্ষার্থী, বাসের ড্রাইভার ও সাউন্ডের দুই ব্যক্তি গাড়িতে ছিল। বাসটির পেছনের অংশে রাখা জেনারেটর ও সাউন্ড বক্স ছিল। হঠাৎ জেনারেটরের পাশ থেকে ধাও ধাও করে আগুল জ্বলে উঠে। পরে শিক্ষার্থীরা দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সাউন্ড এর দুই ব্যক্তি আগুন নেভানোর অনেক চেষ্টা করেন।

কিন্তু চেষ্টা করেও কোনো কাজ হয় না। আগুন নিভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বাস, সাউন্ড বক্স ও জেনারেটরেরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। তবে এটি নাশকতা কিনা সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পার্কিং করে রাখা গাড়িতে আগুন লাগার ফলে প্রাণে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।

বুধবার, ১৫ মার্চ ২০২৩ , ৩০ ফাল্গুন ১৪২৯, ২২ শবান ১৪৪৪

মানিকগঞ্জে শিক্ষা সফর বাসে আগুন, প্রাণে রক্ষা পেল ৭২ শিক্ষার্থী

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে সরকারি মহাদেবপুর ডিগ্রি কলেজের শিক্ষা সফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা সেলফি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথে শিক্ষার্থীরা গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি। গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

গত সোমবার সকাল পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শিবালয় উপজেলার সরকারি মহাবেদপুর ডিগ্রি কলেজের হিসববিজ্ঞান বিভাগ থেকে কুষ্টিয়া রবিঠাকুরের কুঠিবাড়ী, লালনশাহ সেতুসহ কয়েকটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড পৌর মার্কেটর সামনে গাড়িটি অবস্থান করছিল।

এ সময় কয়েকজন শিক্ষার্থী, বাসের ড্রাইভার ও সাউন্ডের দুই ব্যক্তি গাড়িতে ছিল। বাসটির পেছনের অংশে রাখা জেনারেটর ও সাউন্ড বক্স ছিল। হঠাৎ জেনারেটরের পাশ থেকে ধাও ধাও করে আগুল জ্বলে উঠে। পরে শিক্ষার্থীরা দ্রুত গাড়ি থেকে নেমে যায়। সাউন্ড এর দুই ব্যক্তি আগুন নেভানোর অনেক চেষ্টা করেন।

কিন্তু চেষ্টা করেও কোনো কাজ হয় না। আগুন নিভাতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বাস, সাউন্ড বক্স ও জেনারেটরেরসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। তবে এটি নাশকতা কিনা সে বিষয়টি নিশ্চিত হতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পার্কিং করে রাখা গাড়িতে আগুন লাগার ফলে প্রাণে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা।